Sourav ganguly and sana Ganguly

বর্ষশেষের আগেই সুখবর বয়ে এলো কলকাতার বেহালায়। নতুন চাকরি পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। পড়াশোনার জন্য কন্যাকে লন্ডনে পাঠিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানেই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে দিনকয়েক আগে স্নাতক ডিগ্রী লাভ করেছেন তিনি। লন্ডনে কন্যার কনভোকেশন অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন সৌরভ। সঙ্গী ছিলেন সহধর্মিনী ডোনা গঙ্গোপাধ্যায়’ও (Dona Ganguly)। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন ক্রিকেট কিংবদন্তি। সেখানে অনেকেই শুভেচ্ছাও জানিয়েছিলেন সানা’কে (Sana Ganguly)।

স্নাতক ডিগ্রী লাভের পরেই ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেছিলেন সানা (Sana Ganguly)। সেই খবর বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্বয়ং সৌরভ’ই। লন্ডনে ‘আর্টিফিশিয়ান ইনটেলিজেন্স’ (AI) বা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ নিয়ে যে কাজ করছেন সানা তাও প্রকাশ্যে এনেছিলেন বেহালার বাঁ-হাতি। কাজের কারণে পুজোয় বিদেশেই ছিলেন সানা। বর্তমানে ক্রিসমাসের ছুটিতে এসেছেন কলকাতায়। ইন্টার্নশিপ শেষে ইনোভারভি সংস্থায় কাজের প্রস্তাব’ও পেয়েছেন। ইতিমধ্যে তা গ্রহণ’ও করেছেন সানা। কন্যার সাফল্যে স্বভাবতই খুশি পিতা সৌরভ (Sourav Ganguly)। সেই কথা জানিয়েওছেন তিনি।

Read More: ২০২৩ সালে ক্রিকেটের আঙিনায় চূড়ান্ত হতাশ করেছেন যাঁরা, এক নজরে দেখে নিন বছরের ‘ফ্লপ একাদশ’ !!

মেয়ে চাকরি পাওয়ায় প্রতিক্রিয়া দিলেন সৌরভ-

Sourav Ganguly with Dona and Sana Ganguly | Image: Instagram
Sourav Ganguly with Dona and Sana Ganguly | Image: Instagram

কন্যার চাকরি পাওয়ার বিষয়ে উচ্ছ্বসিত সৌরভ (Sourav Ganguly) জানান, “সানা’কে নতুন অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ। ওকে এভাবে উন্নতি করতে দেখার অনুভূতিটা অসাধারণ। সবসময় প্রার্থনা করি যাতে ও আরও অনেক বেশী উন্নতি করতে পারে।” চাকরি পাওয়ায় খুশি সানা (Sana Ganguly) স্বয়ং। তিনি জানিয়েছেন, “ইনোভারভি’তে সেরাদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। সেই কারণেই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। কেরিয়ারের শুরুতেই এমন এক সংস্থায় যোগ দিতে পেরে আমি আপ্লুত। দশ লক্ষের মধ্যে একজনের হয়ত এই সুযোগ হয়।”

Sana Ganguly | Image: Instagram
Sana Ganguly | Image: Instagram

সৌরভ-কন্যা আরও জানিয়েছেন,“ইন্টার্নশিপ করার সময়েই এই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হয়েছিলো। তাঁদেরকেই মেন্টর হিসেবে পাওয়ার সুযোগ হারাতে চাই নি।” সানা’কে (Sana Ganguly)  কর্মী হিসেবে পেয়ে খুশি ইনোভারভি সংস্থা’ও। এক বিবৃতি জারি করে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “সানার মত প্রতিভাবান কাউকে কনসালট্যান্ট হিসেবে পাওয়ায় আমরা খুশি। কেরিয়ার শুরু করার জন্য এই সংস্থাকে যে সানা বেছে নিয়েছে,তাতে ইনোভারভি আনন্দিত।” চাকরিতে যোগ দিলেও পাশাপাশি পড়াশোনাও অবশ্য চালিয়ে যাচ্ছেন সানা। ইতিমধ্যেই পোস্ট-গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়েছেন তিনি।

Also Read: এই তরুণ খেলোয়াড়রা করবেন ভারতের নাম উজ্জ্বল, বড় ভবিষ্যদ্বাণী করলেন Sourav Ganguly !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *