t20-wc-fans-furious-at-pakistan-team

T20 World Cup: এর আগে সাতবারের সাক্ষাতে ভারত ৬ বার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে হারিয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ২০২১ সালে মধ্যপ্রাচ্যের মাঠে কেবল জিততে পেরেছিলো ওয়াঘা সীমান্তের পশ্চিম পাড়ের দেশ। গতকাল মার্কিন মুলুকে সেই পরিসংখ্যা ৬-২ করার সুবর্ণ সুযোগ চলে এসেছিলো পাক শিবিরের কাছে। ভারতকে বাগে পেয়েও শেষমেশ জয় অধরাই থাকলো তাদের। বেনজির ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেই মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে (PAK)। টসের মুদ্রা পড়েছিলো বাবর আজমের (Babar Azam) পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বৃষ্টিভেজা বাইশ গজে ঘাতক হয়ে উঠেছিলেন নাসিম শাহ, হারিস রউফ, মহম্মদ আমির’রা। ঋষভ পন্থের ৪২ রানের ইনিংস সত্ত্বেও মাত্র ১১৯-এ গুটিয়ে গিয়েছিলো ভারত। ইনিংসের বিরতির সময় চওড়া হাসি ছিলো পাক সমর্থকদের মুখে।

এক ইঞ্চি জমিও যে টিম ইন্ডিয়া (Team India) ছাড়বে না তা শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। একটা সময় উসমান খানকে সাথে নিয়ে পাক দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহম্মদ রিজওয়ান। কিন্তু হার্দিক ও বুমরাহ’র জুটি দুই ‘সেট’ ব্যাটারকে ফেরাতেই চাপে পড়ে যায় পাকিস্তান। ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিমরাও ভারতীয় বোলিং-এর সাঁড়াশি আক্রমণের সামনে পড়ে দিশা হারালেন গতকাল। ১৯তম ওভারে ইফতিকারকে আউট করে ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে যান বুমরাহ। শেষ ওভারের প্রথম বলে আউট হন ইমাদ’ও। মরিয়া চেষ্টা করেছিলেন বটে নাসিম শাহ, কিন্তু শেষরক্ষা হয় নি। ১১৩ রানের বেশী এগোয় নি পাক দল। টানা দুই ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপ  (T20 World Cup) থেকে ছিটকে যাওয়ার পথে তারা। দলের পারফর্ম্যান্সে খুশি নন অনুরাগীরা।

Read More: “চোখে জলে চলে এসেছিলো…” ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতিচারণ রবি শাস্ত্রী’র, আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন কোচ !!

সমর্থকদের রোষানলে পাক দল-

IND vs PAK | T20 World Cup | Image: Getty Images
IND vs PAK | T20 World Cup | Image: Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পর থেকেই পাকিস্তান দলের উপর ক্ষুব্ধ ছিলেন সমর্থকেরা। গতকাল নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে ১২০ রান তাড়া করতে দল ব্যর্থ হওয়ায় ক্ষোভের সেই স্ফুলিঙ্গ দেখা দিলো দাবানল হয়ে। মাঠেই বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে স্লোগান উঠলো নিউ ইয়র্কে। এক পাক সমর্থকের সাক্ষাৎকার ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তিনি জানিয়েছেন, “পাকিস্তান দলের খেলোয়াড়দের বেশ সমস্যায় পড়তে হয়েছিলো আজ। এরা সকলেই কোনো কম্মের নয়। এদের কড়া ট্রেনিং-এর প্রয়োজন। এরা জেতা ম্যাচ হাতছাড়া করেছে আজ। কঠিন ম্যাচ হলে না হয় বোধ্যগম্য হত, কিন্তু এই সহজ ম্যাচটাও হেরে গেলো। খোলামনে খেলতেই পারলো না। ইফতিকার (আহমেদ), আমাদের চাচা, এতটাই ‘নিকম্মা’ যে একটা ছক্কাও মারতে পারলো না।”

সমর্থকদের সুরেই সুর মেলাতে দেখা গিয়েছে পাক ক্রিকেটমহলকেও। হারের দায় মহম্মদ রিজওয়ানের উপর চাপিয়েছেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। তিনি বলেন, “…ওর (মহম্মদ রিজওয়ান) কোনো ক্রিকেটবোধই তৈরি হয় নি। ওর বোঝা উচিৎ ছিলো যে বুমরাহকে উইকেট তোলার জন্য আনা হয়েছে। আরও সতর্ক হয়ে খেলা উচিৎ ছিলো। সেখানে ও অহেতুক বড় শট মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলো।” সমালোচনায় মুখর হয়েছেন আরেক প্রাক্তনী শোয়েব আখতারও (Shoaib Akhtar)। তিনি বলেন, “আমরা নিজেদের মস্তিষ্ক ব্যবহারই করি নি। প্রশ্ন রয়েছে সদিচ্ছা, পরিকল্পনা, রূপায়ন নিয়ে। এটা খুবই দুঃখের বিষয়। পাকিস্তানের এই ম্যাচ জেতা উচিৎ ছিলো।” শাহীদ আফ্রিদি থেকে ওয়াকার ইউনিস, নিউ ইয়র্কের বিপর্যয়ের পর হতাশ সকলেই। দলে ব্যাপক রদবদল চাইছেন সকলেই।

দেখে নিন সেই ক্ষিপ্ত সমর্থকের সাক্ষাৎকার-

Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *