গৌতম গম্ভীর নয়, MS ধোনি হোক টিম ইন্ডিয়ার হেড কোচ, বিরাট কোহলির পছন্দের পাত্রের ইচ্ছা !! 1

MS Dhoni: আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের পরেই পরিবর্তন হতে চলেছে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সময়কাল। দীর্ঘ ৩ বছর ধরে ভারতীয় দলের সঙ্গে সময় কাটিয়েছেন দ্রাবিড় এবং আর তিনি চাইছেন না ভারতীয় দলের কোচ হতে। যে কারণে বিসিসিআই (BCCI) ভারতীয় দলের নতুন কোচের জন্য গুগুল ফর্ম প্রকাশ করেছিল বিসিসিআই। আর এই আবেদন পত্রের জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত সোমবার। তবে ভারতীয় দলের প্রধান কোচ কে হচ্ছেন সে বিষয়ে রয়েছে জল্পনা। জানা গিয়েছে বিসিসিআই কর্মকর্তারা দলের নতুন কোচ নির্ধারণের জন্য একটু বেশি সময় চেয়ে নিয়েছে।

কোহলির পছন্দের পাত্র ধোনিকে কোচ হিসেবে দেখতে চান

Virat Kohli and Rajkumar Sharma,
Virat Kohli and Rajkumar Sharma | Image: Getty Images

প্রসঙ্গত, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, বার্ষিক ১০ কোটি টাকার চুক্তি থাকলেও দ্রাবিড় আর চাইছেন না দলের পিছনে সময় ব্যয় করতে। অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) পছন্দের পাত্র এমএস ধোনিকে (MS Dhoni) ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চাইছেন। প্রসঙ্গত, বিরাট কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma) এদিন এক সাক্ষাৎকারে এমএস ধোনিকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের কোচ হিসেবে বলেছেন ধোনি আইপিএল আর খেলবেন না, এমনকি হাঁটুর চোটে কাবু হয়েছেন তিনি এবং অস্ত্রোপচার না হলে তার পক্ষে পরের সিজিনে কামব্যাক করাটা কঠিন হয়ে উঠবে।

ধোনি দলের কোচ হলে বদলে যাবে টিম ইন্ডিয়া ভাগ্য

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

মন্তব্য করে দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী রাজকুমার শর্মা এমএস ধোনির উপর আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, “আমি চাই টিম ইন্ডিয়ার কোচ একজন ভারতীয় হোক। মহেন্দ্র সিং ধোনি যদি অবসর নেন তবে তিনি আরও ভাল বিকল্প হতে পারেন। ধোনি অনেক বড় টুর্নামেন্ট জিতিয়েছেন। দীর্ঘদিন ধরেও ক্রিকেট খেলেছেন তিনি। তিনি কোচ হলে ড্রেসিংরুমে ভালোবাসা ও সম্মান পাবেন। ধোনি যখন অধিনায়ক ছিলেন, তিনি আরও ভালভাবে সামলেছেন দলকে।

রাজকুমার শর্মা আরও বলেছেন, “ধোনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন দলের হয়ে নানান পরিকল্পনা এবং সঠিকভাবে পরিচালনা করতে সফল হয়েছেন। যখন তিনি অধিনায়ক ছিলেন, টিম ইন্ডিয়াতে বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে এবং গৌতম গম্ভীরের মতো বড় বড় খেলোয়াড় ছিলেন। তবুও ধোনি দলকে সামলেছেন ও কখনো কোনো ধরনের সমস্যাও তৈরি হয়নি।” এর আগে ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের হয়ে মেন্টর হয়েও সময় কাটিয়েছেন। তবে ২০২১ সালে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছিল।

Read Also: MS Dhoni: টিম ইন্ডিয়ার হেড কোচ পদ হাতছাড়া হচ্ছে গৌতম গম্ভীরের, MS ধোনির পছন্দের হাতেই উঠছে দায়িত্ব !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *