T20 World Cup, IND vs AFG, Dream 11 Prediction: সুপার এইটের লড়াইতে মুখোমুখি ভারত-আফগানিস্তান, ফ্যান্টাসি ক্রিকেটের সুপারস্টারদের চিনে নিন এক ক্লিকে !! 1

T20 World Cup: কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ। আয়ারল্যান্ড, পাকিস্তান (PAK) ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কানাডার সাথে তাদের ম্যাচটি ভেস্তে গিয়েছে। তবে নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও উগান্ডার বিপক্ষে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে আফগানিস্তানকে (AFG)। যা হেভিওয়েট ভারতের মুখোমুখি হওয়ার আগে খানিক চাপে রেখেছে তাদের। ধারে-ভারে এগিয়ে থাকলেও আফগানদের হাল্কাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা’রা (Rohit Sharma)। বার্বাডোজের বাইশ গজে ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রয়েছে রশিদ, মুজিবদের। সতর্ক হয়েই পা ফেলতে চায় ‘মেন ইন ব্লু।’ জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

ছন্দে নেই বিরাট কোহলি (Virat Kohli)। তবুও ওপেনিং-এ সম্ভবত থাকবেন তিনিই। টিম কম্বিনেশনের কারণে অনভ্যস্ত পজিশনেই তাঁকে রাখতে বাধ্য হচ্ছেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। চলতি টুর্নামেন্টে ভারতের ব্যাটিং বিশেষ দাগ কাটতে পারে নি। নজর থাকবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের দিকে। ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। স্পিনের বিরুদ্ধে বড় পরীক্ষা শিবম দুবের (Shivam Dube)। ভারতের বোলিং বিভাগে যুক্ত করা হতে পারে কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)। জাদেজা, অক্ষরের সাথে তৃতীয় স্পিনার হবেন তিনি। পেস বিভাগে থাকছেন বুমরাহ ও আর্শদীপ। বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজ। দারুণ ছন্দে থাকা ফজলহক ফারুকি ‘তুরুপের তাস’ হতে পারেন আফগানিস্তানের। স্পিন সহায়ক পিচে ঘাতক হতে পারেন রশিদ, মুজিবরাও। ব্যাটিং অনেকাংশে নির্ভর করবে গুরবাজের উপর।

Read More: দুই নৌকায় পা দিয়ে চলবেন গৌতম গম্ভীর? BCCI-এর পাশাপাশি কথা রাখবেন শাহরুখ খানেরও !!

T20 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম আফগানিস্তান (AFG)

ম্যাচ নং- ৪৩ (সুপার এইট ম্যাচ নং-০৩)

তারিখ- ২০/০৬/২০২৪

ভেন্যু- কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Barbados Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Kensington Oval, Bridgetown, Barbados | T20 World Cup | Image: Getty Images
Kensington Oval, Bridgetown, Barbados | Image: Getty Images

বার্বাডোজের কেনসিংটন ওভালের বাইশ গজে বৃহস্পতিবার সম্মুখসমরে ভারত ও আফগানিস্তান IND vs AFG)। এই মাঠের বাইশ গজ সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। ইনিংসের মাঝের ওভারগুলিতে ঘূর্ণির মুখোমুখি হয়ে সমস্যায় পড়তে হয় ব্যাটারদের। প্রথম একাদশ সাজানোর সময় সেই বিষয়টি মাথায় অবশ্যই রাখতে হবে দুই শিবিরকে। পরিসংখ্যান বলছে বার্বাডোজের মাঠে এখনও অবধি আয়োজিত ৪৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৩০টিতে প্রথম ব্যাট করে মিলেছে জয়। মাত্র ১৪টি ম্যাচ জয় এসেছে রান তাড়া করে। বাকি ৩টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। ১৫০ বা ১৬০ এখানে জয়ের জন্য যথেষ্ট স্কোর হতে পারে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে পারেন।

দিনকয়েক আগে ফ্লোরিডার মাঠে কানাডার মুখোমুখি হওয়ার কথা ছিলো টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারণে ভেস্তে যায় তা। একই ভবিতব্য অপেক্ষা করছে ভারত-আফগানিস্তান দ্বৈরথের জন্য? মনে করছেন না আবহাওয়াবিদ্‌রা। ৫ শতাংশ বর্ষণের সম্ভাবনা থাকলেও তা ম্যাচে বিশেষ প্রভাব ফেলবে না বলেই ধারণা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। যা সমস্যায় ফেলতে পারে ক্রিকেটারদের। বায়ুপ্রবাহের গতি থাকতে পারে ২৪ কিলোমিটার প্রতি ঘন্টা।

IND vs AFG, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs AFG | T20 World Cup | Image: Twitter

ভারত ও আফগানিস্তান, দুই উপমহাদেশী প্রতিপক্ষ টি-২০ ক্রিকেটের আসরে মুখোমুখি হয়েছে ৮টি ম্যাচে। একচ্ছত্র আধিপত্য রয়েছে টিম ইন্ডিয়ার। তারা জয় পেয়েছে ৭টি ম্যাচে। একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায় নি। আফগানিস্তান এখনও একটিও ম্যাচে ভারতকে হারাতে পারে নি। ঘরের মাঠে ৩টি ম্যাচে জয় পেয়েছে ভারত। বাকি ৪টি জয় এসেছে নিরপেক্ষ মাঠে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে ৪টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে দু দলের। তিনটিতেই জয় পেয়েছে ভারতীয় দল।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs AFG | T20 World Cup | Image: Getty Images
IND vs AFG | Image: Getty Images

ভারত (IND)-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, আর্শদীপ সিং।

আফগানিস্তান (AFG)-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদ্রান, নাজিবুল্লাহ জাদ্রান, গুলবদন নাইব, মহম্মদ নবি, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, নবীন উল হক।

IND vs AFG, Dream 11 Prediction, Fantasy Tips

ব্যাটার- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শিবম দুবে

উইকেটরক্ষক- ঋষভ পন্থ, রহমানুল্লাহ গুরবাজ

বোলার- ফজলহক ফারুকি, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মুজিব-উর-রহমান

অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

সহ-অধিনায়ক- রশিদ খান

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: ধোনি মন্ত্রে দীক্ষিত ঋতুরাজ গায়কোয়াড়, নতুন ভূমিকায় ফিরতে চলেছেন জাতীয় দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *