ipl-shami-on-gill-getting-gt-captaincy

IPL 2024: শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL)। গত শুক্রবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। টুর্নামেন্টের তৃতীয় দিনে মরসুম শুরু করছে গুজরাত টাইটান্স (GT)। প্রথম ম্যাচে ২০২২ সালের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গুজরাত বনাম মুম্বই দ্বৈরথের বাড়তি মাহাত্ম্য রয়েছে এই বছর। গত ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন লিস্ট প্রকাশের কথা ছিলো দশ ফ্র্যাঞ্চাইজির। গুজরাত যে রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো সেখানে নাম ছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ২০২৪ মরসুমে তাঁরই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা ছিলো। কিন্তু ট্রেডিং উইন্ডো ব্যবহার করে শেষ মুহূর্তে হার্দিককে ছিনিয়ে নিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে যে প্রায় ১৫ কোটি টাকার ক্যাশ-অনলি চুক্তিতে মুম্বই দলে নিয়েছে হার্দিককে।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই ২০১৫ সালে পথচলা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাত মরসুম দলের সাথে থাকার পর ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন। পেয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব। প্রথম বছর দলকে চ্যাম্পিয়ন করেছেন, দ্বিতীয় বছরেও নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তারপর ফের ফিরলেন মুম্বইতেই (MI)। হার্দিকের প্রত্যাবর্তনে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বিস্তর রদবদল চোখে পড়েছে। মুকেশ আম্বানির দল রোহিত শর্মা’কে সরিয়ে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে হার্দিকের হাতে। তা নিয়ে অখুশি মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের একাংশ। তারা প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শেষ মুহূর্তে হার্দিক (Hardik Pandya) দল ছাড়ায় সমস্যার সম্মুখীন হয়েছিলো গুজরাত’ও। নতুন নেতার খোঁজ করতে হয়েছিলো কোচ আশিষ নেহরা, মেন্টর গ্যারি কার্স্টেনদের। রশিদ খান, কেন উইলিয়ামসন’রা ছিলেন দৌড়ে। শেষমেশ ভারতীয় তরুণ তুর্কি শুভমান গিল’কে (Shubman Gill)  নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে তারা।

Read More: IPL 2024: জয়পুরের মাঠে ক্যামেরা বিভ্রাট, বেশ কিছুক্ষণ স্তব্ধ রইলো রাজস্থান বনাম লক্ষ্ণৌ দ্বৈরথ !!

শুভমানের নেতৃত্বলাভ নিয়ে মন্তব্য শামি’র-

Mohammed Shami | IPL 2024 | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

আজ অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শুভমান গিল’ও (Shubman Gill)। প্রথমবার গুজরাত ডাগ-আউট থেকে অধিনায়ক হিসেবে টস করতে মাঠে নামবেন তিনি। এর আগে ব্যাট হাতে নিজের প্রতিভার স্বাক্ষর বারবার রেখেছেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। আইপিএলেও (IPL) অসামান্য মরসুম কাটিয়েছিলেন তিনি। করেছিলেন ১৭ ম্যাচে ৮৯০ রান। কমলা টুপির মালিক হয়েছিলেন। একই সাথে টুর্নামেন্টের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড’ও গড়ে ফেলেছিলেন। তাঁর সামনে এখন কেবল বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে যেভাবে দ্রুতগতিতে একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছেন তিনি, তাতে আগামীতে তাঁকে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

ব্যাটার শুভমান’কে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু অধিনায়ক শুভমান কেমন পারফর্ম করেন তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছে না ক্রিকেটজনতা। অগ্নিপরীক্ষায় নামার আগে তরুণ সতীর্থের পাশেই দাঁড়ালেন মহম্মদ শামি (Mohammed Shami)। এই মরসুমে চোটের জন্য আইপিএল খেলতে না পারলেও তাঁর নজর যে শুভমানের উপর থাকবে তা ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকার থেকেই স্পষ্ট। শামি জানিয়েছেন, “বেশ তাড়াতাড়িই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে ও (শুভমান)। ও এটা আশা করে নি। আমারও সেটা মনে হয়। কিন্তু এক না এক দিন তো দায়িত্ব নিতেই হবে। তুমি বিগত মরসুম গুলোতে ভালো পারফর্ম করেছো। আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো খেলেছো।” শুভমানকে টিপস’ও দিয়েছেন শামি। জানিয়েছেন, “বেশী চাপ নিও না। চিন্তামুক্ত থাক, ধৈর্য্যশীল হও। যত শান্ত থাকবে, তত সুবিধা হবে। এখন দায়িত্ব তোমারই কাঁধে, না বলতে পারবে না।”

IPL 2024-এ গুজরাত টাইটান্স স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, স্পেন্সার জনসন, কার্তিক ত্যাগী, জশুয়া লিটল, অভিনব মনোহর, ডেভিড মিলার, সুশান্ত মিশ্র, দর্শন নলকাণ্ডে, নূর আহমেদ, রশিদ খান, ঋদ্ধিমান সাহা, সাই কিশোর, সাই সুদর্শণ, শাহরুখ খান, বিজয় শঙ্কর, বি আর শরথ, কেন উইলিয়ামসন, উমেশ যাদব, মোহিত শর্মা, মানব সুতার, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, জয়ন্ত যাদব, সন্দীপ ওয়ারিয়র।

*মহম্মদ শামি ও রবিন মিঞ্জ চোটের কারণে বাইরে রয়েছেন।

Also Read: IPL 2024: রানের রংমশাল সঞ্জু স্যামসনের ব্যাটে, লক্ষ্ণৌ’কে ১৯৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *