বিরাট নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপ বড় পরীক্ষা হতে চলেছে এই ক্রিকেটারের, ফ্লপ হলেই পড়বেন বাদ !! 1

দীর্ঘ এগারো বছর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে সেরার শিরোপা জেতে নি টিম ইন্ডিয়া। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই থমকে গিয়েছে সাফল্যের রথ। এরপর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলিতে ভারত ভালো পারফর্ম করেও কখনও থেমেছে সেমিফাইনালে, কখনও আবার ফাইনালে পা রাখলেও ফিরতে হয়েছে খালি হাতে। গত বছর অর্থাৎ ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ-দুটি প্রতিযোগিতাতেই খেতাবী দ্বৈরথে পরাজিত হয়েছিলো ভারত। ব্যর্থতার এই ধারাবাহিক চিত্রে বদল চাইছে দল। পাখির চোখ তাই জুন মাসের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আশা জাগিয়ে শুরুটা করলেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো ভারত। ১০ উইকেটে হারতে হয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই হতশ্রী পরাজয়ের পরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রেখে দেড় বছর ধরে একঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে দেখা গিয়েছে টি-২০তে। সুযোগ করে দেওয়া হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার। গত ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানেও ঠাঁই হয়েছে সেই তরুণদের মধ্যে অনেকের। রয়েছেন কোহলি, সূর্যকুমারের মত সিনিয়ররাও। দল সামলানোর ভার আরও একবার পেয়েছেন রোহিত শর্মা। এই টুর্নামেন্ট ‘ডু অর ডাই’ তাঁর জন্য।

Read More: “আমি চাই ও জিতুক…”, টি-২০ বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের, এই অধিনায়কের হাতে দেখছেন ট্রফি !!

টি-২০ বিশ্বকাপ অন্তিম পরীক্ষা হতে পারে রোহিতের জন্য-

Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২১ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিরাট কোহলি (Virat Kohli) টি-২০ নেতৃত্ব ছেড়ে দেন। তখন কুড়ি-বিশের দলের নেতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর বিরাটের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের মনোমালিন্য হওয়ায় তিনি বাকি দুই ফর্ম্যাট থেকেও সরে দাঁড়ান। ২০২২-এর গোড়ায় তিন ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষিত হয়েছিলো। নেতা হিসেবে প্রথম বছরে বিশেষ সাফল্য দলকে এনে দিতে পারেন নি তিনি। ২০২২-এর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ-দুই প্রতিযোগিতাতেই বিফল হয় টিম ইন্ডিয়া।

পরিস্থিতির খানিক বদল হয় ২০২৩-এ। এশিয়া কাপ জেতে ভারত, কিন্তু হারতে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের ফাইনালে। আইসিসি ট্রফি জিততে মরিয়া রোহিতের সামনে চ্যালেঞ্জ এখন টি-২০ বিশ্বকাপ জেতা। বর্তমানে রোহিত শর্মার (Rohit Sharma) বয়স ছুঁয়েছে ৩৭। সেই কারণেই বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে জুন মাসের টুর্নামেন্টের পরে নেতা বদলের পথে হাঁটতে বাধ্য হতে পারে বিসিসিআই। গত এক-দেড় বছর ধরে সাদা বলের খেলায় অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। তিনিই পেতে পারেন দায়িত্ব।

মোটেই ভালো ফর্মে নেই রোহিত

বিরাট নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপ বড় পরীক্ষা হতে চলেছে এই ক্রিকেটারের, ফ্লপ হলেই পড়বেন বাদ !! 2

কেবলমাত্র খেলোয়াড় হিসেবে দলে হিটম্যান আদৌ জায়গা পাবেন কিনা তা নিয়েও সন্দিহান ক্রিকেটবোদ্ধারা। চলতি আইপিএলে (IPL) একটি শতরান করেছেন রোহিত (Rohit Sharma)। কিন্তু বাকি অধিকাংশ ম্যাচেই শান্ত থেকেছে তাঁর ব্যাট। সাম্প্রতিক সময়েও টি-২০তে বিশেষ সাবলীল দেখায় নি তাঁকে। যদিও তিনি পাশে পেয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক’কে। তিনি জানিয়েছেন, “রোহিতের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা”, তবুও অনেকেই নিশ্চিত যে আগামী বিশ্বকাপে রান না পেলে তাঁকে সরিয়ে সম্ভবত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), ঋতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad) ওপেনার হিসেবে ব্যবহার করবে বোর্ড। ছিটকেই যাবেন আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।

Also Read: T20 বিশ্বকাপে একবার নয় বরং দুই বার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *