Shubman gill and rohit sharma,
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

শেষের পথে ২০২৩। শুভমান গিল (Shubman Gill), মহম্মদ শামি, বিরাট কোহলিদের (Virat Kohli) মত তারকাদের সৌজন্যে এক স্মরণীয় বছর উপভোগ করতে পেরেছেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাটিং হোক বা বোলিং, নিজেদের পারফর্ম্যান্স দিয়ে মন জিতে নিয়েছেন এক ঝাঁক ক্রিকেটতারকা। ২০২৩-এর ক্রিকেটীয় ক্যালেন্ডারের সবচেয়ে উপরে অবশ্যই থাকবে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতের মাটিতে দশ দলীয় এই প্রতিযোগিতা ছাপিয়ে গিয়েছে পূর্বের সকল বিশ্বকাপকে। ঘরের মাঠে অনবদ্য পারফর্ম করেছে টিম ইন্ডিয়াও। টানা দশ ম্যাচ জিতে তারা জায়গা করে নিয়েছিলো ফাইনালে। শেষমেশ হারতে হলেও কোহলি, রোহিতদের (Rohit Sharma) দুরন্ত ক্রিকেট জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। বিশ্বকাপের আঙিনায় আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়াকে।

কেবল সাদা বলের ক্রিকেট নয়, লাল বলের ফর্ম্যাটেও একঝাঁক দুরন্ত প্রতিযোগিতা দেখা গিয়েছে এইবার। বছরের গোড়ার দিকেই বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা গিয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। দুই টেস্ট জিতে এগিয়ে গিয়েছিলো ভারত। শেষ দুই ম্যাচে দারুণ লড়াই করে অস্ট্রেলিয়া। শেষমেশ ২-১ ফলে শেষ হয় সিরিজ। নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্ট’ও পৌঁছেছিলো রুদ্ধশ্বাস পর্যায়ে। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারায় ভারতকে। অ্যাসেজেও দাপট ধরে রাখে অজি’রা। ইংল্যান্ডের মাটি থেকে অ্যাসেজের ‘আর্ন’ সঙ্গে করেই ফেরে দেশে। ২০২৩-কে বিদায়ের আগে এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেটের তিন ফর্ম্যাটের সেরা তারকাদের।

Read More: টি-২০ বিশ্বকাপের আগে বড় ঝটকা খেলো টিম ইন্ডিয়া, ক্রিকেট ছেড়ে এই খেলোয়াড় করবেন রাজনীতি !!

ব্যাটিং শিখরে শুভমান, সেরাদের তালিকায় সূর্য, খোয়াজা-

Shubman Gill and Virat Kohli | Image: Getty Images
Shubman Gill and Virat Kohli | Image: Getty Images

২০২৩ সাল’টা নিঃসন্দেহে শুভমান গিলের (Shubman Gill)। টেস্ট, একদিনের ক্রিকেট হোক বা টি-২০, তিন ফর্ম্যাটেই রানের ফুল ফুটিয়েছিলেন তিনি। বছরটা শুরু করেছিলেন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান করেছেন। আইপিএলেও অনবদ্য পারফর্ম করে পেয়েছেন সেরা খেলোয়াড়ের রেকর্ড। ২০২৩ ক্যালেন্ডার বর্ষে মোট রানের নিরিখে সকলের আগে শুভমান’ই (Shubman Gill)। তাঁর ঝুলিতে ২১৫৪ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি, গোটা বছরে করেছেন ২০৪৮ রান। তিনে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর সংগ্রহ ১৯৮৮ রান। ব্যাটিং গড়ের নিরিখে শুভমান ও মিচেলকে অনেকখানি পিছনে ফেলেছেন কোহলি (Virat Kohli)। শুভমান ও মিচেল যেখানে যথাক্রমে ৪৮.৮২ ও ৪১.৪১ গড়ে রান করেছেন, সেখানে কোহলির ব্যাটিং গড় ৬৬.০৬।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল (Shubman Gill)। ২৯ ম্যাচে ৬৩.৩৬ গড়ে তিনি করেছেন ১৫৮৪ রান। এখানেও দ্বিতীয় স্থানেই রয়েছেন কোহলি। ২৭ ম্যাচে ৭২.৪৭ গড়ে ‘কিং কোহলি’র সংগ্রহ ১৩৭৭ রান। তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক করেছেন ২৭ ম্যাচে ১২৭৭ রান। গড় ৫২.২৯। আইসিসি’র পূর্ণ সদস্যদের মধ্যে টি-২০ রানের নিরিখে সবার উপরে রয়েছেন ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদব। ভারতীয় তারকা জোড়া শতরান সহ ১৮ ম্যাচে করেছেন ৭৩৩ রান। গড় ৪৮.৮৬। স্ট্রাইক রেট ১৫৫.৯৫। টেস্টে সবাইকে পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা (Usman Khawaja)। ১৩ ম্যাচে ৫২.৯০ গড়ে তিনি করেছেন ১২৯০ রান। প্রথম চারটি স্থান ধরে রেখেছেন অস্ট্রেলীয় তারকারা। খোয়াজার পর যথাক্রমে রয়েছেন স্টিভ স্মিথ (৯২৯), ট্র্যাভিস হেড (৯১৯) ও মার্নাস লাবুশেন (৮০৩)।

বোলিং-এ সেরা জাদেজা, দাপট ভারতীয়দের-

Ravindra Jadeja and Ravichandran Ashwin | Image: Getty Images
Ravindra Jadeja and Ravichandran Ashwin | Image: Getty Images

২০২৩ ক্যালেন্ডার বর্ষে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সফলতম বোলার ভারতের বাম হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৩৫ ম্যাচে ২৩.৭৪ গড়ে তিনি তুলে নিয়েছেন ৬৬ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৩৯ ম্যাচে তাঁর সংগ্রহ ১৮.৭৫ গড়ে ৬৩ উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ২৩ ম্যাচে ২৯.৭৭ গড়ে তিনিও তুলে নিয়েছেন ৬৩ উইকেট। শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), মহম্মদ সিরাজরাও রয়েছেন সেরাদের তালিকায়। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট পেলেও তিন ফর্ম্যাট মিলিয়ে সেরা পাঁচে জায়গা করে নিতে পারেন নি ভারতের মহম্মদ শামি। জায়গা পান নি জসপ্রীত বুমরাহ’ও।

টেস্ট ক্রিকেটে সদ্য ৫০০ উইকেটের মাইলস্টোন পেরোনো নাথান লিয়ঁ (Nathan Lyon) রয়েছেন সবার উপরে। ১০ ম্যাচে তিনি নিয়েছেন ৪৭ উইকেট। গড় ২৪.৯৫। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ১১ ম্যাচে ৪২ উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন। ৭ ম্যাচে ১৭.০২ গড়ে তাঁর সংগ্রহ ৪১ উইকেট। একদিনের ক্রিকেটে বাকিদের পিছনে ফেলেছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৩০ ম্যাচে ২০.৪৮ গড়ে তিনি নিয়েছেন ৪৯ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪ উইকেট। তিনে রয়েছেন মহম্মদ শামি। ১৯ ম্যাচে ১৬.৪৬ গড়ে তিনি নিয়েছেন ৪৩ উইকেট। টি-২০তে পূর্ণ সদস্যদের মধ্যে উইকেটের নিরিখে শীর্ষে ভারতের আর্শদীপ সিং (Arshdeep Singh), আয়ারল্যান্ডের মার্ক এডেয়ার ও জিম্বাবুয়ের রিচার্ড গারাভা। তিন জনের ঝুলিতেই ২৬ উইকেট।

Also Read: হাজতবাস নিশ্চিত সন্দীপ লমিছানের, ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন নেপাল তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *