বর্তমানে ভারতীয় দল রয়েছে শ্রীলঙ্কায়। চলছে এশিয়া কাপের খেলা। গত ২১ অগস্ট এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা করেছিলো বিসিসিআই, তাতে রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁকে প্রথম পছন্দ হিসেবে মনে করছেন না কোচ দ্রাবিড়। বদলে সুযোগ দেওয়া হচ্ছে ঈশান কিষণ (Ishan Kishan), কে এল রাহুলদের (KL Rahul)। এশিয়া কাপে সাজঘরে সময় কাটানোর পর বিশ্বকাপের দলেও জায়গা হয় নি তাঁর। এবার আর রিজার্ভও নয়, বরং ১৫ সদস্যের দল থেকে পুরোপুরি ছেঁটেই ফেলা হয়েছে তাঁকে। ২০২১ সাল থেকে একদিনের ক্রিকেট খেলছেন সঞ্জু (Sanju Samson), ভালো পারফর্ম করা সত্ত্বেও তাঁকে নিয়মিত সুযোগ দিচ্ছে না টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই আপাতত হাত থেকে ব্যাট নামিয়ে রাখলেন কেরলের ক্রিকেটার। অন্য খেলার ময়দানে পা রাখলেন তিনি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
বিশ্বকাপের দল থেকে বাদ সঞ্জু-

২০২৩-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সূচিও। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ১৯ নভেম্বর অবধি। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১১ সালে শেষবার ভারতে বসেছিলো বিশ্বকাপের আসর। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া তখন ট্রফি জিতেছিলো। ২৮ বছরের অপেক্ষা শেষে দ্বিতীয়বারের জন্য ভারতের পাশে বসেছিলো বিশ্বজয়ীর তকমা। সেই সাফল্যের পুনরাবৃত্তি এবার রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli) করতে পারবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। দেশের মাটিতে বিশ্বকাপে কারা ভারতের প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে আগ্রহ ছিলো। শেষমেশ ৫ সেপ্টেম্বর দল ঘোষণার পর মিললো যাবতীয় প্রশ্নের উত্তর।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
বিশ্বকাপের দলে ঠাঁই হয় নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। পরিসংখ্যান বলছে গত এক বছরে ভারতের অন্যতম সফল ওয়ান ডে ক্রিকেটার সঞ্জু। তিনি ১৩ ম্যাচে ৫৫.৭ গড়ে করেছেন ৩৯০ রান। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝকঝকে ৮৬* রানের ইনিংস। দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ঝোড়ো অর্ধশতক করেছেন তিনি। তা সত্ত্বেও বাদ পড়তে হলো সঞ্জুকে। ২৫ গড়-সহ ২৬ ম্যাচে ৫১১ রান করা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বিশ্বকাপের দলে থাকলেও কেনো বাদ সঞ্জু? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছেন ক্রিকেট ভক্তেরা।
অন্য খেলার মজেছেন সঞ্জু-

এশিয়া কাপে রিজার্ভে ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কে এল রাহুল চোটের কারণে শুরু থেকে টিম ইন্ডিয়ার সাথে ছিলেন না শ্রীলঙ্কায়। সেই কারণেই সঞ্জুকে রাখা হয়েছিলো অতিরিক্ত উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। সুপার ফোর পর্বের আগে রাহুল (KL Rahul) দলের সাথে যোগ দেওয়ায় সঞ্জুকে আর ধরে রাখেন নি কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শিবির ছাড়ার অনুমতি দিয়ে দেন তাঁকে। হতাশ সঞ্জু (Sanju Samson) পাড়ি জমিয়েছেন দুবাইতে। সেখানে ক্রিকেটের কিটব্যাগ দূরে সরিয়ে রেখে হাতে গলফ ক্লাব তুলে নিয়েছেন তিনি। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে দেখা গিয়েছে দুবাইয়ের এক গলফ কোর্সে সময় কাটাতে। সঞ্জুর পরণে ছিলো ধূসর রঙের পোলো টি-শার্ট এবং কালো ট্রাউজার্স। ক্রিকেট ছেড়ে এবার সঞ্জু কি তবে গলফে? প্রশ্ন অনুরাগীদের মনে।
গলফ কোর্সে সঞ্জু স্যামসন, দেখুন ভিডিও-
Sanju Samson playing Golf at Dubai. pic.twitter.com/8fwGKqVHvZ
— Johns. (@CricCrazyJohns) September 10, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur