mohammad-amir-retunrs-to-pak-squad

বিতর্ক ও মহম্মদ আমির (Mohammad Amir) যেন সবসময়ই চলেছে হাতে হাত ধরে। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকেই চমকে দিয়েছিলেন পাকিস্তানের বাম হাতি পেসার। ক্রিকেট ইতিহাসে তৃতীয় কণিষ্ঠতম হিসেবে টেস্ট ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করেছিলেন তিনি। অনেকেই তাঁর সাথে তুলনা শুরু করেছিলেন আরেক বাম হাতি পেস নক্ষত্র ওয়াসিম আক্রমের (Wasim Akram)। কিন্তু আক্রমের মতই ঝলমলে হয় নি আমিরের কেরিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন জড়িয়ে পড়েন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে। শাস্তির কবলে পড়ে দীর্ঘ সময় থাকতে হয় মাঠের বাইরে।

নির্বাসন কাটানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় ইনিংসটাও চমকপ্রদ ভঙ্গিতেই শুরু করেন আমির। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের বিরুদ্ধে ইডেনের মাঠে তাঁর স্পেল এখনও মনে রেখেছেন গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমী। বৃষ্টিভেজা পিচে সেদিন স্যুইং-এর জাদুতে টিম ইন্ডিয়াকে নাজেহাল করেছিলেন তিনি। যদিও ম্যাচ জেতে ভারত। ২০১৭ সালে ভারতকে হারিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও বড় ভূমিকা রেখেছিলেন আমির (Mohammad Amir)। ফাইনালে বিরাট কোহলি-সহ মোট তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সাড়া জাগিয়েও ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন তিনি।

Read More: বিশ্বকাপের দলে নিজের জায়গা নিশ্চিত করলেন বিরাট কোহলি, ‘শেষ সুযোগ’-এ দেশকে জেতাবেন ট্রফি !!

চার বছরের বিরতির পর ফিরছেন আমির-

Mohammad Amir | Image: Getty Images
Mohammad Amir | Image: Getty Images

২০২০ সালের অগস্ট মাসের ৩০ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জার্সিতে শেষ টি-২০ খেলেছিলেন আমির (Mohammad Amir)। তারপর বোর্ডের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় জানিয়ে দিয়েছিলেন আর খেলবেন না দেশের হয়ে। গত চার বছরে একাধিকবার আমিরকে আবেদন করা হয়েছে অবসর ভেঙে পাকিস্তানের হয়ে মাঠে নামতে। কিন্তু প্রতিবারই নেতিবাচক প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছিলো তাঁর থেকে। ২০২৪-এর পিএসএলের পর নাটকীয় পরিবর্তন হয় পরিস্থিতিতে। পিসিবিতে এর মধ্যে বিস্তর রদবদল হয়েছে। রামিজ রাজা, নাজম শেঠি, জাকা আশরাফের পর চেয়ারম্যানের পদে বসেছেন মহসীন নকভি। আমির (Mohammad Amir) সোশ্যাল মিডিয়ায় জানান নকভির সাথে আলোচনার পর তিনি ফের একবার দেশের জার্সিতে ফেরার সিদ্ধান্ত নেন।

সাম্প্রতিক কালে পাকিস্তানের পারফর্ম্যান্স মোটেই উল্লেখযোগ্য নয়। গত বছরের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারে নি তারা। একইসাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ৪-১ ফলে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছে ধরাশায়ী। বাধ্য হয়েই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক পদে ফেরানো হয়েছে বাবর আজমকে (Babar Azam)। এমতাবস্থায় আগামী জুন মাসের টি-২০ বিশ্বকাপে বল হাতে আমির’ই তুরুপের তাস হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। রাখা হয়েছে আমির’কে (Mohammad Amir)। তাঁর সাথে সাথে অবসর ভেঙে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম’ও। সংযুক্ত আরব আমিরশাহী নির্বাসিত করলেও পাক দলে সুযোগ পেয়েছেন উসমান খান’ও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ পাকিস্তান দল-

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবরার আহমেদ, ফখন জামান, আজম খান (উইকেটরক্ষক), ইফতিকার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মহম্মদ আমির, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

Also Read: আইপিএল চলাকালীন দুর্দান্ত খবর পেলেন ঋষভ পন্থ, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *