MS ধোনির অন্ধ ভক্ত হঠাৎ নিলেন আত্মহত্যার সিদ্ধান্ত, শোকাহত ক্রিকেট ভক্তরা !! 1

বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় মুখ হলেন এমএস ধোনি (MS Dhoni)। লম্বা চুল ওয়ালা মাহি ২০০৭ সালে T20 বিশ্বকাপ জেতার পর একাধিক যুবকের অনুপ্রেরণা হয়ে ওঠেন। ক্যাপ্টেন হিসাবে বেশ সফল ধোনি। ২০০৭ এর T20 বিশ্বকাপ, ২০১১ ওডিআই ওয়ার্ল্ড কাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন ধোনি। ICC’র এই ট্রফি গুলি জয় করে ভারতীয় ভক্তদের পছন্দের পাত্র হয়ে উঠলেও ২০১০,২০১১,২০১৮,২০২১,২০২৩ মোট ৫ বছর চ্যাম্পিয়ন হয়ে এমএস ধোনিকে (MS Dhoni) ঈশ্বরের পর্যায় রেখে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ভক্তরা।

ধোনির ফ্যান বেছে নিলেন আত্মহত্যার পথ

Ms dhoni fan

তবে এবার চেন্নাই সুপার কিংস ও মাহির এক সমর্থক গোপী কৃষ্ণান করে বসলেন একটি মর্মান্তিক কান্ড। মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন গোপী এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পরিবারের সকল সদস্যরা এই মৃত্যুকে নিয়ে বেশ বিচম্ভীত। গোপীর এই আত্নহত্যার ঘটনা চেন্নাই ভক্তদেরকেও বেশ শোকাহত করেছে এবং সমাজ মাধ্যমে এই খবর প্রকাশ্যে এনেছে চেন্নাই সুপার কিংসের ফ্যান পেজ। তামিলনাড়ুর কুদালুর জেলার আরঙ্গুরের বাসিন্দা গোপী কৃষ্ণান ছিলেন মাহির এক বড় ফ্যান। ধোনির সমস্ত ম্যাচেই তাকে ময়দানে উপস্থিত থাকতে দেখা যেত।

তিনি ধোনির (MS Dhoni) এত বড় ভক্ত যে, তিনি নিজের গোটা বাড়ি রং করেছিলেন ‘চেন্নাই সুপার কিংস’এর জার্সির রঙে। এমনকি দেয়ালে ছিল থালা ধোনির ছবি। তার এই বাড়ির ছবিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল, যার পর থেকেই সমাজ মাধ্যমে অনেক অনুগামীও পেয়েছিলেন তিনি। তবে এই গোপী এবার আত্মহত্যা করে বসলেন। সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে চারটে নাগাদ তিনি প্রয়াত হন। তিনি জার্মানির এক অনলাইন ট্রেডিং সংস্থার কাজ করতেন তিনি এবং স্টক মার্কেটে অনেক টাকা লাগিয়ে ক্ষতির সম্মুখীন হন। পরে বন্ধুদের থেকে টাকা ধার করেন এবং সেই টাকা ফিরিয়ে না দিতে বেশ সমস্যার সম্মুখীন হন গোপী। এই প্রসঙ্গে গোপির ভাই রাম মন্তব্য করে বলেছেন, “টাকা নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হয়েছিল আমার ভাই, মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্নহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন | TOP 5: এই পাঁচ সুন্দরীর প্রেমে মজেছিলেন MS Dhoni, তালিকায় রয়েছেন বলিউড জগতের দুই চেনা মুখ’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *