IPL 2024

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট আইপিএল (IPL 2024)। আর এই আইপিএলে অন্যতম জনপ্রিয় দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যদিও এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিততে সক্ষম হয়ে ওঠেনি দলটি গত সিজনেও ক্লোরোফের জন্য কোয়ালিফাই করতে পারেনি আরসিবি আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিল বিরাট কোহলির এই দলটি। ২০০৯ সংস্করণে তাদের সর্বকালের সেরা পারফরম্যান্স এসেছিল যেখানে তারা ডেকান চার্জার্সের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয়েছিল।

আরও পড়ুন | IPL 2024: নাম বদলের পথে হাঁটতে চলেছে RCB, মরসুম শুরুর আগে মোক্ষম চমক দিতে প্রস্তুত বিরাটদের ফ্র্যাঞ্চাইজি !!

ট্রফি জিততে নতুন সিদ্ধান্ত নিলো RCB

ipl 2024, rcb
Royal Challenges Bangalore | Image: Getty Images

এরপর ২০১১ সাল ও ২০১৬ সালেও ফাইনাল খেলা দলটি। তবে তিন বারেই ফাইনালে পরাজিত হতে হয়েছে দলকে। সূত্রের খবর অনুযায়ী আগামী মঙ্গলবার নাম বদলের ঘোষণা করতে পারে আরসিবি। তারা সমাজ মাধ্যমে নতুন একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দলের ব্যাঙ্গালোর (Bangalore) নাম থেকে বেঙ্গালুরু (Bangaluru) হতে পারে। দক্ষিণ ভারতের এই শহরের নাম ২০১৪ সালের ১ নভেম্বর থেকে বদলে গিয়েছে। আগে নাম ছিল ব্যাঙ্গালোর। এখন নতুন নাম হয়েছে বেঙ্গালুরু।

নাম পরিবর্তন হতে পারে RCB’র

কিন্তু ২০০৮ সাল থেকে যেহেতু আইপিএল শুরু হয়েছে তাই প্রথম থেকেই একই নাম নিয়ে খেলে আসছে দল। তবে দীর্ঘ ১০ বছর পর দলের নাম পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করিনি। উল্লেখযোগ্যভাবে, বেঙ্গালুরু শহরটির প্রাচীন নাম এবং স্থানীয় সমর্থকরা দীর্ঘদিন ধরে নাম পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে।

আরও পড়ুন | IPL 2024: নাম বদলের পথে হাঁটতে চলেছে RCB, মরসুম শুরুর আগে মোক্ষম চমক দিতে প্রস্তুত বিরাটদের ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *