rcb-set-to-change-name-before-ipl-2024

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিবারের মত এই বছর সম্পূর্ণ টুর্নামেন্টের সূচি অবশ্য প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। ২০২৪ সালে দেশে রয়েছে সাধারণ নির্বাচন। নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্যই আংশিক সূচি প্রকাশে বাধ্য হয়েছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। আপাতত আইপিএলের প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। থাকছে ২১টি ম্যাচ। বাকি ম্যাচগুলির সূচি ভোটের দিনক্ষণ প্রকাশের পর জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবারের মত এইবারও সকলের নজর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) দিকে। ২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে তারা। ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন (Shane Watson), ডেল স্টেইন, বিরাট কোহলিদের (Virat Kohli) মত টি-২০ ক্রিকেটের মহারথীরা গায়ে চাপিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি, কিন্তু একবারও ট্রফি আসে নি তাদের ঝুলিতে। বেশ কয়েকবার প্লে-অফ বা ফাইনালেও গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। ২০২৪ সালে এসে সেই ট্রফিখরা কাটাতে মরিয়া তারা। বিসিসিআই আইপিএলের (IPL) প্রথম পর্বের যে সূচি ঘোষণা করেছে তা অনুযায়ী উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের (CS) মুখোমুখি হতে হবে কোহলিদের। তবে ব্যাট-বলের দ্বৈরথে মাঠে নামার আগে সমর্থকদের জন্য বড় চমক দিতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। নাম বদলের পথে হাঁটছে তারা।

Read More: “দলের ওকে দরকার…” টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে চেয়ে জোর সওয়াল দানিশ কানেরিয়া’র !!

ইতিপূর্বে লোগো বদলেছে RCB-

RCB logo evolution | IPL 2024 | Image: Twitter
RCB logo evolution | IPL 2024 | Image: Twitter

নাম বা লোগো বদল আইপিএলের (IPL) ইতিহাসে নতুন নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR), রাজস্থান রয়্যালসের (RR) মত ফ্র্যাঞ্চাইজি বদল এনেছিলো লোগোতে। নাম বদলেছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি। ২০০৮ সালে আইপিএলের সূচনা মুহূর্তে তাদের নাম ছিলো দিল্লী ডেয়ারডেভিলস (DD)। ২০১৮ সালে নাম বদলে তারা হয় দিল্লী ক্যাপিটালস (DC)। একই সঙ্গে বদল আসে তাদের লোগোতেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’ও এর আগে দুইবার বদলেছে দলের লোগো।

২০০৮ সালে আত্মপ্রকাশের সময় যে লোগো ছিলো তাদের তাতে দ্বিতীয় মরসুমে সামান্য বদল এনেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। এরপর থেকে ২০১৫ সাল অবধি তাদের লোগো’র কেন্দ্রে ছিলো R ও C বর্ণদ্বয়। উপরের দিকে ছিলো সিংহের ছবি। ২০১৬ থেকে ২০১৯ সাল অবধি অন্য লোগো ব্যবহার করেছেন বিরাট কোহলিরা (Virat Kohli)। কেন্দ্রে ও R ও C বর্ণদ্বয় থাকলেও উপরের দিকে সিংহের আকার বেড়েছিলো অনেকখানি। ২০২০ মরসুমে আত্মপ্রকাশ করে তাদের নতুন লোগো। মুছে যায় R ও C বর্ণদ্বয়। সিংহের ছবির নীচে স্থান পায় Royal Challengers Bangalore লেখাটি।

নতুন নামে মাঠে নামতে চলেছে RCB-

Royal challenges Bangalore | IPL 2024 | Image: Getty Images
RCB | Image: Getty Images

এবার আর লোগো নয়, সূত্রের খবর যে বদলে যাচ্ছে দলের নামই। ফ্র্যাঞ্চাইজি’র পোস্ট করা ভিডিওতে কন্নড় চলচ্চিত্রের অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি’কে (Rishabh Shetty) দেখা গিয়েছে। ভিডিও’তে ‘কান্তারা’ পরিচালকের সামনে রয়েছে তিনটি ষাঁড়। তাদের গায়ে ঝোলানো তিনটি লাল গালিচায় লেখা যথাক্রমে Royal, Challengers ও Bangalore। যে দুটি ষাঁড়ের গায়ে Royal ও Challengers লেখা গালিচা রয়েছে, তাদের পিছনে ফেলে সামনে এগোন ঋষভ।

তিনি Bangalore লেখা ষাঁড়টির সামনে। সেটিকে সরিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন তিনি। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে কন্নড় ভাষায় বলেন, “বুঝতে পারছেন?” এই ভিডিও সামনে আসার পর বিশেষজ্ঞমহল মনে করছে নাম থেকে ব্যাঙ্গালোর শব্দটি ছেঁটে ফেলতে চলেছে RCB। ইংরেজি শব্দ ব্যাঙ্গালোর নয়, বরং কন্নড় ভাষায় শহরের স্থানীয় নাম বেঙ্গালুরু যুক্ত হতে পারে নামের সাথে। প্রসঙ্গত ২০১৪ সালে কর্ণাটক সরকার শহরের নামে বদল এনেছিলো। তার দশ বছর পর একই পন্থা নিচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিও।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: IPL 2024: ১৪ মাসের অপেক্ষার অবসান, ঋষভ পন্থের মাঠে ফেরার খবরে সিলমোহর দিলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *