ipl-camera-issue-halts-rr-vs-lsg-match

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের প্রথম রবিবার আজ। রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। গত মরসুমে শুরুটা ভালো করলেও টুর্নামেন্ট যত এগিয়েছিলো ততই নীচের দিকে নেমেছিলো রাজস্থানের পারফর্ম্যান্সের গ্রাফ। সেই ভুলত্রুটি শুধরে নেওয়ার সংকল্প নিয়েই আজ মাঠে নেমেছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মরসুমও কেটেছিলো চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে। প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও তারা ছিটকে গিয়েছিলো প্রথম এলিমিনেটর ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজিত হয়ে। কেবল শেষ চার নয়, ট্রফি অবধি বাকি পথটুকুও এবার অতিক্রম করতে বদ্ধপরিকর কে এল রাহুল’রা।

Read More: IPL 2024: “শেষ দুই বছরের ব্যর্থতা ঘোচাতে এই ছকেই…”, ম্যাচের সেরা হয়ে ইডেনে বড় রহস্য ফাঁস করলেন আন্দ্রে রাসেল !!

আজকের ম্যাচের টসের মুদ্রা পড়েছিলো ‘হোম টিম’ রাজস্থান রয়্যালসের পক্ষে। সোয়াই মানসিংহ স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে রান তাড়া করে জয়ের সংখ্যাই এখানে বেশী। তবুও প্রথমে ব্যাটিং-ই বেছে নিয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনার হিসেবে গোলাপি জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। প্রথম ওভারে মহসীন খানের হাতে বল তুলে দিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের শুরুতেই দেখা গেলো বিপত্তি। ওভারের দুটি ডেলিভারির পরেই বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো খেলা। নেপথ্যে যান্ত্রিক গোলোযোগ। আধুনিক ক্রিকেটে প্রায় প্রতিটি খেলাতেই ব্যবহৃত হয় স্পাইডারক্যাম বা ফ্লাইং ফক্স। এই বিশেষ ক্যামেরার মাধ্যমে এরিয়াল ভিউ বা উপর থেকে ম্যাচের ভিডিও তোলা সম্ভব হয়। এই স্পাইডারক্যামের একটি তার ছিঁড়েই সৃষ্টি হলো বিভ্রাট।

ক্যামেরার তার ছেঁড়ায় বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত। সৌরভাগ্যক্রমে এড়ানো গিয়েছে তা। যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে দেখা গেলো কর্মীদের। কিছুক্ষণের মধ্যে ম্যাচ আবার শুরু করা গেলেও এই ঘটনায় আইপিএলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গেলো নিঃসন্দেহে। খেলা পুনরায় শুরু হওয়ার পর রান বাড়ানোর দিকে মন দিয়েছিলেন রাজস্থানের দুই ওপেনার। কিন্তু জুটি দীর্ঘায়িত হলো না তাঁদের। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান জস বাটলার। ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার নবীন-উল-হকের বলে ধরা পড়েন কে এল রাহুলের হাতে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। টেস্টের ধারাবাহিকতা টি-২০তে ধরে রাখার প্রয়াস ছিলো তাঁরও। কিন্তু ১১ বলে ১৮ রান করে ফিরেছেন তিনিও। প্রতিবেদন লেখার সময় অবধি রাজস্থানের স্কোর ৫৪/২। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024, GT vs MI, Match-05: ক্যাপ্টেন হার্দিকের অধীনে নতুন অধ্যায় শুরু মুম্বই ইন্ডিয়ান্সের, গুজরাতের বিরুদ্ধে বাজিমাত করতে পারেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *