World Cup 2023: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল মহারণ। ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ঠিক যেখানে ২০২৯-এর টুর্নামেন্টের সমাপ্তি হয়েছিলো, সেই একই প্রতিদ্বন্দ্বিতা দিয়ে ২০২৩-এর বিশ্বকাপের সূচনা করার কথা ভেবেছে আয়োজক সংস্থা আইসিসি। গতবারের ফাইনালে বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে স্বপ্ন ভেঙেছিলো নিউজিল্যান্ডের। ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup) জিতেছিলো ইংল্যান্ড শিবির। চার বছর আগের সেই হাড্ডাহাড্ডি ম্যাচের রেশ আগামীকালও দেখা যায় কিনা, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট সমর্থকেরা। ভারতে এসে অনুশীলন ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে দুই শিবির, এবার মূলপর্বের সূচনাটাও জয় দিয়ে করতে চায় তারা।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (ENG vs NZ) ম্যাচে ২০১৯-এর চ্যাম্পিয়নদের অনেকেই এগিয়ে রাখছিলেন তাঁদের স্কোয়াড গভীরতার জন্য। ব্যাটিং হোক বা বোলিং, তাদের দলে প্রত্যেকটি পজিশনের জন্য রয়েছে একাধিক ক্রিকেটার। যাঁরা নিজেদের দিনে হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার। স্যাম কারান, মইন আলিদের মত তারকার ভীড়েও স্বকীয় মহিমায় উজ্জ্বল বেন স্টোকস (Ben Stokes)। মহাতারকা অলরাউন্ডার গতবছর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বিশ্বকাপের (ICC World Cup 2023) কথা মাথায় রেখে তাঁকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। গত বিশ্বকাপের মত এবারও ব্যাটে-বলে ইংল্যান্ডকে সাফল্যে এনে দেওয়ার অন্যতম কারিগর হবেন তিনি, মনে করা হয়েছিলো এমনটাই। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেতে হলো ইংল্যান্ড শিবিরকে। চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়লেন স্টোকস।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
অনিশ্চিত স্টোকস, জানিয়ে দিলেন বাটলার-

বড় মঞ্চে ইংল্যান্ডের ত্রাতা হয়ে উঠতে বারবার দেখা গিয়েছে বেন স্টোকসকে (Ben Stokes)। গত বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে একটা সময় কিউই বোলিং আক্রমণের বিরুদ্ধে ধুঁকছিলো ইংল্যান্ডের ব্যাটিং। একা কুম্ভ হয়ে রুখে দাঁড়ান স্টোকস। তাঁর ৮৪ রানের ইনিংস ঘরের মাঠে ইংল্যান্ড শিবিরকে প্রথম বিশ্বকাপ জিততে সাহায্য করে। ঐ একই বছর হেডিংলে’তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক অবিশ্বাস্য শতরান করে প্রায় হেরে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে জয় এনে দেন তিনি। টি-২০ বিশ্বকাপ ফাইনালেও কঠিন পিচে ইংল্যান্ডকে জয় এনে দেয় স্টোকসের (Ben Stokes) নাছোড় অর্ধশতক। ক্রিকেটের সব ফর্ম্যাটেই তিনি ইংল্যান্ড দলের কতটা গুরুত্বপূর্ণ সদস্য তা সহজেই অনুমেয়। ফলে অবসর ভেঙে তাঁকে একদিনের ক্রিকেটে বিন্দুমাত্র দ্বিধা করেন নি বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ড নেতা জস বাটলার।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
একদিনের ক্রিকেটে ফিরে স্টোকসও (Ben Stokes) বুঝিয়েছিলেন ছন্দেই রয়েছেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন অর্ধশতক। সেই সিরিজেই একটি অভাবনীয় ১৮২ রানের ইনিংসও আসে তাঁর থেকে। ব্যাটে-বলে ফের একবার বিশ্বকাপ মাতানোর প্রস্তুতি নিচ্ছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। কিন্তু দুর্ভাগ্যের কোপে পড়তে হলো তাঁকে। আগামীকাল প্রথম ম্যাচ, আজ সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক বাটলারকে (Jos Buttler) জানাতেই হলো যে কোমরের সমস্যায় ভুগছেন স্টোকস। আগামীকাল তাঁর খেলার বিষয়ে কোনো নিশ্চয়তা এখনি দেওয়া যাচ্ছে না। আজ ট্রেনিং সেশন রয়েছে ইংল্যান্ডের। সেখানে চোট কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখা হবে। বিশেষজ্ঞদের থেকে সবুজ সংকেত পেলে,তবেই তিনি মাঠে নামবেন। একান্তই যদি স্টোকস খেলতে না পারেন তাহলে তাঁর জায়গায় প্রথম একাদশে খেলতে পারেন হ্যারি ব্রুক (Harry Brook)।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur