ipl-pbks-vs-srh-nitish-reddy-wins-potm

IPL 2024: উপ্পলের মাঠে দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংস-কে হারিয়েছিলো সানরাইজার্স। অ্যাওয়ে ম্যাচেও সেই জয়ের ধারা অব্যাহত রাখলো তারা। আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ রানের ব্যবধানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো প্যাট কামিন্সের দল। আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় পঞ্চম স্থান ধরে রাখলো হায়দ্রাবাদ।  টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর দল রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি গেলেও লক্ষ্যমাত্রা আর স্পর্শ করতে পারলো না। আহমেদাবাদে গুজরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিলো প্রীতি জিন্টার দল। কিন্তু আজ খালি হাতেই ফিরতে হলো তাদের।

Read More: IPL 2024: শশাঙ্ক-আশুতোষের লড়াই সত্ত্বেও হারলো পাঞ্জাব, ২ রানের ব্যবধানে শেষ হাসি সানরাইজার্সের !!

ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা’র ওপেনিং জুটি দীর্ঘস্থায়ী হয় নি আজ। শুরুতেই ফেরেন দুজনেই। এরপর শূন্য করে আউট হন এইডেন মার্করাম’ও। সানরাইজার্স ব্যাটিং-এর অন্যতম ভরসা হেনরিখ ক্লাসেন’ও আজ ৯ রানেই আটকে রইলেন। রাহুল ত্রিপাঠীর সংগ্রহ মাত্র ১১। ব্যাট হাতে ‘অরেঞ্জ আর্মি’র ঢাল হয়ে ওঠেন তরুণ নীতিশ কুমার রেড্ডি। বছর ২০-র তরুণ ধুন্ধুমার ব্যাটিং করেন আজ। রাবাডা-আর্শদীপদের বিরুদ্ধে দাপট দেখিয়ে করেন ৩৭ বলে ৬৪ রান। দলকে ১৮২ অবধি পৌঁছতে মুখ্য ভূমিকা ছিলো তাঁরই। রান তাড়া করতে নামা পাঞ্জাব আটকে যায় ১৮০-তে। বল হাতেও একটি উইকেট নেন নীতিশ। দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম্যান্সের পর নীতিশকেই ম্যাচের সেরা বেছে নেন বিশেষজ্ঞরা।

এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলছেন নীতিশ। এর মধ্যেই নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠা করতে পেরে খুশি তিনি। ২০ বর্ষীয় তরুণ খেলা শেষে জানান, “আমার কাছে এটা দলের জয়ে একটা বড় অবদান রাখতে পারার মত। আমি নিজেকেই বলছিলাম যে আমার নিজের উপর বিশ্বাস রাখা উচিৎ।” প্রতিপক্ষকে সমীহ করে বলেন, “সিমাররা বেশ ভালো বোলিং করছিলো। আমি চাইনি ওদের আক্রমণের পথে যেতে। আমি জানতাম স্পিনাররা আসবে বোলিং করতে, ওদেরই আক্রমণ ক্রতে চেয়েছিলাম। সেটাই করেছি।” প্রতিপক্ষের স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি। বলেন, “ওরা গোটা টুর্নামেন্টেই স্লোয়ার বাউন্সার ব্যবহার করছে। আমি মাঠের পরিধিকেও কাজে লাগিয়েছি।” এমনই পারফর্ম করে যেতে চান, সাক্ষাৎকার শেষে বলেন নীতিশ।

Also Read: IPL 2024: “ব্যাট-বলের জমজমাট লড়াই…” দুর্দান্ত অর্ধশতকে নেটদুনিয়ার মন জিতলেন নীতিশ রেড্ডি, প্রশংসিত আর্শদীপ’ও !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *