বাদের খাতায় শিবম-বিরাট, আমেরিকার বিরুদ্ধে বিকল্প হিসেবে দুই তরুণকে তৈরি রাখছে টিম ইন্ডিয়া !! 1

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখনও অপরাজিত ভারতীয় দল। প্রথম ম্যাচে তারা আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছিলো। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে ব্যাটিং করে মাত্র ১১৯ রান করতে পেরেছিলো ভারত। কিন্তু নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের সৌজন্যে ঘুরে দাঁড়ায় তারা। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়াদের দাপটে ১১৩ রানে থামতে হয় পাকিস্তানকে। ৬ রানে জিতে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখে ‘মেন ইন ব্লু।’ ৪ পয়েন্ট নিয়ে সুপার-এইট পর্বে যাওয়া এক প্রকার নিশ্চিত ভারতের। আগামী ১৫ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পরীক্ষানিরীক্ষা করতে পারেন কোচ দ্রাবিড়। বাইরে রাখা হতে পারে বিরাট কোহলি ও শিবম দুবে’কে।

Read More: ভিডিও: “দেশের পরোয়া করে না এরা…” কেঁদে ফেললেন বসিত আলি, পাক প্রাক্তনীর নিশানায় পিসিবি !!

বাইরে রাখা হতে পারে কোহলিকে-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। মোট চারবার এই টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ২০১৪ ও ২০১৬ সালে মনোনীত হয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়। স্বাভাবিক কারণেই তাঁর থেকে প্রত্যাশা অনেক ছিলো টিম ইন্ডিয়ার (Team India) সমর্থকদের। আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন তিনি। কিন্তু এখনও অবধি গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলে ফেললেও হতাশই করেছেন কোহলি। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন মাত্র ৪ রান করে। স্ট্রাইক রেট বাড়াতে গিয়েই ডুবতে হচ্ছে বিরাটকে (Virat Kohli), তাঁর আউট হওয়ার ধরণ দেখে ধারণা বিশেষজ্ঞদের। টানা দুই ম্যাচের ব্যর্থতার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। পরে সুপার এইটে পর্বে অবশ্য খেলবেন তিনি।

বাদ পড়তে পারেন শিবম দুবে-

Shivam Dube | T20 World Cup | Image: Getty Images
Shivam Dube | T20 World Cup | Image: Getty Images

এবারের কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) অনেকেই মনে করেছিলেন যে ভারতের ‘সারপ্রাইজ প্যাকেজ’ হবেন শিবম দুবে (Shivam Dube)। স্পিনের বিরুদ্ধে ভালো পরিসংখ্যান তাঁর, বড় শট মারতে সিদ্ধহস্ত, প্রয়োজনে পেস বোলিং-ও করতে পারেন। হার্দিক পান্ডিয়ার বিকল্প মনে করা হচ্ছিলো তাঁকে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার সাথে সাথেই ভেঙেছে সেই ভুল ধারণা। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রীতিমত সংঘর্ষ করতে দেখা গিয়েছিলো তাঁকে ব্যাট হাতে। কোনোক্রমে করেন ১৪ রান। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত থাকেন শূন্য করে। আর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ তিনি। ৯ বল খরচ করে তাঁর নামের পাশে মাত্র ৩। ফিল্ডিং-এ মহম্মদ রিজওয়ানের সহজ ক্যাচ ফস্কেছেন তিনি। চূড়ান্ত ব্যর্থ শিবম’কে আগামী ম্যাচ থেকেই বাদ দেওয়া হতে পারে।

বিকল্প হতে পারেন দুই তরুণ তুর্কি-

Yashasvi Jaiswal | T20 World Cup | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

এখনও পর্যন্ত গ্রুপ পর্বের দু’টি ম্যাচেই ওপেন করেছিলেন কোহলি (Virat Kohli)। কিন্তু রান পান নি আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে। পরবর্তী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁকে বাইরে রেখে বিশেষজ্ঞ ওপেনার খেলানোর ভাবনা নিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। সেক্ষেত্রে প্রথম একাদশে জায়গা করে নেবেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ বাম হাতি ব্যাটারই আগামী ম্যাচগুলিতে ইনিংসের শুরুতে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। সুপার এইটে কোহলি ফিরলেও সম্ভবত খেলবেন পছন্দের তিন নম্বর পজিশনে। অন্যদিকে শিবমের পারফর্ম্যান্সের খুশি নয় দল। তাঁকে গোটা টুর্নামেন্টের জন্যই বাদ দেওয়া হতে পারে। পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে দল। তাঁকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে ট্র্যাভেলিং রিজার্ভের তালিকা থেকে দলে সামিল করা হতে পারে রিঙ্কু সিং-কে (Rinku Singh)।

Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *