ipl-2024-match-05-mi-probable-xi-vs-gt
Mumbai Indians

IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের প্রথম ‘সুপার সান ডে’র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স (GT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দুই দলই দাঁড়িয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। টাইটান্স অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নামতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে মুম্বই শিবিরেও। রোহিত শর্মা নয়, অধিনায়ক হিসেবে টস করতে মাঠে নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে একটা সময় গুজরাত টাইটান্সেই নাম লিখিয়েছিলেন হার্দিক। প্রথমবার হাতে পেয়েছিলেন নেতৃত্বের ব্যাটন। মুম্বই অধিনায়ক হিসেবে সেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই অভিষেক হতে চলেছে তাঁর। প্রাক্তন নেতাকে কিভাবে স্বাগত জানায় আহমেদাবাদের ক্রিকেটজনতা, সকলের নজর থাকবে সেইদিকে।

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে মরসুমের প্রথম ম্যাচে ওপেনিং-এ দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষণকে। নেতৃত্ব হারানোর পর নিজেকে প্রমাণের তাগিদ থাকবে হিটম্যানের। অন্যদিকে সাম্প্রতিক বিতর্কের পর মাঠে ফিরে রানের সন্ধানে থাকবেন ঈশান’ও। চোটের কারণে নেই সূর্যকুমার। তিনে তাঁর জায়গায় খেলতে পারেন তিলক বর্মা (Tilak Varma)। চার নম্বরে নেহাল ওয়াধেরার উপর আস্থা রাখতে পারে দল। পাঁচ নম্বরে মুম্বইয়ের বাজি হতে পারেন অজি অলরাউন্ডার টিম ডেভিড (Tim David)। গুজরাতের হয়ে টপ-অর্ডারে খেললেও মুম্বইতে নিজের পুরনো পজিশন অর্থাৎ ছয়ে ফিরতে পারেন হার্দিক (Hardik Pandya)। আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকেও দেখা যেতে পারে একাদশে। তাঁর সাথে স্পিন বিভাগে থাকতে পারেন পীয়ূষ চাওলা। পেস বিভাগে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড ক্যুৎসি’র সাথে থাকতে পারেন ভারতের জসপ্রীত বুমরাহ ও শ্রীলঙ্কার নুয়ান তুষারা।

Read More: IPL 2024, RR vs LSG, Match-04: লক্ষ্ণৌর বিরুদ্ধে জয়ের সন্ধানে রাজস্থান, এই দুরন্ত ক্রিকেটারকে একাদশে সামিল করতে চলেছেন সঞ্জু স্যামসন’রা !!

IPL ম্যাচের সময়সূচী-

গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং ০৫

তারিখ ২৪/০৩/২০২৩

ভেন্যু নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময় সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Narendra Modi Stadium, Ahmedabad | IPL 2024 | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঁচটি কালো মাটির পিচ রয়েছে এবং ছয়টি লাল মাটির পিচ রয়েছে। কৃষ্ণমৃত্তিকার পিচগুলি সাধারণত পেসারদের সহায়তা দিয়ে থাকে। বাউন্স আদায় করে নিতে সুবিধা হয় বোলারদের। অন্যদিকে লাল মাটির পিচ সাধারণত স্পিনার সহায়ক হয়ে থাকে। তবে এই মাঠে নিয়মিত রান উঠতে দেখা গিয়েছে। আহমেদাবাদে ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৪টি খেলায় প্রথমে ব্যাট করে জয় এসেছে। অন্যদিকে ৩টি খেলায় জয় এসেছে রান তাড়া করে। পক্ষান্তরে এই মাঠে আইপিএলের ২৭টি ম্যাচ আয়োজিত হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ১৩। বাকি ১৪টিতে জয় এসেছে রান তাড়া করে।

আহমেদাবাদে আইপিএলের আসরে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে গুজরাত টাইটান্সের। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছিলো তারা। সবচেয়ে কম রান তোলার নজির রয়েছে রাজস্থান রয়্যালসের। ২০১৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ১০২ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর থাকে ১৭২-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা দাঁড়ায় ১৫৬-তে। যেহেতু সন্ধ্যেবেলা ম্যাচ, সেহেতু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে শিশির। সেক্ষেত্রে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন টসজয়ী অধিনায়ক।

Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Ahmedabad Weather Forecast | IPL 2024 | Image: Twitter
Ahmedabad Weather Forecast | Image: Twitter

রবিবার অর্থাৎ ম্যাচের দিন আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ২৯ শতাংশের আশেপাশে। ম্যাচের সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকলেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার আহমেদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ নেই।

Live Streaming Details-

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-

Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images
Mumbai Indians | Image: Getty Images

ওপেনার- রোহিত শর্মা, ঈশান কিষণ

মিডল অর্ডার- তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া

ফিনিশার- মহম্মদ নবি

বোলার- জেরাল্ড ক্যুৎসি, নুয়ান তুষারা, জসপ্রীত বুমরাহ, পীয়ূষ চাওলা

উইকেটরক্ষক- ঈশান কিষণ

GT-র বিরুদ্ধে MI-এর সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড ✈, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মহম্মদ নবি ✈, জেরাল্ড ক্যুৎসি ✈, নুয়ান তুষারা ✈, জসপ্রীত বুমরাহ, পীয়ূষ চাওলা।

*✈- বিদেশী ক্রিকেটার।

Also Read: IPL 2024, GT vs MI, Match 05 Preview: আইপিএলের মেগা ম্যাচে মুখোমুখি গুজরাট-মুম্বাই, জয় তুলতে ছকছে এই ইন্দ্রজাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *