২০২৩ সালের ৩ সফল অধিনায়ক যারা দলকে পৌঁছে দিয়েছে সফলতার সর্বোচ্চ শিখরে !! 1

২০২৩ সাল জুড়েই ছিল ক্রিকেটের মরশুম, এবছর একেরপর এক মেগা টুর্নামেন্ট গিয়েছে দেখা। বছরের প্রথমেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট সিরিজে মুখোমুখি হয়, যখন ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ওডিআই ফরম্যাটে নতুন অধ্যায় শুরু করে। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের প্রথম দুই ম্যাচ জিতে অ্যাশেজ সিরিজ নিজেদের নামে করে টিম অস্ট্রেলিয়া, এরপর ভারতে এসে বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজিত হয় এবং WTC ফাইনালে দুই দল উত্তীর্ণ হলে ভারতকে পরাস্ত করে অস্ট্রেলিয়া তাদের প্রথম খেতাব জয় করে। এরপর ৬ দেশের এশিয়া কাপ অনুষ্ঠিত হয় এবং সেই এশিয়া কাপে টিম ইন্ডিয়া ছিল অপ্রতিরুদ্ধ। এরপর শুরু হয় বছরের সেরা আকর্ষণ বিশ্বকাপ, টানা ১০ ম্যাচ জেতা টিম ইন্ডিয়াকে ফাইনালে পরাস্ত করে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন | কোহলিকে পিছনে ফেললেন শুভমান গিল, ২০২৩-এ এই চমকপ্রদ রেকর্ডের মালিক হলেন ভারতীয় ব্যাটিং-এর ‘প্রিন্স’ !!

১. প্যাট কামিন্স

Pat cummins, cricket
Pat Cummins | Image: Getty Images

তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins), ফিঞ্চ অবসর নেওয়াতে সাদা বলের ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে কামিন্সকে। দলের দায়িত্ব পেয়ে ভালো সূচনা হয়নি তার। তবে লাল বলের ফরম্যাটে বছর জুড়ে দাপিয়ে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে পরাজিত হতে হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি। তবে পিছুপা হয়নি অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়াকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া, এরপর ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যাবধানে অ্যাশেজ সিরিজ জয়লাভ করে। এরপর বিশ্বকাপের সময় অধিনায়ক হিসেবে দেখা যায় প্যাট কামিন্সকে, সূচনার দুই ম্যাচে পরাজিত হয়ে কামব্যাক করে অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়াকে পরাস্ত করে ষষ্ঠ বারের জন্য এই চ্যাম্পিয়নশিপ নিজেদের নামে করলো অস্ট্রেলিয়া। এক বছরেই দুটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, প্যাট কামিন্স’এর নেতৃত্বে এসেছে এই দুই খেতাব।

২. রোহিত শর্মা

Rohit Sharma, cricket
Rohit Sharma | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় স্থানে থাকছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রোহিত। এবছর ক্যাপ্টেন হিসাবে সর্বাধিক রান রোহিত বানিয়েছেন, ৪৮.৬৪ গড়ে ৪ সেঞ্চুরি ও ১১ অর্ধশতরান সহ ১৮০০ রান করেছিলেন রোহিত। বিশ্বকাপেও ১০০’র বেশি স্ট্রাইক রেটে ৫৯৮ রান বানিয়েছিলেন। তবে বিশ্বকাপ জয়ের থেকে এক পদক্ষেপ দূরেই ছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে এবছর ভারতীয় দলকে মোট ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং ২১ ম্যাচে জয় পেয়েছেন, অন্যদিকে ৮ টেস্টে ৩ জয় পেয়েছেন। WTC ফাইনাল ও বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর জন্যই রোহিতকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে।

৩. টেম্বা বাভুমা

Temba Bavuma,
Temba Bavuma | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমার (Temba Bavuma)। এবছর দক্ষিণ আফ্রিকা তার নেতৃত্বে দীর্ঘ ৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়, শুধু বিশ্বকাপ নয় বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা এবং দলকে নেতৃত্ব দিয়েছেন তিনিই। মোট ১৮ ম্যাচে ১১ জয় পেয়েছে আফ্রিকা, পাশাপশি ৩ দক্ষিণ আফ্রিকা তার নেতৃত্বে ৩ টেস্ট খেলেছে এবং সব ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন | Top 3 Tournaments: ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছে এই ৩ টি বৃহৎ ক্রিকেট ইভেন্ট যা খোশমেজাজে উপভোগ করেছেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *