ipl-2024-rr-innings-report-vs-lsg

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের প্রথম ‘সুপার সান ডে’ আজ। রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। গতবার রাজস্থানের ঘরের মাঠে তাদের হারিয়ে দিয়েছিলো লক্ষ্ণৌ। সেই পরাজয়ের প্রতিশোধের সংকল্প নিয়েই আজ মাঠে নেমেছেন সঞ্জু স্যামসন’রা। অন্যদিকে মরসুমের প্রথম ম্যাচে জয় ‘পাখির চোখ’ সুপারজায়ান্টসদেরও। টসের মুদ্রা আজ পড়েছিলো হোম টিমের পক্ষেই। জয়পুরের মাঠের পরিসংখ্যান বলছে রান তাড়া করে জয়ের সংখ্যাই এখানে বেশী। তা সত্ত্বেও প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্তই আজ নিয়েছেন রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন।

খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেলো বিপত্তি। স্পাইডারক্যামের তার ছেঁড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিলো ম্যাচ। পুনরায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আঘাত হানে লক্ষ্ণৌ। দ্রুত দুই ওপেনারকে খুইয়ে বসেছিলো রাজস্থান রয়্যালস। এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেলো রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন’কে। অনবদ্য অর্ধশতক করেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর সঙ্গে ব্যাট হাতে ঝলসে উঠতে দেখা গেলো রিয়ান পরাগ, ধ্রুব জুড়েলদের মত তরুণ ভারতীয় তারকাদেরও। নবীন-উল-হক, মহসীন খান, রবি বিষ্ণোইদের সামলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুললো রাজস্থান।

Read More: IPL 2024: কেএল রাহুলকে সমর্থন করতে স্টেডিয়ামে হাজির আথিয়া শেঠি, ক্যামেরা ফোকাস করতেই করলেন এই কাজ !!

ব্যর্থ বাটলার, রান পেলেন না যশস্বী’ও-

Lucknow Supergiants | IPL 2024 | Image: Getty Images
Lucknow Supergiants | IPL 2024 | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটির দিকে নজর ছিলো সকলের। ইংল্যান্ডের জস বাটলার কুড়ি-বিশের ক্রিকেটে বিশ্বের সেরাদের একজন। অন্যদিকে ভারতীয় তরুণ যশস্বী জয়সওয়াল’ও গত এক-দেড় বছরে জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়। গত আইপিএলে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন। সম্প্রতি ভারতের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অনবদ্য খেলেছেন। করেছেন জোড়া দ্বিশতরান। তাঁদের থেকে বড় রানের আশা ছিলো রাজস্থান সমর্থকদের। সেই আশা অবশ্য পূরণ হলো না আজ। বাটলার ও যশস্বী-ব্যর্থ হলেন দুজনেই। প্রথমে আউট হন ইংল্যান্ড তারকা। আফগানিস্তানের নবীন-উল-হকের বলে ক্যাচ তুলে দেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুলের হাতে। করেন ৯ বলে ১১ রান।

৩১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো রাজস্থান। এরপর ঝোড়ো ইনিংসের ইঙ্গিত মিলেছিলো যশস্বী জয়সওয়ালের ব্যাটে। কিন্তু স্বভাবসিদ্ধ লম্বা ইনিংস পাওয়া গেলো না তাঁর থেকেও। মহসীন খানের বলে যশস্বী ধরা পড়লেন ক্রুণাল পাণ্ডিয়ার হাতে। মহসীন খান’কে পুল শটে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন বছর ২২-এর যশস্বী। কিন্তু বলের লেন্থ আন্দাজ করতে পারেন নি তিনি। শটে নিয়ন্ত্রণ না থাকায় মিড উইকেটের উপর দিয়ে উড়ে যাওয়ার বদলে তা মিড অনে দাঁড়ানো ক্রুণাল পাণ্ডিয়ার হাতে জমা পড়ে। ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ রান করে উইকেট খোয়ান যশস্বী। পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ায় চাপ বেড়েছিলো রাজস্থানের উপর।

অধিনায়কোচিত ইনিংস সঞ্জু’র, সঙ্গী রিয়ান-

Sanju Samson and Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Sanju Samson and Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

আইপিএল মিটলেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সম্ভাব্য তালিকায় নাম রয়েছে সঞ্জু স্যামসনের। কেরলের ক্রিকেটারের ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে জায়গা পাওয়া অনেকটাই নির্ভর করছে চলতি আইপিএলে তাঁর পারফর্ম্যান্সের উপর। আজকের পরীক্ষায় অবশ্য লেটার মার্কস নিয়ে পাস করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এরপর দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। অনবদ্য ক্রিকেট খেলতে দেখা গেলো তাঁকে। প্রতিপক্ষ বোলারদের চাপ সৃষ্টি করার সুযোগই দিলেন না রাজস্থান অধিনায়ক। সুপারজায়ান্টসদের অন্যতম বোলিং অস্ত্র রবি বিষ্ণোইকে একই ওভারে মারলেন দুটি ছক্কা। শেষমেশ ৩ চার ও ৬ ছক্কার সাহায্যে ৮২ *রানের দুর্দান্ত ইনিংস দল’কে উপহার দেন তিনি।

আজকের অনবদ্য ইনিংসের সাথে সাথে রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে ফেললেন সঞ্জু। টানা পাঁচ বছর মরসুমের প্রথম ম্যাচে অর্ধশতক বা তাঁর বেশী রান করার নজির গড়লেন তিনি। অধিনায়ক সঞ্জুর সাথে রাজস্থান ইনিংসের স্থপতি আজ রিয়ান পরাগ’ও। অসমের ক্রিকেটারের সুযোগ পাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গত কয়েক মরসুমে। লাগাতার ব্যর্থ হয়ে বহু কটাক্ষের মুখে পড়তে হয়েছে রিয়ান’কে। কিন্তু আজ তিনি বোঝালেন যে বড় মঞ্চের জন্য প্রস্তুত তিনি। ২৯ বলে ১টি চার, ৩টি ছক্কা ও প্রায় ১৪৯ স্ট্রাইক রেটে ৪৩ রান করে যান তিনি। নবীনের দ্বিতীয় শিকার হয়ে রিয়ান ফেরার পর মাঠে নেমেছিলেন শিমরণ হেটমায়ার। ৭ বলে ৫-এর বেশী করতে পারেন নি। সঞ্জুর সাথে জুটি গড়ে দল’কে ১৯৩ অবধি পৌঁছে দিলেন ধ্রুব জুড়েল। ১২ বলে …২০ করে অপরাজিত থাকেন তিনি।

Also Read: IPL 2024: জয়পুরের মাঠে ক্যামেরা বিভ্রাট, বেশ কিছুক্ষণ স্তব্ধ রইলো রাজস্থান বনাম লক্ষ্ণৌ দ্বৈরথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *