কপাল পুড়লো কে এল রাহুলের, অধরাই থাকছে অধিনায়ক হওয়ার স্বপ্ন !! 1

Team India: এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ড্রেসিংরুমে এখন শুরু হতে চলেছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জমানা। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন প্রাক্তন ওপেনার। তিনিই যে হতে পারেন দ্রাবিড়ের উত্তরসূরি, সেই জল্পনা ছিলোই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে তাঁর কাজ নজর কেড়েছিলো। ফাইনালের দিন গম্ভীরের সাথে আলাদা করে কথা বলতেও দেখা গিয়েছিলো বোর্ড সচিব জয় শাহ’কে। অনেকেই মনে করেছিলেন যে টি-২০ বিশ্বকাপের মাঝপথেই কোচ হিসেবে ঘোষণা করা হবে তাঁর নাম। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করতে চায় নি বিসিসিআই। ক্রিকেট উপদেষ্টা কমিটির পরামর্শ মেনে জুলাই মাসের শুরুতে গম্ভীরের নিয়োগে সিলমোহর দেয় তারা।

Read More: গম্ভীরের সাথে সংঘাতে BCCI ছাড়ছেন জয় শাহ, সচিব পদে ইস্তফা দেবেন শীঘ্রই !!

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম পরীক্ষা গম্ভীরের-

Gautam Gambhir and Jay Shah | Team India | Jay Shah
Gautam Gambhir and Jay Shah | Image: Getty Images

মনে করা হয়েছিলো যে জুলাইয়ের গোড়াতে জিম্বাবুয়ে সফরেই নতুন কোচের প্রশিক্ষনে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু বিসিসিআই নাম ঘোষণা করতে দেরী করায় তা আর সম্ভব হয় নি। তরুণ তুর্কিতে ঠাসা ভারতীয় দলকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ে উড়ে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির শীর্ষপদে থাকা লক্ষ্মণ এর আগেও বিভিন্ন সিরিজে কার্যনির্বাহী প্রশিক্ষকের দায়িত্ব সামলেছেন। ৯ জুলাই কোচ পদে ঘোষিত হয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা সিরিজে তাঁকে প্রথম দেখা যাবে ভারতীয় দলের ডাগ-আউটে। পড়শি দেশের মাটিতে ২৭, ২৮ ও ৩০ জুলাই তিনটি টি-২০ খেলবে ভারত। তারপর ২, ৪ ও ৭ অগস্ট রয়েছে তিনটি একদিনের ম্যাচ। কাদের উপর আস্থা রাখেন ‘গুরু’ গম্ভীর, তা নিয়ে রয়েছে কৌতূহল।

অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিলো রাহুলের-

KL Rahul | Team India | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

সামনের কয়েক মাসে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। শ্রীলঙ্কা সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ খেলার কথা তাদের। তারপর রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। বছরের শেষের দিকে ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) অপেক্ষা করে রয়েছে তাদের জন্য। এই ম্যাচগুলির কথা মাথায় রেখে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সফরে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) বা জসপ্রীত বুমরাহ’র মত সিনিয়র তারকাদের না পাঠানোর ভাবনা ছিলো বোর্ডের অন্দরে। রোহিত-বিরাটরা এমনিই অবসর নিয়েছেন টি-২০ থেকে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতেও তাঁদের বিশ্রাম দেওয়ারই ভাবনা ছিলো বিসিসিআই-এর। রোহিতের অবর্তমানে অধিনায়ক হিসেবে হার্দিক নয়, বরং কে এল রাহুলকে (KL Rahul) বেছে নেওয়া হতে পারে বলে ছড়িয়েছিলো গুঞ্জন।

গম্ভীরের নির্দেশে মাঠে ফিরছেন রোহিত-

Rohit Sharma and Gautam Gambhir | Image: Twitter
Rohit Sharma and Gautam Gambhir | Image: Twitter

রোটেশন পলিসি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইত্যাদি শব্দবন্ধ বিশেষ পছন্দ নয় নয়া কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) । এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন যে চোট পেলে তা সারিয়ে মাঠে ফেরার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে, কিন্তু ফিট থাকলে দলের প্রয়োজনে তিন ফর্ম্যাটেই খেলতে হবে ক্রিকেটারদের। জাতীয় দলের কোচ হওয়ার পর এই নীতিই তিনি বাস্তবায়িত করতে চলেছেন। শোনা গিয়েছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) ওডিআই স্কোয়াডে তিনি চাইছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহদের।

কোহলি এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। পুত্র অকায়ের জন্মের পর সেখানেই রয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি আদৌ মাঠে ফিরতে প্রস্তুত কিনা তা নিয়ে কোনো খবর মেলে নি। টি-২০ বিশ্বকাপের পর পরিবারের সাথে সময় কাটাতে চাইছেন তিনি। জসপ্রীত বুমরাহ’ও কবে মাঠে ফিরবেন সে নিয়ে কোনো নিশ্চয়তা নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে এখনও রয়েছে প্রশ্নচিহ্ন। তবে রোহিতের তরফ থেকে নাকি বার্তা এসেছে যে শ্রীলঙ্কা যেতে প্রস্তুত রয়েছেন তিনি। রোহিত (Rohit Sharma) খেললে নেতার দায়িত্ব সামলাবেন তিনিই। সেক্ষেত্রে হয়ত সহ-অধিনায়ক হয়েই সন্তুষ্ট থাকতে হবে রাহুলকে (KL Rahul)।

Also Read: গম্ভীরের বায়নাক্কা শুনতে রাজী নয় বোর্ড, কড়া হাতে কোচ’কে ‘শাসন’ জয় শাহদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *