reliance-to-buy-star-sports-hotstar

আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রের সাথে ভারতবাসীকে পরিচয় করানোর কৃতিত্ব দাবী করতেই পারে স্টার স্পোর্টস (Star Sports)। গত দুই-আড়াই দশক ধরে ক্রিকেট, ফুটবল হোক না টেনিস, ব্যাডমিন্টনের মত খেলা-স্টারের বিভিন্ন চ্যানেলই ছিলো খেলাপাগল জনতার পছন্দের গন্তব্য। একটানা ১১ বছর ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ক্রিকেটম্যাচগুলি সম্প্রচার করেছে তারা। সম্প্রচার করেছে আইএসএল, উইম্বলডনের মত প্রতিযোগিতাও। ২০১৬ সালে তারাই প্রথম অনলাইট স্ট্রিমিং-এর সাথে পরিচিত করে ভারতকে। হটস্টার (Hotstar) প্ল্যাটফর্মে শুরু হয় আইপিএল সম্প্রচার। খেলার দুনিয়ায় স্টারের একচেটিয়া আধিপত্য যে কমছে তা প্রথম বোঝা গিয়েছিলো গতবছর বিসিসিআই-এর আইপিএল সম্প্রচার স্বত্ব নিলামের সময়। কোনোক্রমে টিভি স্বত্ব রক্ষা করতে পারলেও, স্ট্রিমিং স্বত্ব কেড়ে নিয়ে যায় জিও সিনেমা। এবার তার ঠিক এক বছরের মাথায় ভারতের ‘হোম ম্যাচ সম্প্রচারের ক্ষমতাও হারালো স্টার।

২০২৩-এর সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের মার্চ অবধি ভারতের ‘হোম’ সিরিজগুলির সম্প্রচার স্বত্ব জিতে নিয়েছে ভায়াকম ১৮ (Viacom 18) সংস্থা। তাদের স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলেই দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। ডিজিটাল স্ট্রিমিং হাতছাড়া হয়েছে ডিজনি+হটস্টারের। জিও সিনেমাতেই দেখা যাবে ভারতের ঘরোয়া সিরিজগুলি। জানা যাচ্ছে প্রায় ৬০০০ কোটি টাকা খরচ করে মুকেশ আম্বানির মালিকানাধীন ভায়াকম ১৮ এবং জিও সংস্থা এই ম্যাচগুলির স্বত্ব হাতে নিয়েছে। টিম ইন্ডিয়ার মোট ৮৮টি দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ (যা বেড়ে ১০২ হতে পারে) সম্প্রচারের সুযোগ পাচ্ছে ভায়াকম ও জিও সিনেমা। এর মধ্যে থাকছে অন্তত ২৫টি টেস্ট, ২৭টি ওডিআই এবং ৩৬ টি টি-২০। ভায়াকম বাজিমাত করার পর প্রতিদ্বন্দ্বী স্টারের হাতে রইলো কেবল আইপিএলের (IPL) টেলিভিশন স্বত্ব।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

স্টার স্পোর্টস কিনতে পারে রিলায়েন্স-

Reliance can buy Star Sports and Hotstar | Image: Getty Images
Reliance can buy Star Sports and Hotstar | Image: Getty Images

স্পোর্টস ১৮ এবং জিও সিনেমা’র মাধ্যমে ইতিমধ্যেই ক্রীড়া সম্প্রচারের দুনিয়ায় পা রেখেছে রিলায়েন্স সংস্থা। গত বছরের ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup 2022) তারা অনলাইনে দেখিয়েছে বিনামূল্যে। এমনকি পুরুষ, নারীদের আইপিএল, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (WI vs IND), ভারত বনাম আয়ারল্যান্ড (IRE vs IND) সিরিজও বিনামূল্যে দেখা গিয়েছে জিও সিনেমার পর্দায়। স্প্যানিশ লা লীগা, ফরাসী লিগ ওয়ানের মত প্রতিযোগিতারও ঠিকানা এখন হয়েছে স্পোর্টস ১৮ এবং জিও সিনেমা অ্যাপ’ই। এতদিন ধরে ভারতে ক্রীড়া সম্প্রচারের ক্ষেত্রে যে একচেটিয়া বাজার স্টার স্পোর্টস গড়েছিলো, তাতে গত দুই বছরে থাবা বসিয়েছে মুকেশ আম্বানীর সংস্থা। ভারতীয় বোর্ডের সম্প্রচার স্বত্ব হাতছাড়া হওয়ার পরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিলো স্টার।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ভারতীয় ক্রিকেট সম্প্রচারের ক্ষমতা হাতছাড়া হওয়ায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে স্টার স্পোর্টস (Star Sports) এবং তাদের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টার (Hotstar)। সবেমাত্র শেষ হয়েছে এশিয়তা কাপ, সামনে রয়েছে বিশ্বকাপ-জিও’র সাথে পাল্লা দিতে এই দুই প্রতিয্যোগিতাই সংস্থা মোবাইল অ্যাপে বিনামূল্যে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও গ্রাহকসংখ্যায় বিশেষ বদল আসে নি। খেলাধূলার পাশাপাশি এতদিন হটস্টারের হাতে থাকা ‘গেম অফ থ্রোন্স’, ‘হাউজ অফ দ্য ড্রাগনস’, ‘চেরনোবিল’, ‘ইউফোরিয়া’র মত জনপ্রিয় ওয়েব সিরিজগুলিও সরে গিয়েছে জিও সিনেমাতে। তাও বিশাল ক্ষতির মুখে ফেলেছে হটস্টারকে। ইকোনমিক টাইমস জানাচ্ছে যে লোকসান সামলাতে সম্ভবত স্টার স্পোর্টস (Star Sports) এবং হটস্টার বিক্রি করতে পারে মালিক সংস্থা ডিজনি। শোনা যাচ্ছে প্রতিযোগী দুই সংস্থা কিনে নিতে পারে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *