World Cup 2023

Team India: আজ এক নয়া অধ্যায় যুক্ত হলো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। এশিয়ান গেমসের আসরে প্রথমবার মাঠে নামলো ভারতের পুরুষ ক্রিকেট দল। এশিয়াডে ২০১০ থেকে রয়েছে ক্রিকেট। কিন্তু এর আগে কখনও দল পাঠায় নি বিসিসিআই। তবে গতবছর কমনওয়েলথ গেমসে মহিলাদের দল রূপো জেতায় এবার ভাবনা বদলাতে বাধ্য হয় ভারতীয় বোর্ড। নিজেদের আগের সিদ্ধান্ত বদলে এশিয়ান গেমসে (Asian Games 2022) পুরুষ এবং মহিলা-ক্রিকেটের উভয় বিভাগেই দল পাঠাতে সম্মত হন রজার বিনি, জয় শাহ’রা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে। মহিলাদের বিভাগে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে সোনা জিতেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। ‘উইমেন ইন ব্লু’র দেখানো পথেই সোনালী শৃঙ্গজয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিলো ‘মেন ইন ব্লু।’ নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়লেন ঋতুরাজ গায়কোয়াড়রা।

হাংঝৌর মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। অধিনায়ক ঋতুরাজের সাথে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল। শুরু থেকেই ঝড় তোলেন বাম হাতি ব্যাটার। ঋতুরাজ, তিলক বর্মা, জিতেশ শর্মা-রা রান না পেলেও থামানো যায় নি যশস্বীকে। প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান করেন তিনি। এরপর শিবম দুবের ২৯* এবং রিঙ্কু সিং-এর ৩৭ রানের সুবাদে টিম ইন্ডিয়া (Team India) পৌঁছায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে সাধ্যমত প্রয়াস চালায় নেপাল। শেষমেশ জয়ের থেকে ২৩ রানে দূরে থামে তারা। ৩টি করে উইকেট নেন আবেশ খান এবং রবি বিষ্ণোই। অভিষেকে এক উইকেট সাই কিশোরের, ২টি উইকেট পান আর্শদীপ সিং। আজকের ম্যাচে তরুণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চর্চায় যশস্বী (Yashasvi Jaiswal), এবং অবশ্যই রিঙ্কু সিং (Rinku Singh)। আলিগড়ের তরুণের মধ্যে আদর্শ ‘ফিনিশার’ হওয়ার গুণ দেখছেন ক্রিকেটবোদ্ধারা।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

রিঙ্কুর ক্যামিও’তে জয় ভারতের-

Rinku Singh in Asian Games | Team India | Image: Twitter
Rinku Singh in Asian Games | Image: Twitter

এশিয়ান গেমসে ভারতীয় সমর্থকদের অধিকাংশই তাকিয়ে ছিলেন রিঙ্কু সিং-এর (Rinku Singh) দিকে। গত কয়েকমাসে উল্কার বেগে উত্থান হয়েছে উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটারের। আইপিএলে তাঁকে দলের রাখার জন্য একসময় রোষের মুখে পড়তে হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে। আর এখন রিঙ্কুকে বাইশ গজে দেখতে চেয়ে সোচ্চার হচ্ছে ক্রিকেটজনতা। এই পালাবদলের শুরুটা হয়েছিলো ২০২৩ আইপিএলের গোড়ায় গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে। আহমেদাবাদে শেষ ওভারে জয়ের জন্য কলকাতার (KKR) লাগতো ২৯ রান। প্রায় অসম্ভব সমীকরণকে সম্ভব করে দিয়েছিলেন রিঙ্কু। শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জিতিয়েছিলেন ম্যাচ। এরপর আইপিএল মরসুম তিনি শেষ করেন ৬০ গড় এবং ৪৭৪ রান নিয়ে। তারপর ভারতীয় দলে ডাক পাওয়া ছিলো কেবল সময়ের অপেক্ষা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। জেতেন ম্যাচের সেরার পুরষ্কারও। আজ এশিয়ান গেমসেও শুরুটা রাজকীয় হলো তাঁর।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

টপ অর্ডারে নয়, বরং ছয় নম্বরেই টিম ইন্ডিয়া (Team India) আজ রিঙ্কুকে (Rinku Singh) নামিয়েছিলো নেপালের বিরুদ্ধে। তখন ক্রিজে জমা যাওয়া যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন। ফিরেছেন ঋতুরাজ, জিতেশ শর্মা, তিলক বর্মাও। এমতাবস্থায় প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হলো স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে বড় শট মারার দিকেই মন দিতে হত, ঠিক সেটাই করলেন তিনি। শেষ ওভারের প্রথম বলটিতেই চার মারেন তিনি, দ্বিতীয় বলকে উড়িয়ে দেন মাঠের বাইরে। তৃতীয় বলে ফের বলকে পাঠান বাউন্ডারির ঠিকানায়। তিন বলে ১৪ রান নেওয়ার পর চতুর্থ বলে এক রান নেন তিনি। পঞ্চম বলটি ওয়াইড হয়। শিবম দুবে অতিরিক্ত এক রান নেওয়ায় ফের স্ট্রাইক পান রিঙ্কুই (Rinku Singh)। অবিনাশ বোরার বলকে ফের গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। ওভারের শেষ বলে নেন ২।

রিঙ্কুর ১৫ বলে ৩৭* রানের ক্যামিও’র সৌজন্যেই ২০০’র গণ্ডী পেরেছিলো টিম ইন্ডিয়া (Team India)। শেষের ওভারে আসে ২৫ রান। এরমধ্যে রিঙ্কুর ব্যাট থেকেই আসে ২৩। বাকি দুই অতিরিক্ত। আজ নেপালের বিরুদ্ধে শেষের ওভারে ২৩ রান তুলে রেকর্ড বইয়ের পাতায় জায়গা করে নিলেন রিঙ্কু সিং। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০’র শেষ ওভারে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। তিনি করেছিলেন ২৬ রান। তার ঠিক পরেই স্থান করে নিলেন রিঙ্কু (Rinku Singh)। তিন নম্বরে নেমে গেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি করেছিলেন ২১ রান। ভারতকে আজ সোনার দৌড়ে অনেকখানি এগিয়ে দেওয়ার পাশাপাশি সিনিয়র জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার বিষয়েও নিজের আবেদনপত্র পেশ করে রাখলেন রিঙ্কু সিং।

দেখে নিন রিঙ্কুর ধুন্ধুমার ব্যাটিং-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *