ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অস্ত্র এখন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। মাঝে লম্বা সময়ের জন্য দলের বাইরে ছিলেন তিনি। ফর্ম হারিয়েছিলেন, খুইয়েছিলেন আত্মবিশ্বাসও। কিন্তু কঠিন সময়ে ভেঙে পড়েন নি তিনি। বরং অনুশীলনে ডুবিয়ে দিয়েছিলেন নিজেকে। কঠিন পরিশ্রম করে প্রত্যাবর্তন ঘটান ২০২২-এর আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিল্লী ক্যাপিটালসে (DC) যোগ দিয়ে নিজেকে ফিরে পান তিনি। এক মরসুমে ১৭ উইকেট পাওয়ার পর ভারতীয় দলের হয়েও তাঁকে ফেরান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে।
নিজের বোলিং-এ গতি এবং ফ্লাইটের তারতম্য এনে কুলদীপ (Kuldeep Yadav) এখন আরও ঘাতক হয়ে উঠেছেন। গত কয়েকমাসে বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন তিনি। বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে কুলদীপকেই এক নম্বর স্পিনার বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিসি র্যাঙ্কিং-এ তিনি উঠে এসেছেন সাত নম্বরে। তিনি যে দুর্দান্ত ছন্দে রয়েছেন তার প্রমাণ কুলদীপ দিলের সদ্যসমাপ্ত এশিয়া কাপেও (Asia Cup 2023)। পাকিস্তানের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি স্পিনার। আসন্ন বিশ্বকাপেও তিনি হতে চলেছেন ‘মেন ইন ব্লু’র অন্যতম ভরসা। বাইশ গজে কুলদীপের পুর্নজন্মে টিম ইন্ডিয়ার শক্তি বাড়লেও কপাল পুড়েছে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। ভারতীয় দলে নিজের জায়গা খুইয়েছেন তিনি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
চাহালকে ছিটকে দিয়েছেন কুলদীপ যাদব-

মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni) যখন অধিনায়ক ছিলেন তখন ভারতীয় দলের হয়ে একইসঙ্গে খেলতে দেখা যেত যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। কিন্তু বর্তমানে যে টিম কম্বিনেশন ব্যবহার করেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা, সেখানে দুই লেগস্পিনারের জায়গা হয় না। চাহাল এবং কুলদীপের মধ্যে দ্রাবিড়-রোহিতের জুটি অধিক পছন্দ করেন কুলদীপকেই। বিশেষ করে একদিনের ম্যাচে বাঁ-হাতি চায়নাম্যান বোলারকেই প্রথম একাদশে অধিকাংশ সময় দেখা যায়।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চাহাল (Yuzvendra Chahal) এবং কুলদীপ (Kuldeep yadav) দুজনেই ছিলেন একাদশে। ভারতের হয়ে প্রথম একাদশে উত্তরপ্রদেশের কুলদীপকেই খেলতে দেখা গিয়েছে। সাজঘরেই সময় কেটেছে যুজবেন্দ্র চাহালের। চলতি বছরে এখনও ১৮টি একদিনের ম্যাচ খেলেছে ভারত,সেখানে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন চাহাল। নিয়েছেন মাত্র ৩টি উইকেট। কুলদীপ সেখানে খেলেছেন ১৬টি ম্যাচ। তাঁর ঝুলিতে জমা পড়েছে ৩১টি উইকেট। মোট ম্যাচ এবং উইকেটসংখ্যাতেও চাহালকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ৮৯ ওডিআই-তে কুলদীপের সংগ্রহে এখন ১৫০ উইকেট।
বিশ্বকাপের দলে নেই যুজবেন্দ্র চাহাল-

ভারতীয় দলের হয়ে একটা সময় একদিনের ক্রিকেটে নিয়মিত খেলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কুলদীপ যাদবের সাথে তাঁর জুটি বহু সাফল্য এনে দিয়েছে ভারতকে। ৭২টি ওডিআই ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১২১। এহেন চমৎকার পরিসংখ্যান সত্ত্বেও বর্তমানে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ব্রাত্য তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলেন নি তিনি। বাদ পড়েছেন এশিয়া কাপ থেকে। ঘরের মাঠে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। উপমহাদেশের পিচে স্পিন কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকলেও চাহালকে বাদ দিয়েই দল গড়েছেন নির্বাচকেরা। স্পিনার হিসেবে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সাথে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দল নিয়ে বিস্তর পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছেন নির্বাচকেরা। কিন্তু সুযোগ দেওয়া হয় নি হরিয়ানার ক্রিকেটারকে।
প্রত্যাবর্তনের আশায় কাউন্টি ক্রিকেটে চাহাল-

এশিয়া কাপ (Asia Cup 2023) এবং বিশ্বকাপের (ICC World Cup 2023) দল থেকে আগেই বাদ পড়েছিলেন। এবার বাদ পড়লেন অস্ট্রেলিয়া সিরিজের দল থেকেও। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর সুযোগ হারিয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। সেখানে কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় একসময় খেলেছেন কেন্টের হয়ে। কাউন্টি অভিষেকে বেশ নজর কেড়েছেন তিনি। ব্যাট হাতে শূন্য করলেও তুলে নিয়েছেন ৩ উইকেট। ক্যান্টারবেরির মাঠে নটিংহ্যামশায়ারের ম্যাথু মন্টেগমরি, লিন্ডন জেমস এবং কেলভিন হ্যারিসনকে আউট করেন তিনি। ২৯ ওভার হাত ঘুরিয়ে ৬৩ রান খরচ করেন ভারতীয় লেগস্পিনার।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur