Hardik pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

T20 World Cup 2024: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথমার্ধের ম্যাচগুলো। আপাতত পয়েন্ট তালিকার বিচারে রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে ৬ টি জয় নিয়ে শীর্ষ স্থানে বিরাজমান রয়েছে। দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগেই বেশ উন্নতি দেখা গিয়েছে যে কারণে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান তারাই দখল করে রেখেছে। আইপিএলের পারফরমেন্সের উপর ভিত্তি করে ভারতীয় T20 বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্যেই মুখ্য নির্বাচক অজিত আগারকারের (Ajit Agarkar) সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে কথোপকথন সেরে ফেলেছেন। জানা গিয়েছে আসন্ন T20 ওয়ার্ল্ড কাপে সুযোগ দেওয়া হবে না হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

T20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ছেন পান্ডিয়া

Hardik pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, আইপিএল শুরুর আগে থেকেই বোর্ডের কর্মকর্তারা হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বোলিং করার নির্দেশ দিয়েছে। যদিও হার্দিক বল ও ব্যাট হাতে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন। ব্যাট হাতে ২৬.২ গড়ে ও ১৪৫.৫৬’র স্ট্রাইক রেটে ১৩১ রান বানিয়েছেন, তবে হাইভোল্টেজ ম্যাচ গুলিতে ব্যাট হাতে তার স্ট্রাইকরেট অনেক কমেছে ও ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে। তাছাড়া বল হাতে ৬ ম্যাচে ৪৪ গড়ে ও ১২ ইকোনোমিতে ৩ উইকেট নিয়েছেন। তার এই পারফরমেন্সের উপর খুশি নন ক্যাপ্টেন রোহিত ও নির্বাচকরা। আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) তাকে দলে দেখাদ সম্ভাবনা অনেকটাই কম। অন্যদিকে, আসন্ন T20 বিশ্বকাপে রাজস্থান দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগের (Riyan Parag) উপর নজর রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। আপাতত ৭ ম্যাচে ৩১৮ রান বানিয়েছেন তিনি, তিনি হার্দিক পান্ডিয়ার জায়গাটি গ্রহণ করতে পারেন।

পরাগ-দুবের উপর নজর রাখছে BCCI

Riyan Parag and Shivam Dube ,
Riyan Parag and Shivam Dube | Image: Twitter

মূলত পান্ডিয়া চলতি আইপিএলে সম্পূর্ণরূপে ব্যার্থ তার তার পরিবর্তে একজন লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান ও অলরাউন্ডারের বেশ প্রয়োজন। এই পরিস্থিতিতে শিবম দুবেও (Shivam Dube) অসাধারণ ফর্মে রয়েছেন। ব্যাট হাতে ৫ ইনিংসে দুবে ৭১ গড়ে ও ১৬৫’র স্ট্রাইক রেটে ২১৪ রান বানিয়েছেন। অন্যদিকে আইপিএলের আগে ভারত ও আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের T20 সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, সেই সিরিজে দুইবার অর্ধশতাধিক রান হাঁকিয়েছিলেন দুবে। সিরিজে ১২৪ রান বানিয়েছিলেন এবং নিয়েছিলেন ২ উইকেট যে কারণে সিরিজের সেরার খেতাবও তিনি জিতেছিলেন।  তার এই অলরাউন্ডিং পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার বদলি হিসাবে তাকে দলে বিস্তর সুযোগ বানিয়ে দেবে।

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *