IPL 2024: ১৬ তম আইপিএলের সূচনা হয়েছিল আহমেদাবাদের ময়দানে। করোনা অতিমারি পার করে ভারতের বিভিন্ন মাঠে এ বার আইপিএল আয়োজন করা হয়। সেই আইপিএল শুরু হয়েছিল ৩১ মার্চ। এ বছর প্রথম ম্যাচে গুজরাত টাইটান্স ও ৫৮ দিন পর আবার সেই দুই দলের মধ্যেই ফাইনাল ম্যাচটাই খেলা হয়। যদিও টাইটান্সের দেওয়া ২১৫ রানের লক্ষ্য সিএসকে তাড়া করতে নামলে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলে ডিএলএসে মেথডে ওভার কমে, কমে আসে রানও। ১৫ ওভারে ১৭১ করতে হত চেন্নাইকে। আর সেই লক্ষ্যে দলকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে নায়ক হয়ে যান রবীন্দ্র জাদেজা। শেষ বারের জন্য এমএস ধোনিকে (MS Dhoni) দেখতে দর্শকদের ভিড় ছিল প্রবল। তবে, ফাইনাল ম্যাচে মাহি ঘোষণা করেন তিনি এখন কোথাও যাচ্ছেন না। পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়নশিপ নিজেদের নামে করে চেন্নাই সুপার কিংস (CSK)।
পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস

এবারের আইপিএলে প্রথম ম্যাচে পরাজয়ের পর থেকেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আসে চেন্নাই দল। এবছর আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের বরাবরই করে ফেললো, ২০১৩ সাল থেকে ২০২০ সালের মধ্যেই ৫ বার চ্যাম্পিয়ন হয় মুম্বই হয়। তবে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়ে মুম্বইয়ের বরাবরই করে ফেললো চেন্নাই সুপার কিংস (CSK)। এবারের মিনি নিলাম থেকে বেন স্টোকসকে (Ben Stokes) চেন্নাই ১৬.২৫ কোটি টাকায় কিনে নেয়, চেন্নাইতে যোগদান করেই ফর্মে ফিরতে দেখা যায় অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। পুরো সিজিন জুড়েই অসাধারণ পারফরমেন্স দেখিয়ে আসে চেন্নাই দল। চেন্নাইয়ের মাটিতে স্পিন ও বাইরে পেসার ও ব্যাটসম্যানদের দুরন্ত ব্যাটিং পারফরমেন্সের জেরেই এবারের ট্রফি জিততে সক্ষম হলো চেন্নাই দল। মূলত ২০২৪ সালের আইপিএল ধোনির ক্যারিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। দর্শকদের সমাগম দেখে ক্যাপ্টেন ধোনি হলুদ জার্সিতে আরও একটি সিজিন (IPL 2024) খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
Read More: IPL 2024: নাইট রাইডার্স ডাগ আউটে ফিরছেন গৌতম গম্ভীর, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন নীতিশ রানা !!
চেন্নাই সুপার কিংস রিলিজ লিস্ট
আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, ডোয়াইন প্রিটোরিয়াস, শাইক রশিদ, নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, ভাগথ ভার্মা, সিসান্দা মাগালা।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
চেন্নাই সুপার কিংস রিটেন লিস্ট
এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মঈন আলি, শিবম দুবে, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, মিচেল স্যান্টনার, দীপক চাহার, তুষার দেশপান্ডে, আকাশ সিং, মতিশা পাথিরানা, মহেশ থেকশানা, অজিঙ্কা রাহানে, বেন স্টোকস।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur