T20 World Cup: আয়ারল্যান্ডকে হারিয়ে মসৃণ ছন্দেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচনাটা করেছিলো ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে রোমহর্ষক লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও ৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ায় এখন বেশ স্বস্তিতে রোহিত শর্মা’রা (Rohit Sharma)। দুই ম্যাচে ৪ পয়েন্ট তাদের। নেট রান রেটের হিসেবে টিম ইন্ডিয়া (Team India) রয়েছে গ্রুপ-এ’র শীর্ষে। সুপার এইটে পা রাখাও এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। বুধবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলা মনেই নামতে পারবে ‘মেন ইন ব্লু।’ জোড়া ম্যাচ জিতেছে মার্কিন দল। হারিয়েছে পাকিস্তানকে। সৌরভ নেত্রভালকার, অ্যারন জোনস (Aaron Jones), মোনাঙ্ক প্যাটেলদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ভারতকে।
টানা দুই ম্যাচে ওপেনিং করে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আমেরিকার বিপক্ষে তাঁকে পছন্দের পজিশন অর্থাৎ তিনে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে রোহিতের সাথে ওপেনিং-এ দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। চার নম্বরে খেলতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে তিন নম্বরে ভালো খেলেও জায়গা হারাতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁকে ঠেলে দেওয়া হতে পারে পাঁচ নম্বরে। প্রস্তুতি ম্যাচ-সহ গত তিন ম্যাচে হতশ্রী পারফর্ম্যান্সের পর বাদ পড়তে চলেছেন শিবম দুবে। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়াই (Hardik Pandya)। ছয়ে খেলবেন ভারতীয় সহ-অধিনায়ক। সাত ও আটে যথাক্রমে দুই স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) খেলার সম্ভাবনা। বুমরাহ-সিরাজ-আর্শদীপ পেস ত্রয়ী থাকছে অপরিবর্তিত।
Read More: পাক বধের দুই নায়ক বুমরাহ ও হার্দিককে বাদ দিচ্ছেন রোহিত শর্মা, USA ম্যাচের আগে নিলেন কঠিন সিদ্ধান্ত !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
ম্যাচ নং- ২৫
তারিখ- ১২/০৬/২০২৪
ভেন্যু- নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
New York Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জুড়ে চর্চায় থেকেছে এই মাঠের বাইশ গজ। অ্যাডিলেডে নির্মিত ড্রপ-ইন পিচ নিয়ে চলেছে বিস্তর জলঘোলা। ব্যাটারদের জন্য ‘বধ্যভূমি’ বলা হচ্ছে নিউ ইয়র্কের পিচকে। যে কয়টি ম্যাচ এখনও অবধি খেলা হয়েছে সেখানে ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে পেস বোলারদের। অসমান বাউন্স রয়েছে উইকেটে, যার ফলে কখনও বল লাফিয়ে উঠছে, কখনও আবার থাকছে নীচু। যা সামলাতে গিয়ে মুশকিলে পড়ছেন ব্যাটাররা। পরিসংখ্যান বলছে এই মাঠে আয়োজিত ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে, ৩টিতে এসেছে রান তাড়া করে। টসজয়ী অধিনায়ক এখানে প্রথমে বোলিং করতে চাইবেন।
গত রবিবার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছিলো ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। তাই বুধবারের ভারত বনাম মার্কিন (IND vs USA) যুক্তরাষ্ট্র ম্যাচের আবহাওয়া নিয়েও রয়েছে উৎকন্ঠা। হাওয়া অফিস জানাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে বুধবার। বৃষ্টিপাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছেন না আবহাওয়াবিদ্রা। তাঁদের মধ্যে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের দিন আমেরিকার ‘বিগ অ্যাপল’-এ বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। তবে তা খেলায় বিশেষ বাধা সৃষ্টি করবে না বলেই মনে করা হচ্ছে।
IND vs USA, হেড টু হেড রেকর্ড-
ক্রিকেটের কোনো ফর্ম্যাটেই এর আগে ভারত (IND) কখনও মুখোমুখি হয় নি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA)। বুধবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার সাক্ষাৎ হতে চলেছে দুই পক্ষের।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল
মিডল অর্ডার- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংত
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
একনজরে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।