Mumbai Indians, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

IPL 2024: ২০২০ সালের পর আসে নি আইপিএল (IPL) খেতাব। গত বছর প্লে-অফে পা রাখলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিলো। এই মরসুমে নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অধীনে নতুন করে পথচলা শুরু করতে চেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। কিন্তু পুরোপুরি ব্যুমেরাং হয়ে ফিরেছে সেই সিদ্ধান্ত। গুজরাত টাইটান্স শিবির থেকে ট্রেডিং পদ্ধতিতে বিপুল অর্থের বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে দলে ফেরানো নিয়েই আপত্তি ছিলো সমর্থকদের একাংশের। দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পদচ্যুতি আগুনে ঘি যুগিয়েছিলো। মরসুম শুরুর আগেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকেরা।

সোশ্যাল মিডিয়া থেকে গ্যালারির অভ্যন্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছিলো তা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ ফ্র্যাঞ্চাইজি মালিকরা। হার্দিককে (Hardik Pandya) অধিনায়ক করার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটারদের সাজঘরের অন্দরেও। সংবাদমাধ্যম সূত্রে দিনকয়েক আগেই জানা গিয়েছিলো যে ভাগ হয়ে গিয়েছে ড্রেসিংরুম। দুই গোষ্ঠীর মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই। তার প্রভাব যে মাঠের পারফর্ম্যান্সের পড়বে, আশঙ্কা করেই ছিলেন বিশেষজ্ঞরা। সত্যি হয়েছে সেই আশঙ্কাই। এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের (MI) খেলা দেখে একবারও মনে হয় নি পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। একের পর এক ম্যাচ হেরে আপাতত বিদায়ের সম্মুখীন মুম্বই। প্লে-অফের আশা যেটুকু বেঁচে রয়েছে তা কেবল খাতায়-কলমে, অঙ্কের হিসেবে।

Read More: PBKS vs CSK, Match-53, Dream 11 Prediction in Bengali: ধর্মশালায় ধুন্ধুমার লড়াই পাঞ্জাব ও চেন্নাইয়ের, এক নজরে দেখে নিন ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য !!

মুম্বইয়ের বিদায় এক প্রকার নিশ্চিত-

Hardik Pandya and Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

২০২২ সালের আইপিএলের (IPL) আগে হার্দিক পান্ডিয়া ছেড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মাঝে দুই বছর গুজরাত টাইটান্সে কাটিয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ২০২৪ মরসুমে। তরুণ অলরাউন্ডার হিসেবে মুম্বই জার্সিতে প্রথম ইনিংসে যতটা সফল তিনি, নেতা হিসেবে দ্বিতীয় ইনিংসে ততটাই ব্যর্থ হতে হয়েছে তাঁকে। এখনও অবধি ১১টি ম্যাচ এই মরসুমে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জিতেছে মাত্র ৩টি। হারতে হয়েছে আট ম্যাচে। আপাতত পয়েন্ট তালিকার নয় নম্বরে তারা। শেষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে খানিক এগিয়ে রয়েছে তারা। অবশ্য গুজরাত টাইটান্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স হারালে দশেই নেমে যেতে হবে হার্দিকদের (Hardik Pandya)। ২০২২ মরসুমে সবার শেষে ছিলো মুম্বই। আবারও সেই লজ্জা জুটতে পারে তাদের ভাগ্যে।

গতকাল নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ ছিলো মুম্বই ইন্ডিয়ান্সের। ১২ বছর পর কলকাতার বিরুদ্ধে হোম ম্যাচে হেরেছে তারা। আর বাকি মাত্র ৩ ম্যাচ। প্রতিপক্ষ যথাক্রমে সানরাইজার্স, কলকাতা ও লক্ষ্ণৌ। ৩টিতেই জিতলেও ১২ পয়েন্টে পৌঁছবেন হার্দিকরা। এখনই ১৬ পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালস (RR), ১৪ পয়েন্টে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি স্থান রয়েছে তাদের দখলে। এরপর ১২ পয়েন্ট নিয়ে তিন ও চারে রয়েছে লক্ষ্ণৌ ও সানরাইজার্স। তারা যদি আর একটিও ম্যাচ না জেতে সেক্ষেত্রেও মুম্বইয়ের (MI) সাথে পয়েন্টের নিরিখে সমান অবস্থানে থাকবে। তখন দিল্লী, চেন্নাইয়ের মত দলের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আম্বানির দলকে। এত কিছু সামলে ১২ পয়েন্ট সঙ্গে করে মুম্বইয়ের প্লে-অফ খেলার সম্ভাবনা অঙ্কের হিসেবে ০.০০০৬ শতাংশ।

Also Read: “IPL ঘৃণা ছড়ানোর সঠিক সময়…” সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *