kohli-injured-ahead-of-ind-vs-pak
Virat Kohli | Image: Getty Images

রাত পোহালেই ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসরে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতার ইতিহাসে লেখা হতে চলেছে নতুন অধ্যায়। চলতি টুর্নামেন্টে এখনও অবধি একটি করে ম্যাচ খেলেছে ভারত (IND) এবং পাকিস্তান (PAK)। তাদের পারফর্ম্যান্সের গ্রাফ একেবারের বিপরীতমুখী। টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে সহজ জয় পেয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মত খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইতে সুপার ওভারে গিয়ে হারতে হয়েছে পাক শিবিরকে। রবিবারের দ্বৈরথে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ ভারতের সামনে। ঘুরে দাঁড়ানোর লড়াইতে পাকিস্তান।

ক্রিকেটের এল-ক্লাসিকো শুরুর আগে চোট সমস্যা রয়েছে দুই শিবিরেই। পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের (Imad Wasim) ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। অধিনায়ক বাবর আজম নিজেই জানিয়েছেন যে পেশীর টান রয়েছে ইমাদের। তিনি আদৌ নিউ ইয়র্কের মাঠে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধন্দে সকলে। এছাড়াও প্রশ্নচিহ্ন রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়েও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করলেও হাতে চোট পেয়েছিলেন তিনি। খামখেয়ালি পিচে লাফিয়ে ওঠা বল আছড়ে পড়েছিলো হিটম্যানের বাইসেপের নীচে। ফিজিওর সাথে মাঠ ছেড়েছিলেন তিনি। অধিনায়ককে ঘিরে অনিশ্চয়তার মাঝেই নতুন সঙ্কটের মুখোমুখি ভারতীয় দল। অনুশীলনে হাতে চোট কোহলিরও (Virat Kohli)। তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

Read More: T20 World Cup: ফারুখি-রশিদ যুগলবন্দীতে চূর্ণ নিউজিল্যান্ড, সুপার এইটের দিকে পা বাড়ালো আফগানিস্তান !!

অফ ফর্মের দোসর চোট, চাপে কোহলি-

Virat Kohli IND vs PAK | Image: Getty Images
Virat Kohli | IND vs PAK | Image: Getty Images

বাকিরা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যাওয়ার দিনকয়েক পরে দলের সাথে যোগ দেন বিরাট কোহলি (Virat Kohli)। কাগজপত্রজনিত কিছু সমস্যার কারণে দেরী হয় তাঁর। ১৬ ঘন্টা বিমানযাত্রার পর ৩০ মে আমেরিকায় পা দিয়ে ঠিক পরের দিনই প্রস্তুতি ম্যাচ খেলতে নামতে পারেন নি তিনি। বাংলাদেশের বিপক্ষে তাঁকে ছাড়াই মাঠে নেমেছিলো দল। তবে গত ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরেছিলেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ওপেন করতে দেখা গিয়েছিলো তাঁকে। নিউ ইয়র্কের চ্যালেঞ্জিং পিচ-এর সাথে মানিয়ে নেওয়ার আগেই অবশ্য ফেরেন সাজঘরে। ইনিংসের গোড়াতেই এগিয়ে এসে বড় শট মারতে গিয়ে ধরা পড়েন লং অফে। ১ রানের বেশী এগোতে পারেন নি প্রথম ম্যাচে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর ফের একবার চর্চা শুরু হয়েছে বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়ে। তাঁকে দিয়ে ওপেন করানো আদৌ সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। আগামী ৯ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের (IND vs PAK)। মহারণের ঠিক আগে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হতে পারে মহাতারকা ক্রিকেটারের চোটের খবর সামনে আসায়। নিউ ইয়র্কে প্রস্তুতির মাঝেই নাকি আহত হয়েছেন কোহলি (Virat Kohli)। সূত্র মারফৎ জানা গিয়েছে যে হাতে চোট লাগায় অনুশীলন থেকে দীর্ঘক্ষণ বিরত থাকতে হয়েছিলো তাঁকে। পরে নেটে ফেরেন কিনা সে সম্পর্কে কোনো তথ্য মেলে নি। এখনও এই নিয়ে চুপ বিসিসিআই। রবিবারের ম্যাচে তাঁকে আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে বাড়ছে উৎকন্ঠা। যদি একান্তই কোহলি খেলতে না পারেন, তাহলে শুরুতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে।

Also Read: IND vs PAK: T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য পৌঁছেছে কোটি টাকায়, মাথায় হাত ক্রিকেট প্রেমীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *