IPL Media Rights এর অফিসিয়াল ঘোষণা শেষমেশ করে দিল বিসিসিআই। ২দিন পর্যন্ত চলা নিলামে ৩টি কোম্পানি এই বাজি জিতেছে। ৫ বছরের জন্য বিক্রি হওয়া মিডিয়া রাইটস কোন কোম্পানিগুলি কিনেছে তার খোলসাও করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তবে ৫ বছরের জন্য এই রাইটস বিক্রি হয়েছে ৪৮,৩৯০ কোটি টাকায়। এই কোম্পানিগুলি কিনেছে আইপিএলের মিডিয়া রাইটস আসলে […]