rohit-sharma-too-retires-from-t20i

বার্বাডোজের বাইশ গজে গতকাল ইতিহাস লিখলো ভারতীয় দল। জিতে নিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ফেভারিট হিসেবেই টুর্নামেন্টের শুরুটা করেছিলো ‘মেন ইন ব্লু।’ আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছিলো গ্রুপ পর্বে। কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও ছন্দ হারায় নি টিম ইন্ডিয়া (Team India)। সুপার এইট পর্বে প্রথমে আফগানিস্তান ও পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেয় রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ডের। ২০২২-এ জস বাটলারদের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিলো ভারতের। গায়ানার মাঠে ‘বদলা’ সম্পূর্ণ করে তারা। ফাইনালে প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনাল খেলতে নেমে ভারতের সামনে বাধার প্রাচীর খাড়া করেন প্রোটিয়া তারকারা। কিন্তু লড়াকু টিম ইন্ডিয়াকে রুখতে না কোনো প্রতিকূলতাই।

২০১৪ সালে শেষবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে ফাইনালে পা রাখতে পেরেছিলো ভারত। ঢাকার মীরপুরে সেদিন শ্রীলঙ্কার বোলিং-এর সামনে একা কুম্ভ হয়ে লড়েছিলেন বিরাট কোহলি। তাঁর ৭৭ রান সত্ত্বেও জয় পেতে অসুবিধা হয় নি সাঙ্গাকারাদের। সেই ব্যর্থতার এক দশক পরে অবশেষে সাফল্যের সোনালী আলোয় আলোকিত টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম।  টসে জিতে প্রথম ব্যাটিং করে ‘মেন ইন ব্লু।’ শুরুতে তিন উইকেট হারালেও কোহলির ৭৬, অক্ষর প্যাটেলের ৪৭ ও শিবম দুবের ২৭ রানের ইনিংস তাদের পৌঁছে দেয় ১৭৬ রানে। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে একসময় এগিয়ে দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। কিন্তু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচের রাশ হাতে তুলে নেন বুমরাহ, হার্দিকরা। দীর্ঘ অপেক্ষা শেষে ট্রফি জয় তৃপ্তি দিয়েছে ক্রিকেটারদের। সাফল্যের এভারেস্ট জয় করে সরে দাঁড়ানোর ঘোষণা অধিনায়কের।

Read More: ভিডিও: সত্যি হলো জয় শাহের ভবিষ্যদ্বাণী, বার্বাডোজে উড়লো ভারতের ‘ঝাণ্ডা’ !!

খেতাব জিতে অবসরে রোহিত শর্মা-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে যখন বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন, তখন থেকেই রোহিত শর্মা’র অবসর নিয়েও শুরু হয়েছিলো গুঞ্জন। দুই মহাতারকা একইসাথে যে সরে দাঁড়াতে পারেন তা আন্দাজ করতে পেরেছিলেন সমর্থকেরা। কিন্তু ইয়ান বিশপ’কে (Ian Bishop) মাঠে দাঁড়িয়ে দেওয়া সাক্ষাৎকারে টি-২০কে বিদায় জানানোর কথা কিছু বলেন নি ভারত অধিনায়ক। বরং রোহিতের (Rohit Sharma) গলায় বারবার ফিরে ফিরে এসেছে সতীর্থদের কথা। কোহলি, বুমরাহ, হার্দিক থেকে অক্ষর-ফাইনাল জয়ের প্রত্যেক নায়ককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) তাঁর নেতৃত্বেই ফাইনালে হেরেছিলো ভারতীয় দল। বার্বাডোজের মাঠে যেন শাপমুক্তির আনন্দ চুঁইয়ে পড়েছিলো রোহিতের গলায়।

আশঙ্কা শেষমেশ সত্যি হলো ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে। রোহিত (Rohit Sharma) জানিয়ে দেন যে সতীর্থের পথে হেঁটে তিনিও নিজেকে সরিয়ে নিচ্ছেন টি-২০ থেকে। জায়গা করে দিতে চান নতুন’দের। সাংবাদিকদের জানান, “এটা আমারও শেষে টি-২০ ম্যাচ। সরে দাঁড়ানোর জন্য এর থেকে আদর্শ সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি। ভারতীয় দলে নিজের কেরিয়ার আমি শুরু করেছিলাম, এই ফর্ম্যাট দিয়েই। আমি এটা (টি-২০ বিশ্বকাপ) চেয়েছিলাম। এই কাপ’টা জিততে চেয়েছিলাম খুব বেশী করে।” ম্যাচ শেষের পরেও আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় রোহিতকে। তিনি জানান, “খুব কঠিন অনুভূতিকে ভাষায় প্রকাশ করা। আমার জন্য খুবই আবেগঘণ একটা মুহূর্ত ছিলো। মরিয়া ছিলাম এই খেতাবটা জিততে। আমি তৃপ্ত যে শেষমেশ বাধাটুকু অতিক্রম করতে পেরেছি।”

দেখে নিন রোহিতের সাংবাদিক সম্মেলনের ভিডিও-

টি-২০তে রোহিতের পরিসংখ্যান-

 Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images

২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রোহিত শর্মা’র সংগ্রহ ২৫৭ রান। তিনটি অর্ধশতক করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে করে ৫২, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসামান্য ৯২ ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। ২০০৭ সালে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের তরুণ সদস্য ছিলেন তিনি। আর গতকাল ৩৭ বছর বয়সে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতে বিদায় জানালেন কুড়ি-বিশের ফর্ম্যাটকে। দীর্ঘ কেরিয়ারে ১৫৯টি টি-২০ ম্যাচে তিনি করেছেন ৪২৩১ রান। ব্যাটিং গড় ৩২.০৫ ও স্ট্রাইক ১৪০.৮৯। সর্বোচ্চ ৫টি শতরান রয়েছে তাঁর, করেছেন ৩২টি অর্ধশতক’ও। টি-২০ ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত। গতকাল নেতা হিসেবে ৫০তম ম্যাচ জেতেন তিনি। জয়ের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করার পরেই নিলেন সরে যাওয়ার সিদ্ধান্ত।

Also Read: T20 World Cup: “কিছু বলার ভাষা নেই…” অবিশ্বাস্য পারফর্ম্যান্সের সুবাদে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন জসপ্রীত বুমরাহ !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *