ganguly-picks-favourites-for-t20-wc

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আর এক মাস’ও বাকি নেই। প্রত্যাশার পারদ চড়ছে ক্রিকেটজনতার। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে মাটিতে আয়োজিত হতে চলেছে এবারের টুর্নামেন্ট। এবার ২০টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত হেভিওয়েটরা তো রয়েইছে, সাথে উগান্ডা, নেপাল, স্কটল্যান্ড, ওমানের মত দেশের কাছেও বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ হতে চলেছে এই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ২০ গ্রুপকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল যাবে পরবর্তী পর্বে। তাদের আরও দুটি গ্রুপে ভাগ করে চলবে লড়াই। সেই দুই গ্রুপের সেরা দুটি দল যাবে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধ শেষে থাকছে খেতাবী লড়াই।

হাত গুটিয়ে বসে নেই বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাগুলি। তারকা ক্রিকেটারদের অধিকাংশই আইপিএলে (IPL) ব্যস্ত হলেও ক্রিকেট নিয়ামক সংস্থাগুলি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত ২৯ এপ্রিল প্রথম স্কোয়াড সামনে আনে নিউজিল্যান্ড। তারপর সেই একই পথে হেঁটে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য স্কোয়াড প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মত প্রাক্তন চ্যাম্পিয়নরা। দক্ষিণ আফ্রিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে কারা মাঠে নামতে চলেছেন, জানা গেছে তাও। স্কোয়াডগুলি সামনে আসার পরেই কাটাছেঁড়া শুরু করেছেন বিশেষজ্ঞরা। তাদের শক্তি-দুর্বলতা নিয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।

Read More: PBKS vs CSK, Match-53, Toss Report in Bengali: টস গেলো পাঞ্জাবের পক্ষে, জয়ের সন্ধানে একাদশে এই ম্যাচ উইনারকে সুযোগ দিলো চেন্নাই !!

‘ফেভারিট’ বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়-

IND vs AUS | T20 World Cup | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

কে জিতবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অলিন্দে। ২০২২-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম্যান্স করতে পারে নি। সেই হতাশা তারা কাটিয়ে উঠতে চাইবে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে। ‘ডার্ক হর্স’ হতে পারে নিউজিল্যান্ড’ও। ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। টি-২০র মেগা টুর্নামেন্ট জিতে ত্রিমুকুট সম্পূর্ণ করার নজির গড়তে চাইবেন মিচেল মার্শ (Mitchell Marsh) , প্যাট কামিন্সরাও। প্রতিবারের মত এবারও ট্রফির অন্যতম দাবীদার ভারত। এগারো বছরের আইসিসি ট্রফি খরা কি মিটবে? আশায় অনুরাগীরা। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মত দলও রয়েছে দৌড়ে।

গত শুক্রবার বেঙ্গল টি-২০ লীগের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানেই সাংবাদিকরা তাঁকে অনুরোধ করেন টি-২০ বিশ্বকাপ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে। কার হাতে ট্রফি উঠতে চলেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানান নি বাংলার মহারাজ। তবে তাঁর মতে ‘ফেভারিট’ যে ভারত ও অস্ট্রেলিয়া তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, “ভারত ও অস্ট্রেলিয়াই এই টুর্নামেন্টের দুটো সেরা দল। আমি নিশ্চিত ওরা আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত পারফর্ম্যান্স করবে।” প্রসঙ্গৎ ওডিআই বিশ্বকাপেও সেরা দুই বাছতে বসে ভারত ও অস্ট্রেলিয়ারই নাম জানিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে ফাইনালও খেলে এই দুই দলই।

Also Read: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া, এই কারণে T20 বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *