পাঞ্জাবের ২৩ বর্ষীয় শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিন ফর্ম্যাটেই। ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে পরিচিতি লাভ করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান তাঁকে জায়গা করে দিয়েছিলো খবরের শিরোনামে। সিনিয়র দলের ডাক প্রথম আসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৯-এ হ্যামিল্টনে কিউইদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-তে মেলবোর্নে প্রথম টেস্ট খেলেন তিনি। টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপানোর জন্য শুভমানকে (Shubman Gill) অপেক্ষা করতে হয়েছে আরও কয়েকটা বছর। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুড়ি-বিশের ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
তাঁর প্রতিভা সম্পর্কে কারও মনেই কোনো সন্দেহ ছিলো না। আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রতিভার স্বাক্ষর তিনি নিয়মিত রাখতে শুরু করেন ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে অনবদ্য ক্রিকেট খেলেন তিনি। বছরের শেষ দিকে বাংলাদেশের বিরুদ্ধে করেন প্রথম টেস্ট শতরান। ২০২৩-এ ধুন্ধুমার ব্যাটিং করতে দেখা গিয়েছে শুভমানকে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে একদিনের ক্রিকেটে শতরান। করেছেন দ্বিশতরানও। পাশপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরানও করতে দেখা গিয়েছে তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ শতরান, ১৭ ম্যাচে ৮৯০ রান করে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শুভমান (Shubman Gill) বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) জন্য লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন তিনি। বিরাট কোহলিকে (Virat Kohli) ভক্তেরা ডাকেন ‘কিং কোহলি’ বলে। শুভমানকে ইতিমধ্যেই ‘প্রিন্স’ তকমা দিয়ে দিয়েছেন তাঁরা।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
শুভমান গিলের উল্লেখযোগ্য কিছু রেকর্ড-

১) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের গণ্ডী পেরোন শুভমান গিল (Shubman Gill)। মাত্র ১৯ ম্যাচ খেলে এই মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস (Sir Vivian Richards), কেভিন পিটারসেনদের (Kevin Pietersen) পিছনে ফেলেছেন শুভমান।
- ফখর জামান (১৮ ইনিংস)
- ইমাম-উল-হক (১৯ ইনিংস)
- শুভমান গিল (১৯ ইনিংস)*
- স্যার ভিভিয়ান রিচার্ডস (২১ ইনিংস)
- কেভিন পিটারসেন (২১ ইনিংস)
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
২) এখনও অবধি একদিনের ক্রিকেটে শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং গড় ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। কেরিয়ারে ২৯ ম্যাচে ৬৩.০৮ গড়ে ১৫১৪ রান করেছেন শুভমান। তিনি পিছনে ফেলেছেন বাবর আজম (Babar Azam), বিরাট কোহলির (Virat Kohli) মত ক্রিকেটারকেও।
- রায়ান টেন দুশখাতে (৬৭.০০)
- শুভমান গিল (৬৩.০৮)*
- বাবর আজম (৫৯.০১)
- রাসি ফান দার দুসেন (৫৮.৮৩)
- তেম্বা বাভুমা (৫৭.৭৩)
৩) কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরানের মাইলস্টোন স্পর্শ করেছেন শুভমান গিল (Shubman Gill)। ২৩ বছর ১৩২ দিন বয়সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ২০৮ রানের ইনিংস খেলেন তিনি। ভাঙেন ভারতীয় দলে নিজের সতীর্থ ঈশান কিষণের (Ishan Kishan) রেকর্ড। ঈশান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২-এর ডিসেম্বরে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ২৪ বছর ১৪৫ দিন বয়সে।
৪) পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই শতরানের নজির গড়েছেন শুভমান গিল (Shubman Gill)। এই তালিকায় তিনিই কনিষ্ঠতম। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। পরে এই তালিকায় যুক্ত হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল (KL Rahul), বিরাট কোহলিও (Virat Kohli)।
৫) ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করার নজির রয়েছে শুভমান গিলের (Shubman Gill)। ২০২৩ সালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমানের করা ৬৩ বলে ১২৬* রানের ইনিংসটি রয়েছে শীর্ষে।
- শুভমান গিল বনাম নিউজিল্যান্ড (৬৩ বলে ১২৬*)*
- বিরাট কোহলি বনাম আফগানিস্তান (৬১ বলে ১২২*)
- রোহিত শর্মা বনাম শ্রীলঙ্কা (৪৩ বলে ১১৮)
৬) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান-সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন শুভমান গিল (Shubman Gill)। ২০২৩-তে তাঁর করা ১৭ ম্যাচে ৮৯০ রান টুর্নামেন্টের ইতিহাসে কোনো মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর আগে রয়েছেন কেবল বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৬ মরসুমে তিনি ৯৭৩ রান করেছিলেন।
৭) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছেন শুভমান গিল (Shubman Gill)। ভেঙেছেন হাসিম আমলার (Hashim Amla) রেকর্ড। এই রেকর্ড গড়তে তিনি নিয়েছিলেন ৩০ ইনিংস।
- শুভমান গিল (২৯ ইনিংস)*
- হাসিম আমলা (৩০ ইনিংস)
- রায়ান টেন দুশখাতে (৩২ ইনিংস)
- জর্জ বেইলি (৩২ ইনিংস)
৮) আইপিএলে একই মরসুমে সবচেয়ে বেশী শতরান করার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ মরসুমে তিনি মোট ৩টি শতরান করেন। ২০১৬ সালে বিরাট কোহলি (Virat Kohli) করেছিলেন ৪টি শতরান। শীর্ষে রয়েছেন তিনিই। কোহলির সাথে শীর্ষস্থান ভাগাভাগি করে নিচ্ছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার (Jos Buttler)। ২০২২ সালে ৪টি শতরান করেছেন তিনিও।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur