শুরু হয়ে গিয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। দেশের সেরা টুর্নামেন্টে ট্রফি জয়ের লক্ষ্যে নেমেছে রাজ্য দলগুলি। সাত বারের চ্যাম্পিয়ন দিল্লী অবশ্য মরসুম শুরুতেই পড়েছে ঘোর সমস্যায়। তারকাখচিত তামিলনাড়ু দলের বিরুদ্ধে চলতি মরসুমের অভিযানের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে দিল্লী দল। দুর্দান্ত ফর্মে থাকা নারায়ণ জগদীশন, সাই সুদর্শনদের মোকাবিলা করতে হবে তাদের। তবে বাইশগজে লড়াই শুরুর আগেই, চোট আঘাতের কারণে একসাথে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের পাঁচজন প্রথম সারির বোলার। সেখানেই থেমে নেই সমস্যার পরিমাণ। ক্রিকেটার বাছাই নিয়ে তোপের মুখে গগণ খোড়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও। প্লেয়ারদের ফিটনেসের দিকে যথেষ্ঠ নজর না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের দিকে। দিল্লীর সমস্যা বাড়িয়েছেন তারকা ব্যাটার নীতিশ রাণা। ধারাবাহিক অফ ফর্মের কারণে তাঁকে বাদ দিতে বাধ্য হয়েছে সাত বারের চ্যাম্পিয়নরা।
রঞ্জি ট্রফিতে বোলারের আকাল দিল্লী দলে-

প্রতিপক্ষ তামিলনাড়ুর কাছে দিল্লীর প্রচণ্ড ঠান্ডার মোকাবিলা করা কঠিন হবে। সেই অর্থে ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করার কথা দিল্লীর। কিন্তু বোলিং সমস্যায় জেরবার দলকে ফেভারিট বলা যাচ্ছে না এক্ষুনি। প্রথম দুই ম্যাচে তাদের পারফর্ম্যান্সও আহামরি নয়। মরসুমের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে দিল্লীকে। তুলনামূলক দুর্বল আসামের বিরুদ্ধেও ৩ পয়েন্ট খোয়াতে হয়েছে প্রথম ইনিংসে লিড নিতে না পারায়। তৃতীয় ম্যাচে নামার আগে চিন্তা বাড়িয়েছে বোলারের অভাব। পেসার মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) হ্যামস্ট্রিং-এ চোট, অভিজ্ঞ ঈশান্ত শর্মার (Ishant Sharma) পেশীতে টান ধরেছে। আরেক পেসার নভদীপ সাইনি (Navdeep Saini) চোটের চিকিৎসা করাতে এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। খেলার সম্ভাবনা নেই তাঁর। ফর্মে থাকা সীমরণজিৎ সিং ছিটকে গিয়েছেন গোড়ালির চোটে। আর গত মরসুমের অধিনায়ক প্রদীপ সাঙ্গওয়ানকেও পাচ্ছে না দিল্লী। বাধ্য হয়েই তরুণ হর্ষিত রাণাকে (Harshit Rana) সুযোগ দিতে হচ্ছে দিল্লীকে। প্রিন্স যাদব, দ্বিভীজ মেহরার সাথে বাঁ-হাতি পেসার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানোর কথা ভাবছে দল। দিল্লী কোচ অভয় শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, “আমাদের প্রধান বোলারদের না পাওয়া অবশ্যই সমস্যার। কিন্তু আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তরুণদের সুযোগ কাজে লাগাতে হবে।”
নির্বাচক কমিটির কাজ নিয়েও চলছে বিতর্ক-

চোট-আঘাত সমস্যার পাশাপাশি দল নির্বাচন নিয়েও উত্তাল দিল্লী ক্রিকেট। তোপের মুখে প্রধান নির্বাচক গগণ খোড়া এবং তাঁর নেতৃত্বাধীন কমিটি। “ কোনো প্রি-সিজন ক্যাম্প হয় নি। ঠিকঠাক ট্রেনিং সেশন করা হয় নি ফাস্ট বোলারদের জন্য। কোনো প্রস্তুতিই ছিলো না দলের। মরসুম শুরুর আগে কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনাই ছিলো। ফলে যা হওয়ার ছিলো, একদম তাই হয়েছে। মরসুম শুরুর আগেই অনেক পেসার আনফিট ছিলেন। তারাই এখন চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন।” নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা PTI-র কাছে ক্ষোভ উগড়ে দিয়েছেন DDCA(Delhi District Cricket Association)-র এক উচ্চপদস্থ কর্তা।
বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যানও-

দিল্লী দলের তারকা ব্যাটার নীতিশ রাণাকেও (Nitish Rana) তামিলনাড়ু ম্যাচের আগে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। IPL-এ কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের নিয়মিত সদস্য নীতিশ (Nitish Rana)। কেরিয়ারে ৯১ আইপিএল ম্যাচে করেছেন ২১৮১ রান। ব্যাটিং গড় ২৮.৩২। স্ট্রাইক রেট ১৩৪.২২। রয়েছে ১৫ টি অর্ধশতক। আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন নীতিশ। ভারতের হয়ে ১ টি একদিনের ম্যাচ এবং ২টি টি-২০ খেলেছেন তিনি। বিশেষ সাফল্য অবশ্য আসে নি তাঁর ব্যাট থেকে। একদিনের ম্যাচে মাত্র ৭ এবং দুই টি-২০ মিলিয়ে রান করেছেন ১৫। ভারতীয় দলে তাই দীর্ঘস্থায়ী হয় নি তাঁর জায়গা। এবার দিল্লী থেকেই বাইরের রাস্তা দেখলেন রাণা (Nitish Rana)। দিল্লী ক্রিকেট বোর্ড সূত্রে জানা যাচ্ছে যে রাণার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আইপিএল। কোটি টাকার লীগে নাইট রাইডার্সের (KKR) হয়ে যে পারফর্ম্যান্স তিনি দেন, মাঠে যে দায়বদ্ধতা দেখান, তাঁর সিকিভাগও নাকি দেখা যায় না দিল্লী দলের হয়ে। টানা দুই বছর ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্স নিয়ে একদমই খুশি নয় DDCA। দিল্লীর ব্যাটিং লাইন আপে চলতি মরসুমে ধ্রুব শোরে (Dhruv Shorey) এবং হিম্মত সিং(Himmat Singh) ছাড়া স্বচ্ছন্দ্য দেখায় নি কাউকে। রান পান নি অধিনায়ক যশ ধূলও (Yash Dhull)। আশা ছিলো নীতিশকে নিয়ে, কিন্তু দায়বদ্ধতার অভাবের ফলে রাণাকে (Nitish Rana) তামিলনাড়ু ম্যাচে বাদ দেওয়া ছাড়া আর উপায় ছিলো না ক্রিকেট সংস্থার কাছে।