TOP 5: এগিয়ে আসছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়তে আর ঠিক এক মাস বাকি। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি অংশগ্রহণকারী দশ দলকে প্রাথমিক স্কোয়াড জানানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলো আজ অর্থাৎ ৫ সেপ্টেম্বর। সেইমত আজ দুপুর বেলা অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকার সাংবাদিক সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। প্রত্যাশামত জায়গা পেয়েছেন রোহিত, কোহলি, শুভমান গিল’রা। তবে ১৫ জনের মধ্যে পাঁচ ক্রিকেটারের না থাকা বিচলিত করেছে সমর্থকদের। বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের পথে এই ৫ ক্রিকেটারের সুযোগ না পাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মতামত দিচ্ছেন তাঁরা।
শিখর ধাওয়ান-

আজ বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই, তাতে জায়গা হয় নি শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তারপর বাইরেই থাকতে হয়েছে অভিজ্ঞ ওপেনারকে। এমনকি এশিয়া কাপ দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) অবধি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই মুহূর্তে ওপেনার হিসেবে রোহিত শর্মা, শুভমান গিল এবং ঈশান কিষণই তাঁদের পছন্দ। তা সত্ত্বেও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বকাপের দলে ধাওয়ানকে (Shikhar Dhawan) চেয়ে সওয়াল করেছিলেন। সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছিলেন বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে ‘গব্বর’-এর অভিজ্ঞতা কাজে আসবে দেশের। কিন্তু তাতে কর্ণপাত করেন নি নির্বাচকেরা। পাকাপাকিভাবেই সম্ভবত ছেঁটে ফেলা হয়েছে তাঁকে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
শিখরকে বিশ্বকাপের (ICC World Cup 2023) দলে না দেখে সমর্থকদের একটা বড় অংশই অবশ্য খুশি নন। ICC আয়োজিত প্রতিযোগিতাগুলিতে বরাবরই ভালো পারফর্ম্যান্স করে এসেছেন বাঁ-হাতি ওপেনার। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯০.৭৫ গড়-সহ পাঁচ ম্যাচে ৩৬৩ রান করেছিলেন তিনি। জিতেছিলেন ‘গোল্ডেন ব্যাট’ পুরষ্কার। ২০১৫ সালের একদিনের বিশ্বকাপেও (ICC World Cup) ভালো পারফর্ম করেছিলেন। ৮ ম্যাচে ৪১২ রান করেন তিনি। ২০১৯ একদিনের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ১২৫ রান করেছিলেন তিনি। চোটের জন্য ছিটকে না গেলে হয়ত আরও অনেক রান করতে পারতেন তিনি। সেই পরিসংখ্যান তুলে ধরে শিখরের স্বপক্ষে গলা চড়িয়েছেন তাঁরা। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে গিল ও রোহিত’কে নড়বড়ে দেখিয়েছে। যা আরও বেশী করে ধাওয়ানের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে সমর্থকদের।
যুজবেন্দ্র চাহাল-

একদিনের ক্রিকেটে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সাফল্যের খতিয়ান নেহাৎ কম নয়। ৭২ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন তিনি। একসময় কুলদীপ যাদবের সাথে তাঁর জুটি বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছিলো। কিন্তু তা সত্ত্বেও দলে বেশ কিছুদিন হলো নিয়মিত নন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পান নি তিনি। বাদ পড়েছিলেন স্কোয়াড থেকে। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ব্যাটিং দক্ষতার কারণে একাদশে সুযোগ পান রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। গোটা টুর্নামেন্ট রিজার্ভ বেঞ্চে বসেই কাটে চাহালের। ছবিটা বদলালো না ২০২৩-এ এসেও। আগেই এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয় নি তাঁকে। এবার বিশ্বকাপের সম্ভাব্য ১৫ জনের দলেও ঠাঁই হলো না তাঁর।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
বিশ্বকাপের (ICC World Cup 2023) দলে চাহালকে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এক সাক্ষাৎকারে দল ঘোষণার আগেই তিনি জানিয়েছিলেন ‘মাঝেমধ্যেই যুজবেন্দ্র চাহালকে ভুলে যাই আমরা, কিন্তু ও প্রকৃত ম্যাচ উইনার।” প্রাক্তন ভারতীয় অধিনায়কের কথায় কর্ণপাত করেন নি নির্বাচকেরা। কুলদীপ-জাদেজা এবং অক্ষরের বাঁ-হাতি স্পিনেই আস্থা রেখেছে তারা। পরিসংখ্যান বলছে দেশের মাঠে একদিনের খেলায় ১৮ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন তিনি। ভারতের স্পিন সহায়ক উইকেটে তাঁর লেগস্পিন কার্যকরী হতে পারত বলে মনে করছেন অনেকে। দল ঘোষণার পর চাহালের বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়েছেন হরভজন সিং-ও (Harbhajan Singh)।
ভুবনেশ্বর কুমার-

ভারতের জার্সিতে অন্যতম সফল বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) । সাদা বলের ক্রিকেটে বহু সাফল্যের কারিগর তিনি। এমনকি টেস্টেও ইংল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং-এর রেকর্ড রয়েছে তাঁর। ২১ টেস্টে নিয়েছেন ৬৩ উইকেট। ১২১ একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪১। কুড়ি-বিশের খেলায় ভুবি ৮৭ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। একটা সময় টি-২০তে ভারতের সফলতম বোলার ছিলেন তিনিই। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) হয়ে তাঁর কেরিয়ার গ্রাফ নীচের দিকে নামতে শুরু করে ২০২২ সালে। জানুয়ারি মাসের পর থেকেই একদিনের দলে ব্রাত্য করা হয় ভুবনেশ্বরকে (Bhuvneshwar Kumar) ।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তিনি যে আশা ছাড়েন নি, তার আভাস দিয়েছিলেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)। প্রস্তুতির জন্য নাম লিখিয়েছিলেন ইউপি টি-২০ টুর্নামেন্টে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপের দলে রাখা হয় নি তাঁকে। ওডিআই হোক বা টি-২০ বিশ্বকাপ, বরাবর নতুন বলে সাফল্য এনে দিয়েছেন ভুবনেশ্বর। কিন্তু বুমরাহ’র সাথে শামি, সিরাজ এবং শার্দুলকেই বিশেষজ্ঞ পেসার হিসেবে ভাবনায় রেখেছে বোর্ড। গতকাল নেপালের বিরুদ্ধে সিরাজ এবং শামি যেভাবে রাখ খরচ করেছে, তাতে ভুবনেশ্বরকে বাইরে রাখার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মত বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
তিলক বর্মা-

এশিয়া কাপের দলে জায়গা পেলেও বিশ্বকাপের প্রাথমিক পনেরোতে নেই তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের বছর কুড়ির ক্রিকেটারের না থাকা টিম ইন্ডিয়ার পক্ষে অশনি সংকেত বয়ে আনতে পারে বলে মনে করছেন অনেকে। রোহিত, শুভমান, বিরাট থেকে কে এল রাহুল বা হার্দিক পান্ডিয়া-ভারতীয় ব্যাটিং-এ অধিকাংশ ক্রিকেটারই ডান হাতি। সেক্ষেত্রে তিলকের (Tilak Varma) মত একজন বাঁ-হাতি ব্যাটার থাকলে আক্রমণে অবশ্যই বৈচিত্র যোগ হত।
ইতিমধ্যে কেবল ভারতের হয়ে টি-২০ ক্রিকেট খেলেছেন তিলক বর্মা (Tilak Varma)। তবে একদিনের খেলায় যে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই, তা বোঝা যায় পরিসংখ্যান দেখলেই। ঘরোয়া ক্রিকেটে ৫৬.১৮ গড়ে ২৫ ম্যাচে ১২৩৬ রান করেছেন তিনি। রয়েছে ৫টি শতরান এবং ৫টি অর্ধশতরান। বর্তমানে ভারতীয় দলে পার্ট-টাইম বোলারেরও অভাব স্পষ্ট। সেক্ষেত্রে কার্যকরী হতে পারত তিলকের অফ স্পিন’ও। ২০১১-এর যুবরাজ সিং-এর ভূমিকা গ্রহণ করতে পারতেন তিলক বর্মা।
সঞ্জু স্যামসন-

বিশ্বকাপের দলেও জায়গা হলো না সঞ্জু স্যামসনের (Sanju Samson)। এশিয়া কাপে রিজার্ভে ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগে পাকাপাকিভাবে ছেঁটে ফেলা হলো তাঁকে। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের বাদ পড়া নিয়েও হতাশ সমর্থকেরা। ২০২১ সালে একদিনের খেলায় অভিষেক হয় সঞ্জু স্যামসনের (Sanju Samson)। কিন্তু নিজেকে টিম ইন্ডিয়াতে প্রতিষ্ঠা করতে পারেন নি তিনি। মাঝেমধ্যে যখনই সুযোগ এসেছে, প্রয়াস করেছেন নিজেকে মেলে ধরার। কিন্তু ভালো পারফর্ম করলেও কোনো অজানা কারণে বাদ পড়তে হয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৮৬ করার পরেও শিকে ছেঁড়েনি ভাগ্যে। একই ছবি দেখা গিয়েছেন এবারও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝোড়ো ৫১ রানের ইনিংস খেলেও বাতিলের তালিকাতেই জায়গা হলো তাঁর।
১৩টি একদিনের ম্যাচে সঞ্জু স্যামসনের সংগ্রহে রয়েছে ৩৯০ রান। ব্যাটিং গড় ৫৬-র আশেপাশে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁর নজরকাড়া পারফর্ম্যান্সের পরেও ঈশান কিষণ এবং কে এল রাহুলকেই জায়গা দিয়েছে আগরকারের নেতৃত্বাধীন কমিটি। এমনকি তাঁর চেয়ে ঢের বেশী ম্যাচে সুযোগ পেয়ে লাগাতার ব্যর্থ হওয়া সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) রাখা হয়েছে বিশ্বকাপের দলে। নির্বাচকদের সঞ্জুর প্রতি এই পক্ষপাত বিশ্বকাপে ভারতের বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur