T20 ওয়ার্ল্ড কাপ আসছে ভারতেই, রোহিত শর্মার মাস্টার প্লান করবে ধামাল !! 1

T20 World Cup 2024: চলতি আইপিএল বেশ জমে উঠেছে (IPL 2024), আর এই মেগা টুর্নামেন্টের উপর ভিত্তি করে গড়ে উঠবে ভারতীয় দলের বিশ্বকাপের জন্য স্কোয়াড। তবে বিশ্বকাপের আগে ক্যাপ্টেন রোহিত তার মাস্টার প্লান করে ফেলেছেন। চলতি সিজিনে দুরন্ত ফর্মে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই, দীর্ঘ ১২ বছর পর আইপিএলে শতরান হাঁকালেন রোহিত। আপাতত ৬ ম্যাচে ২৬১ রান বানিয়েছেন হিটম্যান। শুধু তাই নয়, আইপিএলে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি মরশুমে সবথেকে বেশি রান বানিয়েছেন বিরাট, আপাতত ৭ ম্যাচে ৩৬১ রান বানিয়েছেন বিরাট। তাছাড়া বিগত কয়েক মরশুমে দারুন ফর্মে রয়েছেন শিবম দুবে (Shivam Dube)। মিডিল অর্ডারে স্পিনারদের একহাত নিচ্ছেন দুবে। আসন্ন বিশ্বকাপে দুবের নির্বাচন পাকা বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন | T20 World Cup 2024: টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত হার্দিক পান্ডিয়া, এই ‘অবাধ্য’ প্লেয়ার ছিনিয়ে নেবেন জায়গা !!

BCCI’এর নজরে রয়েছেন বিয়ান পরাগ-শিবম দুবেরা

Riyan Parag and Shivam Dube ,
Riyan Parag and Shivam Dube | Image: Twitter

শুধু তাই নয়, বিশ্বকাপের তালিকায় BCCI’এর নজরে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh) এবং রিয়ান পরাগ (Riyan Parag)। চলতি সিজিনে ৭ ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৩১৮ রান বানিয়েছেন এবং রিঙ্কু এই সিজিনে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পাননি। তিনি, মাত্র ৫ ম্যাচে ১৬২ স্ট্রাইক রেটে ৮৩ রান বানিয়েছেন। তবে ভারতীয় দলের হয়ে তার বিগত ১ বছরের পারফরমেন্সের পর তিনি ফিনিশারের ভূমিকায় অনেকটাই এগিয়ে থাকবেন। তাছাড়া চলতি আইপিএলে দারুন ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ৬ ইনিংসে ২০৫ স্ট্রাইক রেটে ২২৬ রান বানিয়েছেন তিনি। ক্যাপ্টেন রোহিত, দীনেশ কার্তিককে বিশ্বকাপ দলে চাইছেন তা RCB ও MI ম্যাচেই স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত। অন্যদিকে চলতি আইপিএলে দারুন ছন্দে রয়েছেন ৬ ম্যাচে ৬.০৮ ইকোনোমিতে ১০ উইকেট নিয়েছেন যার ফলে আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) চালকের আসনে থাকবে টিম ইন্ডিয়া।

প্রস্তুত রোহিত শর্মার মাস্টারপ্ল্যান

Rohit sharma, t20 world cup 2024
Rohit Sharma | Image: Getty Images

আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় প্লেয়াররা আইপিএলকেই পাখির চোখ করছেন। কারণ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে জুন মাসে। আর জুন মাসের আগে ভারতীয় দল কোনো প্রকারের T20 সিরিজ খেলবে না। যে কারণেই নজর রাখা হবে এই আইপিএলের উপর। আর ভারতীয় দল বিগত এক দশক ধরে পরাজয়ের মুখ দেখেই আসছে। এখনও পর্যন্ত জয়ের মুখ তারা পায়নি দেখতে, ২০১৪ T20 বিশ্বকাপ ফাইনাল, ২০১৬ T20 বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, ২০২১ T20 বিশ্বকাপে গ্রপ পর্যায়, ২০২২ T20 বিশ্বকাপে সেমি ফাইনাল ও ২০২৩ বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া তাদের পরাজয়কে মাথায় রেখে আসন্ন T20 বিশ্বকাপকে তারা পাখির চোখ করতে চলেছে।

বিশ্বকাপ ২০২৪’ এর সম্ভাব্য ভারতীয় দল

রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব (ভাইস-ক্যাপ্টেন), রিয়ান পরাগ, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শিবম দুবে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জুজুভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, মোহিত শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)।

আরও পড়ুন | আসন্ন T20 বিশ্বকাপে শুভমান গিল নয় বরং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *