IPL 2024: ষোড়শ আইপিএলের রেশ কাটে নি এখনও, কিন্তু এরই মধ্যে ক্রিকেটদুনিয়ার আলোচনায় জায়গা করে নিয়েছে আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। কোন দলের কোথায় কোথায় খামতি রয়েছে, কোন জায়গার ফাঁকফোকর ঢাকতে কোন কোন ক্রিকেটারের প্রয়োজন পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে ফের একটি ‘মিনি নিলাম’ আয়োজন করা হতে পারে বিসিসিআই-এর তরফে। আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজিরই নজর থাকবে এই মিনি নিলামের দিকে। তবে নিলামের আগে আপাতত নিজেদের কোচিং স্টাফে রদবদলের পর্ব চালাচ্ছে তারা।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) প্রধান কোচের ভূমিকা থেকে ব্রায়ান লারাকে (Brian Lara) সরিয়ে দায়িত্ব দিয়েছে ড্যানিয়েল ভেত্তরিকে (Daniel Vettori)। কোচ বদলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও। অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে সেখানে হটসিটে বসেছেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। প্রথম খেতাবের লক্ষ্যে কোচিং স্টাফে আমূল বদল এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। কোচ সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower) দায়িত্ব দিয়েছে তারা। সরেছেন ডায়রেকটর অফ ক্রিকেট মাইক হেসনও। দলবদলের এই বাজারে নজর থাকছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকে। মাঝে শোনা গিয়েছিলো লক্ষ্ণৌ মেন্টরের চাকরি ছেড়ে নাইট রাইডার্সে (KKR) ফিরছেন তিনি। পরে সেই গুঞ্জন খানিক স্তিমিত হয়ে পড়ে। ঘরের ছেলের গৃহে প্রত্যাবর্তনের খবরের পালে ফের হাওয়া লাগালেন নাইট রাইডার্স (KKR) তারকা নীতিশ রানা।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
গম্ভীরের প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট রানার-

গত দুই বছর লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুবারই দলকে প্লে-অফের গণ্ডী টপকাতে সাহায্য করেছেন তিনি। তৃতীয় বছর কি আদৌ লক্ষ্ণৌ ডাগ-আউটে দেখা যাবে তাঁকে? কয়েকমাস ধরে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। অধিনায়ক হিসেবে কলকাতাকে জোড়া আইপিএল (IPL) উপহার দিয়েছেন গম্ভীর। শোনা গিয়েছিলো লক্ষ্ণৌ (LSG) পর্ব শেষ করে ফের বেগুনি-সোনালী শিবিরে নাম লেখাবেন তিনি। মেন্টর বা কোচ হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই আলোচনা বেশীদূর গড়ায় নি। তিনি দিল্লী উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০২৪-এ লোকসভা নির্বাচন রয়েছে। খবর রটেছিলো রাজনৈতিক ব্যস্ততার জন্য আইপিএল থেকে অব্যাহতি নেবেন গম্ভীর। পরে সেই তথ্যও খারিজ হয়ে যায়।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
এরই মধ্যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজি দিনকয়েক আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ২০২৪ মরসুমের জন্যও গম্ভীরের (Gautam Gambhir) নাম গ্লোবাল মেন্টর হিসেবে ঘোষণা করায় আশাহত হয়েছিলো নাইট (KKR) সমর্থকেরা। কিন্তু তাঁদের মধ্যে ফের আশার সঞ্চার হয়েছে স্বয়ং গম্ভীরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। নাইট রাইডার্স মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) সাথে একটি ছবি পোস্ট করেছেন গম্ভীর। ক্যাপশনে লিখেছেন, “উনি কেবল বলিউডের বাদশাহ নন, হৃদয়েরও সম্রাট। যখনই ওনার সাথে দেখা হয় কেবল অন্তহীন ভালোবাসা এবং সম্মান নিয়ে ফিরে যাই। অনেক কিছু শেখার আছে আপনার থেকে। সবার সেরা।” পোস্টে শাহরুখকে ট্যাগ করেন গম্ভীর।
দুই তারকার আলাপচারিতার ছবিটি রিট্যুইট করেন ২০২৩ মরসুমে নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব সামলানো নীতিশ রানা (Nitish Rana)। শাহরুখ এবং গম্ভীর, দুজনেরই ভক্ত নীতিশ। দুই প্রিয় মানুষের ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “নিজের নিজের ক্ষেত্রে দুজনেই রাজা। ভাবছি এটা কি ঘরে ফেরার ইঙ্গিত?” রানার (Nitish Rana) মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘এটা সত্যি হচ্ছে?’ আকুতি এক নাইট রাইডার্স ভক্তের।.’গম্ভীরকে স্বাগত জানাতে তৈরি থাকবে ইডেন গার্ডেন্স’ আবেগাপ্লুত মন্তব্য আরেক নাইট ভক্তের।
দেখে নিন নীতিশ রানার ট্যুইটটি-
True kings in their own fields! 👑 👑
Could this be a sign of a homecoming? Just wondering 💭 https://t.co/Rcg8GkqmJn
— Nitish Rana (@NitishRana_27) September 21, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur