গতকাল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেললো টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’র ম্যাচে তারা মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ডের। গত বছর ডাবলিনে ভারতের বিপক্ষে ভালোই খেলেছিলো আইরিশরা। দিনকয়েক আগে তারকাখচিত পাকিস্তান দলকেও হারিয়েছে তারা। তাই টি-২০ বিশ্বকাপের মঞ্চে অ্যান্ড্রু বালবির্ণি (Andrew Balbirnie), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, জশুয়া লিটলরা (Joshua Little) কেমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, সেদিকে নজর ছিলো অনেকের। কিন্তু নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে আশাহতই হতে হলো তাদের দেখে। নূন্যতম প্রতিরোধও ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে গড়ে তুলতে পারলো না আয়ারল্যান্ড দল। মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় তারা। ২ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ২ পয়েন্ট নিয়ে চলে যায় গ্রুপ শীর্ষে।
আগামী ৯ তারিখ অর্থাৎ রবিবার ভারত মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। মহারণের আগে সেরা টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সহজে জয় এলেও বেশ কিছু ফাঁকফোকরও প্রকাশ্যে এনেছে গতকালের ম্যাচ। যেমন পাওয়ার প্লে’তে ভালো বোলিং করেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। দুজনেই নিজেদের শেষ ওভারে খরচ করেছেন যথাক্রমে ১৪ ও ১৬। কোচ দ্রাবিড়ের খাতায় নিশ্চয়ই উঠেছে বিষয়টি। চিন্তা থাকছে ব্যাটিং অর্ডার নিয়েও। কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup) সফলতম ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) দিয়ে ওপেনিং করিয়েছিলেন দ্রাবিড়। কাজে আসে নি সেই পরিকল্পনা।
Read More: T20 World Cup: ভাগ্যের চাকা ঘুরছে শুভমান গিলের, পাকিস্তানের বিরুদ্ধে পাচ্ছেন মাঠে নামার সুযোগ !!
ওপেনিং-এ সাবলীল দেখায় নি কোহলি’কে-
আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সিতে ফাফ দু প্লেসির (Faf du Plessis) সাথে ওপেন করে সাফল্য পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্যসমাপ্ত আইপিএলে ১৫ ম্যাচে প্রায় ৬১.৭৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪১ রান। দ্বিতীয়বার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতেছেন তিনি। প্রথম ভারতীয় ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার আইপিএলের এক মরসুমে ৭০০ বার তার বেশী রান করার নজিরও গড়েছেন কোহলি (Virat Kohli)। তাঁর আইপিএল ফর্মের কথা মাথায় রেখেই সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্করের মত একঝাঁক ক্রিকেট বিশেষজ্ঞ টি-২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে বিরাট কোহলিকে দেখতে চেয়েছিলেন। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং-এ নামিয়েছিলেন বিরাটকে। কিন্তু ব্যুমেরাং হয়ে ফিরেছেন সেই স্ট্র্যাটেজি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কের বাইশ গজে কোহলির (Virat Kohli) ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি যেন বেরোতে পারেন নি আইপিএলের ঘোর থেকে। ভারতের ব্যাটিং সহায়ক পিচে যেমন প্রথম থেকেই চালিয়ে খেলা যায় ঠিক তেমনটাই তিনি চেষ্টা করেছিলেন গতকালও। আন্তর্জাতিক আঙিনাতে ইম্প্যাক্ট প্লেয়ারের মত নিয়ম যে নেই, বাড়তি একজন ব্যাটার যে খেলানো যায় না তা সম্ভবত ভুলেই গিয়েছিলেন তিনি। নতুন পিচ, যেখানে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেন নি তিনি, সেখানে খানিক সময় নিয়ে সড়গড় হয়ে বড় শট মারার পথ থেকে বিরাট (Virat Kohli) কেন সরে এলেন তা বুঝতে পারছেন না অনেকেই। তবে দ্রুত যদি নিজেকে শুধরে না নেন তাহলে আগামীতে ভারতের কপালে যে দুঃখ রয়েছে তা গতকাল তাঁর ১ রানের ইনিংসটি থেকেই দিনের আলোর মত পরিষ্কার।