T20 World Cup: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের লড়াইতে মাঠে নামছে ভারতীয় দল (Team India)। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান (AFG)। আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে জয়ের হ্যাট্রিক করে শেষ আটের ছাড়পত্র নিশ্চিত করেছিলো টিম ইন্ডিয়া। এরপর কানাডার বিরুদ্ধে তাদের ম্যাচটি ভেস্তে গেলেও গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সুপার এইটে যেতে সমস্যা হয় নি কোহলি (Virat Kohli), রোহিতদের। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যে ধারাবাহিকতা ভারত দেখিয়েছে, তা তারা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজের মাঠেও। এবার ট্রফি জিতেই দেশের বিমান ধরতে মরিয়া দল। আফগানদের ব্যাটিং দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তা কাজে লাগিয়ে দুই পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন কোচ দ্রাবিড়।
টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তা সত্ত্বেও আরও একবার সম্ভবত ওপেনিং-এ তাঁকে দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়া। সঙ্গী হবেন রোহিত শর্মা (Rohit Sharma)। বাইরেই থাকতে হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। তিনে খেলবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পছন্দের চার নম্বরে দেখা যেতে পারে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। আফগানিস্তানের স্পিন আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে পাঁচে নামানো হতে পারে শিবম দুবেকে (Shivam Dube)। বড় শট মারতে পারদর্শী দুবে রশিদ, নবিদের বিপক্ষে কেমন পারমর্ক করেন, নজর থাকবে সেইদিকে। ছয়ে থাকছেন হার্দিক। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে জাদেজা, অক্ষরের সাথে জুড়ে দেওয়া হতে পারে কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)। বাদ পড়তে পারেন সিরাজ। বুমরাহ’র সাথে জুটি বাঁধতে দেখা যাবে আর্শদীপকে।
Read More: দুই নৌকায় পা দিয়ে চলবেন গৌতম গম্ভীর? BCCI-এর পাশাপাশি কথা রাখবেন শাহরুখ খানেরও !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম আফগানিস্তান (AFG)
ম্যাচ নং- ৪৩ (সুপার এইট ম্যাচ নং-০৩)
তারিখ- ২০/০৬/২০২৪
ভেন্যু- কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Barbados Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
বার্বাডোজের কেনসিংটন ওভালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। এখানের পিচ দেখে বেশ শুকনো মনে হয়েছে। ধূলো ওড়া বাইশ গজে কার্যকরী হতে পারেন স্পিনাররা। সেই কথা মাথায় রেখেই একাদশ সাজাবে দুই দল। এই মাঠে এখনও অবধি ৪৭টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৩০টিতে প্রথমে ব্যাটিং করে মিলেছে জয়। ১৪টি ম্যাচে রান তাড়া করে মিলেছে সাফল্য। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৩৮-এর কাছাকাছি। দ্বিতীয় ইনিংসে তা দাঁড়ায় ১২৫-এ। ১৬০ বা ১৬৫ এখানে জয়ের জন্য যথেষ্ট স্কোর হতে পারে। টসজয়ী অধিনায়ক মাঠের পরিসংখ্যানের কথা ভেবে প্রথমে ব্যাটিং বেছে নিতে পারে।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে নিজেদের অভিযান শুরু করছে ভারত। দিনকয়েক আগে ফ্লোরিডাতে কানাডার বিপক্ষে তাদের ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বার্বাডোজে অবশ্য এমন সম্ভাবনা বিশেষ নেই। ৫ শতাংশ বর্ষণের পূর্বাভাস থাকলেও তা ম্যাচে বিশেষ প্রভাব ফেলবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭২ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। একই সময়ে ২৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহের ভবিষ্যদ্বাণী করেছেন আবহাওয়াবিদ্রা।
IND vs AFG, হেড টু হেড পরিসংখ্যান-
টি-২০ ক্রিকেটে ভারত ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে ৮ বার। একপেশে আধিপত্য বজায় রাকতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। ৭ টি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। পক্ষান্তরে আফগানিস্তানের জয়ের সংখ্যা শূন্য। একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। ঘরের মাঠে ভারত জিতেছে ৩টি ম্যাচ। বাকি ৪টি জয় এসেছে নিরপেক্ষ মাঠে। আফগানিস্তানের মাঠে কখনও মুখোমুখি হয় নি দুই দল। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তিন সাক্ষাতেই জয় পেয়েছে ‘মেন ইন ব্লু।’
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা
মিডল অর্ডার- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল
বোলার- জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।