IPL 2024, GT vs RCB, Match-45, Toss Report: গুজরাতের বিপক্ষে টস জয় বেঙ্গালুরু'র, জয়ের সন্ধানে এই তারকাকে ফেরালো দু প্লেসির দল !! 1

IPL 2024: আজ সুপার সান ডে’তে রয়েছে দুটি আইপিএল (IPL) ম্যাচ। দিনের প্রথম খেলায় সম্মুখসমরে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২২-এর চ্যাম্পিয়ন, ২০২৩-এর রানার্স আপ গুজরাত চলতি মরসুমে বেশ নিষ্প্রভ। এখনও অবধি ৯ ম্যাচে ৪টি জয় ও ৫টি হারের সম্মুখীন হয়েছে তারা। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজ ঘরের মাঠে ভালো পারফর্ম্যান্স দরকার তাদের। অন্যদিকে বেঙ্গালুরুর দশা আরও খারাপ। তারা এখনও অবধি ৯ ম্যাচ খেলে জিতেছে কেবল দুটি। সবার নীচে রয়েছে তারা। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দুই পয়েন্ট হাসিল করার পর ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ কোহলিদের সামনে।

গুজরাতের হয়ে রবিবার ইনিংসের সূচনা করতে দেখা যাবে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা’কে। ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দুজনকেই। ব্যর্থতা ঝেড়ে সামনের দিকে তাকাতে চাইবেন তাঁরা। এরপর থাকছেন সাই সুদর্শন। প্রোটিয়া তারকা ডেভিড মিলার ও আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের কাঁধে থাকছে মিডল অর্ডারের দায়িত্ব। ফিনিশ করার ভার আরও একবার চাপছে রাহুল তেওয়াটিয়ার কাঁধে। রয়েছেন শাহর‍্যখ খান’ও। ঘরের মাঠে রশিদ খান ও নূর আহমেদের স্পিন জুটি অটুট রাখছেন কোচ আশিষ নেহরা। জুড়ে দেওয়া হয়েছে সাই কিশোরকে। ফাস্ট বোলিং-এ দেখা যাবে সন্দীপ ওয়ারিয়রকে। গত ম্যাচে ৭৩ রান হজম করার পরও আজ থাকছেন মোহিত শর্মা।

একাদশে বিশেষ রদবদলের পথে হাঁটে নি বেঙ্গালুরু। ওপেনিং-এ কোহলির সঙ্গী দু প্লেসি। আজ বিরাটের স্ট্রাইক রেটের দিকে থাকবে নজর। তিন নম্বরে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের উইল জ্যাকসকে। ফর্ম ফিরে পাওয়া রজত পতিদার চার নম্বরে বেঙ্গালুরুর বাজি হতে চলেছেন আজ। দিনকয়েকের বিরতির পর ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, স্বপ্নীল সিং-এর উপর থাকছে লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব। দরকারে অনুজ রাওয়াতকে মাঠে নামাতে পারে বেঙ্গালুরু। বোলিং বিভাগে আরসিবি সুযোগ দিয়েছে কর্ণ শর্মা’কে। এছাড়া সিরাজ ও যশ দয়ালের পেস জুটিকে যাবে আজ।

Read More: T20 World Cup 2024: বিশ্বকাপের আসরে এই ৩ ক্রিকেটার হবে ভারতের ‘ট্রাম্প কার্ড’, হঠাৎ টিমে নেবেন এন্ট্রি !!

IPL ম্যাচের সময়সূচি-

গুজরাত টাইটান্স (GT) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ৪৫

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট

Ahmedabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-.

Narendra Modi Stadium, Ahmedabad | IPL 2024 | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

রবিবার দুপুরে আহমেদাবাদে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মাঠে সাধারণত ব্যাটিংবান্ধব উইকেটই দেখা যায় অধিকাংশ ম্যাচে। পাওয়ার প্লে-র সঠিক ব্যবহারের উপর অনেকাংশে নির্ভর করে খেলার ফলাফল। মাঝের ওভারগুলিতে সাহায্য থাকে স্পিনারদের জন্যও। আহমেদাবাদে এখনও অবধি ৩১টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ১৪টিতে জয় এসেছে প্রথমে ব্যাটিং করে। রান তাড়া করে জয়ের সংখ্যা ১৭। গড় স্কোর প্রথম ইনিংসে থাকে ১৭০। দ্বিতীয় ইনিংসে তা হয় ১৫৬।

রবিবার আহমেদাবাদের আবহাওয়া বেশ উষ্ণ থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। আকাশে আংশিক মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। আজকের ম্যাচ চলাকালীন বৃষ্টি কোনোরকম বাধা সৃষ্টি করবে না। আহমেদাবাদের বাতাসে রবিবার আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৮ শতাংশ। খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

দুই দলের প্রথম একাদশ-

RCB and GT | IPL 2024 | Image: Twitter

 

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ডেভিড মিলার, আজমাতুল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, নূর আহমেদ, মোহিত শর্মা।

বিকল্প- সন্দীপ ওয়ারিয়র, মানব সুতার, বি আর শরথ, দর্শন নলকাণ্ডে, বিজয় শঙ্কর।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, উইল জ্যাকস, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নীল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল।

বিকল্প- অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, হিমাংশু শর্মা, আকাশ দীপ, বিজয়কুমার বৈশাখ।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Faf Du Plessis and Shubman Gill | IPL 2024 | Image: Getty Images
Faf Du Plessis and Shubman Gill | Image: Getty Images

শুভমান গিল-

আমরাও রান তাড়া করতেই পছন্দ করতাম। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের বড় রান স্কোরবোর্ডে যোগ করতেই হবে। আমরা ভালোই ব্যাটিং করেছি। গত ম্যাচে কেবল এক বলের ব্যবধানে হারতে হয়েছে। ছন্দে ফেরার এটাই সঠিক সময়।

ফাফ দু প্লেসি-

পরে উইকেট আরও ভালো হবে, সেই কারণেই আমরা রান তাড়া করার প্রচেষ্টা করবো। আজকাল এত বড় বড় রান হচ্ছে, খেলার ধরণই বদলে গিয়েছে। গত দুই ম্যাচে আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমরা ব্যাট হাতেও বড় রান করেছি। এইগুলোই বদল এসেছে। দলে ফিরছে (গ্লেন) ম্যাক্সওয়েল। আমাদের মিডল অর্ডারে শক্তি বাড়ছে।

GT বনাম RCB, টস রিপোর্ট-

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো বেঙ্গালুরু।

Also Read: IPL 2024: “ওদের ট্রফি জেতাটা শুধু সময়ের…”, বিধ্বংসী রাজস্থানের দুর্দান্ত জয় দেখে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *