IPL 2024: “ব্যাট-বলের জমজমাট লড়াই…” দুর্দান্ত অর্ধশতকে নেটদুনিয়ার মন জিতলেন নীতিশ রেড্ডি, প্রশংসিত আর্শদীপ’ও !! 1

IPL 2024: মুল্লানপুরের নবনির্মিত মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নেমেছে পাঞ্জাব কিংস। পরপর কয়েকটি ম্যাচে হারের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চমকপ্রদ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে তাদের। অন্যদিকে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী সানরাইজার্স’ও। দুই শিবিরের দ্বৈরথ আজ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে ক্রিকেটজনতা। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ম্যাচের প্রথম ২০ ওভারের পর আপাতত ভারসাম্যেই রয়েছে দাঁড়িপাল্লা। কারা এগিয়ে, কারাই বা পিছিয়ে তা নির্ধারণ করতে পারছেন না নেটজনতা।

ইনিংসের শুরুতে আজ ২১ রান করে আউট হন ট্র্যাভিস হেড। বেশীদূর এগোতে পারেন নি অভিষেক শর্মা’ও। তিনি করেন ১১ বলে ২১ রান। ‘পাঞ্জাবের ভূমিপুত্র পাঞ্জাবের বিরুদ্ধেই রান পেলেন না’ তরুণ তুর্কি ব্যর্থ হওয়ায় হতাশা বাসা বেঁধেছে সানরাইজার্স সমর্থকদের মধ্যে। সফল হন নি এইডেন মার্করাম’ও। গত ম্যাচের অর্ধশতকের পর আজ তাঁর ঝুলিতে শূন্য। ‘ধারাবাহিকতার অভাবই মার্করামের সবচেয়ে নেতিবাচক দিক’ লিখেছেন এক নেটনাগরিক। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত হেনরিখ ক্লাসেন’ও আজ ফিরেছেন কেবল ১৬ রান করে। ‘আরও বেশী কিছু আশা করেছিলাম’ সখেদে অভিযোগ জানিয়েছেন এক ‘অরেঞ্জ আর্মি’ অনুরাগী। দলে ফিরলেও ব্যর্থ রাহুল ত্রিপাঠীও। করেন ১১।

Read More: IPL 2024: চিপক জনতার সাথে মস্করা জাদেজা’র, ধোনিকে দেখেই হতাশা বদলে গেলো উচ্ছ্বাসে !!

নেটিজেনদের নজর কাড়লেন নীতিশ-আর্শদীপ-

Nitish Kumar Reddy | IPL 2024 | Image: Getty Images
Nitish Kumar Reddy | IPL 2024 | Image: Getty Images

টপ-অর্ডার ভরসা না দিলেও সানরাইজার্স জার্সিতে আজ উজ্জ্বল তরুণ তুর্কি নীতিশ কুমার রেড্ডি। আগের ম্যাচেই নিজের বড় শট মারার দক্ষতা দেখিয়েছিলেন। আজও দুরন্ত খেললেন তিনি। তাঁর ৩৭ বলে ৬৪ রানের ইনিংসই হায়দ্রাবাদের ইনিংসের ভিত গড়ে দেয়। ‘এটাই আইপিএলের মাহাত্ম্য। প্রতি ম্যাচেই একজন করে নতুন তারা জন্ম নেয়।‘ নীতিশের সাফল্য নিয়ে লিখেছেন এক উচ্ছ্বসিত নেটনাগরিক। যোগ্য সঙ্গত করেন আব্দুল সামাদ’ও। তিনি ১২ বলে করেন ২৫ রান। ‘প্রয়োজনের সময় তরুণরাই পথ দেখালো’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সানরাইজার্স অফিসিয়াল অ্যাকাউন্ট। শেষলগ্নে ৭ বলে ১৪ করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রানে থামে হায়দ্রাবাদ।

পাঞ্জাবের হয়ে বল হাতে চমক দিলেন আর্শদীপ সিং। বাম হাতি পেসার আজ মাত্র ২৯ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। ‘টি-২০ বিশ্বকাপের আগে জ্বলে উঠেছেন আর্শদীপ’ মন্তব্য এক নেটিজেনের। ‘এমন খেলতে থাকলে টি-২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত,’ মন্তব্য আরও একজনের। ‘অবশেষে ও ফর্মে ফিরলো’ পাঞ্জাবের তরুণ ফাস্ট বোলারকে শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে। ২ উইকেট নিলেও ৪১ রান খরচ করেছেন স্যাম কারান। ‘এত রান খরচ করাই না শেষে কাল হয়ে দাঁড়ায়’ আশঙ্কার খবর শুনিয়েছেন এক নেটনাগরিক। ২ উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল’ও। তাঁর গত কয়েকটি পারফর্ম্যান্সের থেকে আজ উন্নতি হয়েছে বলে মত সোশ্যাল মিডিয়ার।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024, RR vs GT, Match-24: জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর গুজরাত টাইটান্স, রাজস্থানের জয়রথ থামাতে ব্রহ্মাস্ত্র হতে পারেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *