t20-wc-ind-vs-ire-dream-11-prediction

T20 World Cup: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বুধবার নিজেদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে খেলার অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়েছে ভারতের। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়’ও পেয়েছে তারা। বুধবারও ফেভারিট হিসেবেই মাঠে নামবে রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। সামনেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। তার আগে পরিবেশ, পরিস্থিতির সাথে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার মরিয়া প্রচেষ্টা থাকবে দলের। প্রস্তুতি ম্যাচে খেলেন নি কোহলি (Virat Kohli)। ভারতীয় সুপারস্টার চাইবেন পিচের চরিত্র বুঝে নিতে। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে আয়ারল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গে করেই মাঠে নামছেন কার্টিস ক্যাম্ফার, পল স্টার্লিং-রা। লড়াই সহজ নাও হতে পারে ভারতের জন্য।

ভারতের একাদশে চমক দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ইনিংসের সূচনা করতে নামতে পারেন বিরাট কোহলি। তিনে ঋষভ (Rishabh Pant) ও চারে সূর্যকুমারকে (Suryakumar Yadav) দেখা যেতে পারে। দুই পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে ও হার্দিকের (Hardik Pandya) খেলার সম্ভাবনা। জাদেজা, কুলদীপের স্পিনের সাথে বুমরাহ, সিরাজ, আর্শদীপ পেস ত্রয়ীকে নামানো হতে পারে নিউ ইয়র্কে। অন্যদিকে আক্রমণাত্মক মনোভাব নিয়েই মাঠে নামতে পারে আয়ারল্যান্ড। নজর থাকবে তাদের অধিনায়ক পল স্টার্লিং-এর (Paul Stirling) দিকে। অ্যান্ড্রু বালবির্ণি, লোরকান টাকার ও হ্যারি টেকটরের হাতে তাদের ব্যাটিং-এর দায়িত্ব। আইরিশদের হয়ে নজর কাড়তে পারেন ব্যারি ম্যাকার্থি, মার্ক অ্যাডায়ার ও ক্রেগ ইয়ং।

Read More: T20 World Cup, IND vs IRE, Match-08: বাদ চাহাল, সঞ্জু, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশে অভিনবত্বের ছোঁয়া !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম আয়ারল্যান্ড (IRE)

ম্যাচ নং- ০৮

তারিখ- ০৪/০৬/২০২৪

ভেন্যু- নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

New York Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Nassau County Cricket Stadium | T20 World Cup | Image: Getty Images
Nassau County Cricket Stadium | Image: Getty Images

নিউ ইয়র্কের নবনির্মিত নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড। এই মাঠে এখনও অবধি ১টি মাত্র আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সেখানে ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে ফাস্ট বোলারদের। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে আবার ব্যাট-বলের তুল্যমূল্য লড়াই উপহার দিয়েছে বাইশ গজ। বুধবার কি অপেক্ষা করে আছে তা এখনই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। এখানে আপাতত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) যে ম্যাচটি খেলা হয়েছে তাতে রান তাড়া করেই এসেছে জয়। বুধবারও টসজয়ী অধিনায়ক সেই সিদ্ধান্তই নিতে পারেন।

চিন্তা থাকছে নিউ ইয়র্কের আবহাওয়া নিয়ে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়াও রয়েছে ২০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা। যা খেলায় বাধা সৃষ্টি করতে পারে। জানা গিয়েছে যে ভারত বনাম আয়ারল্যান্ড (IND vs IRE) ম্যাচের দিন ‘বিগ অ্যাপল’-এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৭১ শতাংশ। ম্যাচের সময় ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ চলতে পারে।

IND vs IRE, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs IRE | T20 World Cup | Image: Getty Images
IND vs IRE | Image: Getty Images

ভারত ও আয়ারল্যান্ড টি-২০ ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে ৭ বার। একপেশে দাপট রয়েছে টিম ইন্ডিয়ার। তারা ৭ ম্যাচের ৭টিতেই জয়লাভ করেছে। এর মধ্যে ছয়টি জয় অ্যাওয়ে ম্যাচে। টি-২০ বিশ্বকাপে একটি ম্যাচে জয় পেয়েছে ভারত।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs IRE | Image: Twitter

ভারত (IND)-

বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

আয়ারল্যান্ড (IRE)-

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্ণি, লোরকান টাকার, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ক্রেইগ ইয়ং, বেন হোয়াইট।

IND vs IRE, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হ্যারি টেকটর

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, ব্যারি ম্যাকার্থি, কার্টিস ক্যাম্ফার

উইকেটরক্ষক- ঋষভ পন্থ

বোলার- জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, , ক্রেইগ ইয়ং, কুলদীপ যাদব

অধিনায়ক- সূর্যকুমার যাদব

সহ-অধিনায়ক- বিরাট কোহলি

Also Read: টি-২০ বিশ্বকাপে ভাগ্য খুলছে রিঙ্কু সিং-এর, এই খেলোয়াড়কে সরিয়ে সুযোগ দেবেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *