IPL 2024: শেষ আইপিএলের প্রস্তুতি শুরু MS ধোনি’র, অনুশীলনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

IPL 2024: ক্রিকেটদুনিয়ার আগ্রহের কেন্দ্রে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নয়া মরসুম। আগ্রহ তৈরি হয়েছে গত বছরের নভেম্বরেই। ২৬ নভেম্বর ছিলো রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। গুজরাত টাইটান্সের রিটেনশন তালিকায় স্থান হয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। তারপরেও যেভাবে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে তাঁকে ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স, তা উত্তাপ বাড়িয়েছিলো আইপিএলের (IPL)। এছাড়াও গত ১৯ ডিসেম্বরের মিনি নিলাম আসন্ন মরসুমের উত্তেজনায় এক আলাদা মাত্রা যোগ করে। ভারতে নয়, এবার মধ্যপ্রাচ্যের দুবাইতে আয়োজিত হয়েছিলো ‘মিনি নিলাম।’ প্রথমবার ২০ কোটি টাকার গণ্ডী পেরিয়ে রেকর্ড করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর রেকর্ড কয়েক মিনিটের মধ্যেই ভেঙে দেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। অজি পেসারের জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে কলকাতা নাইট রাইডার্স।

এখনও পর্যন্ত নতুন মরসুমের নির্ঘন্ট প্রকাশ করে নি বিসিসিআই। তবে দেশে রয়েছে সাধারণ নির্বাচন, জুনের শুরুতে থাকছে টি-২০ বিশ্বকাপ’ও (T20 World Cup 2024)। তাই মার্চের শেষ থেকে মে মাসের শেষ অবধি সময়কালের মধ্যে টুর্নামেন্ট শেষ করতেই হবে ভারতীয় বোর্ডকে। সংবাদমাধ্যম সূত্রে খবর ২৩ মার্চ শুরু হতে পারে টুর্নামেন্ট। চলতে পারে মে মাসের ২৬ তারিখ অবধি। নিলামে বিপুল অর্থে পেয়েছেন সমীর রিজভি (Sameer Rizvi), শাহরুখ খানের মত তরুণ ক্রিকেটাররাও। নজর রয়েছে তাঁদের দিকে। ড্যারিল মিচেল, আলঝারি জোসেফের (Alzharri Joseph) মত বড় অঙ্কে বিক্রি হওয়া আন্তর্জাতিক তারকারা কেমন পারফর্ম করেন তা দেখতেও মুখিয়ে ক্রিকেটজনতা। প্রতিবারের মত এবারও চর্চার কেন্দ্রবিন্দুতে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বছর ৪২-এর ধোনি’র কি এবারই শেষ আইপিএল? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন।

Read More: তৃতীয় টেস্টে দলে ফিরতে চলেছেন ঈশান কিষান, শুরু করে দিয়েছেন প্রস্তুতি !!

অনুশীলন শুরু করে দিলেন ধোনি-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni with IPL trophy | Image: Getty Images

২০০৪ সালে ভারতের জার্সিতে পথচলা শুরু হয়েছিলো মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni)। ২০১৯-এর ওডিআ বিশ্বকাপের পর সরে দাঁড়ান তিনি। ২০২০ সালে নিজের জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে জানিয়ে দেন অবসরের খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে নিয়মিত খেলেছেন এরপর। সঞ্চালক ড্যানি মরিসন (Danny Morrison) ২০২০ সালে ধোনিকে জিজ্ঞেস করেছিলেন যে সেটাই তাঁর শেষ আইপিএল কিনা, উত্তরে দৃপ্ত গলায় ক্রিকেট তারকা জানান, “অবশ্যই নয়।” ২০২৩ সালেও মরিসন একই প্রশ্ন করেছিলেন ধোনিকে (MS Dhoni)। উত্তরে তিনি হেসে জানান, “আপনারা আমার অবসর ঠিক করেছেন। আমি তো করি নি।” তবে আহমেদাবাদে ট্রফি জয়ের পর অন্য সুর শোনা গিয়েছিলো তাঁর মুখে। বুটজোড়া তুলে রাখার কথা যে রয়েছে ভাবনায়, তা পরিষ্কার করেছিলেন তিনি।

নিজের পঞ্চম আইপিএল ট্রফি জয়ের পর ধোনি (MS Dhoni) জানান, “এটাই হয়ত অবসর ঘোষণার সেরা সময়। যে পরিমাণ ভালোবাসা গোটা দেশ থেকে পেয়েছি, এরপর সরে যাওয়াটাই সহজ কাজ। কিন্তু কঠিন কাজটা হবে নয় মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে তুলে আরও একটা আইপিএল খেলা।” কঠিন পথটাই যে তিনি বেছে নিচ্ছেন, তাও জানান তিনি। আইপিএলের পরেই হাঁটূর অস্ত্রোপচার করাতে হয়েছিলো ধোনি (MS Dhoni)। এরপর চলেছে রিহ্যাব। সম্পূর্ণ ফিট হয়ে ওঠার পর ২০২৪-এর আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। দিনকয়েক আগে একটি ভিডিও সামনে এসেছিলো। সেখানে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিলো তাঁকে। সম্প্রতি আরও একটি ছবি সামনে এসেছে তাঁর। নীল জার্সি ও হলুদ প্যাড পরে ব্যাটিং অনুশীলন করে বেরোতে দেখা গিয়েছে তাঁকে।

দেখে নিন সেই ছবি-

https://www.instagram.com/p/C3AcQJ-xlFd/?utm_source=ig_web_button_share_sheet

IPL-এ সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-

MS Dhoni | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই নিয়ে সতেরো বছর টানা টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন তিনি। আগাগোড়া খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মাঝে দুই বছর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি নির্বাসিত থাকায় খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়েও। অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন তিনি। সংখ্যার নিরিখে যা সর্বোচ্চ। সফলতম অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে সিংহাসন ভাগ করে নিয়েছেন ধোনি। মুম্বই অধিনায়ক হিসেবে হিটম্যানেরও ট্রফি জয়ের সংখ্যা ৫। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে সফলতম অধিনায়ক ধোনিই। পাঁচ আইপিএলের সাথে দুইবার চ্যাম্পিয়ন্স লীগ টি-২০’ও জিতেছেন তিনি। রোহিতের CLT20 জয়ের সংখ্যা ১।

Also Read: IND vs ENG: “তুমি সুযোগ নষ্ট করলে…” অফ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে একহাত নিলেন জাহির খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *