kaneria-wants-kohli-in-t20-world-cup

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনাল থেকে খালি হাতে ফিরেছে ভারত। এগারো বছরের আইসিসি ট্রফি খরা কাটাতে এখন টি-২০ বিশ্বকাপকেই (T20 World Cup 2024) পাখির চোখ করছে টিম ইন্ডিয়া। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। নতুন ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হয়েছে ২০। ইতিমধ্যে সূচিও প্রকাশ করা হয়েছে নিয়ামক সংস্থা আইসিসি’র তরফ থেকে। ভারত রয়েছে এ-গ্রুপে। ৫ জুন গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ১২ ও ১৫ তারিখ তাদের প্রতিপক্ষ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালে ছিটকে যেতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। সেই ব্যর্থতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিশেষ গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। একঝাঁক নতুন মুখকে আগামী টুর্নামেন্টকে মাথায় রেখে মেজেঘষে তৈরি করা হয়েছে।  বোর্ড সচিব জয় শাহ ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অধিনায়ক থাকছেন রোহিত শর্মা’ই (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রগামী দলে আর কারা সুযোগ পাবেন তা নিয়ে রয়েছে জল্পনা। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য টিম কম্বিনেশন নিয়ে চর্চার মাঝেই গতকাল এক চাঞ্চল্যকর খবরে নড়েচড়ে বসেছে ক্রিকেটমহল। শোনা গিয়েছে সুপারস্টার বিরাট কোহলি’কে (Virat Kohli) নাকি বাদ দেওয়ার ভাবনাচিন্তা চলছে বোর্ডের অন্দরে। তীব্র প্রতিক্রিয়া ক্রিকেটজনতার মধ্যে। পড়শি দেশ পাকিস্তান থেকেও বিরোধিতায় সরব হলেন প্রাক্তনী দানিশ কানেরিয়া (Danish Kaneria)।

Read More: WPL 2024’এ ইতিহাস সৃষ্টি করলেন এলিস পেরি, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন নয়া কীর্তিমান !!

বাদ বিরাট? মানতে পারছেন না দানিশ কানেরিয়া-

Virat Kohli | T20 World Cup 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে মোট ছয়বার টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন ২৫ ইনিংস। তাঁর মোট রান সংখ্যা ১১৪১। রয়েছে ১৪টি অর্ধশতক। ব্যাটিং গড় ৮১.৫০। ছয়বারের মধ্যে চার বার (২০১২, ২০১৪, ২০১৬, ২০২২) তিনি টিম ইন্ডিয়ার (Team India) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। খেতাব জয়ের স্বপ্ন পূরণ হয় নি তাঁর। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অবিশ্বাস্য পরিসংখ্যান সত্ত্বেও সেই বিরাট কোহলিকেই নাকি স্কোয়াডের বাইরে রাখার পরিকল্পনা করছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে তাঁদের পছন্দের তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, তিলক বর্মা’রা। গতকাল এই খবর সামনে আসার পর তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। কোহলিকে চেয়ে সওয়াল করলেন দানিশ কানেরিয়া।

বিতর্কিত মন্তব্য করে প্রায়শই সংবাদ শিরোনামে জায়গা করে নেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া। কোহলি’র বাদ পড়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে দেওয়া কানেরিয়ার সাক্ষাৎকারেও মজুত রইলো বিতর্কের মালমশলা। তিনি প্রশ্ন তোলেন, “আপনি কি করে ওকে (বিরাট কোহলি) উপেক্ষা করতে পারেন?” সেখানেই থেমে থাকেন নি কানেরিয়া। “…ওর ভারতীয় স্কোয়াডে থাকা উচিৎ। ও নিয়মিত রান করছে। এখনও বিরাটকে বাদ দিয়ে সামনে তাকানোর সময় আসে নি। এখন কোহলিকে দলে রাখা প্রয়োজন। ও নতুনদের সাহায্য’ও করতে পারবে। ভারত বেশ ভালো পারফর্ম করছে। এবং নির্দ্বিধায় কোহলিকে দলে রাখা উচিৎ। এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই,” স্পষ্ট জানিয়েছেন পাক প্রাক্তনী। কেবল কানেরিয়া নয়, সরব হয়েছেন স্টুয়ার্ট ব্রড’ও। তিনি ট্যুইটারে লেখেন, “…আমি নিশ্চিত স্কোয়াডে বিরাট কোহলি থাকবেন।”

দেখুন দানিশ কানেরিয়ার সম্পূর্ণ সাক্ষাৎকার-

Also Read: T20 World Cup 2024: পায়ের মাটি সরে গেল টিম ইন্ডিয়ার, শামির টি-২০ বিশ্বকাপ থেকে আউট এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *