IPL 2024: চিপক জনতার সাথে মস্করা জাদেজা’র, ধোনিকে দেখেই হতাশা বদলে গেলো উচ্ছ্বাসে !! 1

IPL 2024: ঘরের মাঠে অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস (CSK)। গতকাল আইপিএলের (IPL) ময়দানে কলকাতা নাইট রাইডার্সকে ধরাশায়ী করলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। টানা তিনটি হোম ম্যাচে জিতলো তারা চলতি মরসুমে। এই বছর মেন্টর হিসেবে গৌতম গম্ভীর ফেরার পর প্রথম তিন ম্যাচে অপরাজিত ছিলো নাইট রাইডার্স (KKR)। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু ও দিল্লীর বিরুদ্ধে পরপর দুটি জয় ছিনিয়ে নিয়েছিলো তারা। কিন্তু বেগুনি-সোনালী শিবিরের অশ্বমেধের ঘোড়ার লাগাম টেনে ধরলো চেন্নাই (CSK)। চিপকের বাইশ গজে মন্থর ডেলিভারির উপর আস্থা রেখেই নাইটদের পরাজিত করলেন মুস্তাফিজুর, জাদেজা, তুষার দেশপাণ্ডেরা।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো চেন্নাই। ব্যাট হাতে আগাগোড়া চাপে রইলো কলকাতা। ফিল সল্ট, সুনীল নারাইন, অঙ্গকৃষ রঘুবংশী-রান পান নি কেউই। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৪ করলেও খরচ করেন ৩২ বল। লোয়ার অর্ডারে ফিনিশিং-এর দায়িত্ব যাঁদের উপর থাকে সেই রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল’ও (Andre Russell) ঝড় তুলতে অক্ষম হন গতকাল। শেষমেশ ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে থাকে কলকাতা (KKR)। রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ৫৮* রানের ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। রচিন রবীন্দ্র জলদি আউট হলেও ড্যারিল মিচেল (২৫) ও শিবম দুবে (২৮) দলের জয়কে ত্বরান্বিত করেন। ১ রানে অপরাজিত থাকেন ধোনি’ও। তিন উইকেট নিয়ে গতকালের ম্যাচের সেরা নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মাঠে তাঁকে দেখা গেলো দর্শকদের সাথে খুনসুটিতে মাততে।

Read More: IPL 2024: “এরা কী করে টানা তিনটে ম্যাচ জিতলো…” চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের আত্মসমর্পণ দেখে ট্রোলের মেজাজে নেটজনতা !!

দর্শকদের সাথে ‘মজা’ করলেন জাদেজা-

MS Dhoni and Ravindra Jadeja | IPL 2024 | Image: Getty Images
MS Dhoni and Ravindra Jadeja | Image: Getty Images

গতকালের ম্যাচে অনবদ্য পারফর্ম্যান্স করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শুরুতে ফিল সল্টের উইকেট হারালেও সুনীল নারাইন (Sunil Narine) ও অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে ঘুরে দাঁড়ানোর পথে ছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুজনেই বেশ কিছু বাউন্ডারিও হাঁকিয়েছিলেন। নিজের প্রথম ওভারেই নারাইন ও অঙ্গকৃষ-দুজনকেই ফিরিয়ে চেন্নাইকে চালকের আসনে বসান জাদেজা। তাঁর বলে মহেশ তীক্ষণার হাতে ধরা পড়েন নারাইন, অঙ্গকৃষ হন এলবিডব্লু। এরপর ভেঙ্কটেশ আইয়ারকেও আউট করেন জাদেজাই (Ravindra Jadeja)। কেবল বোলিং নয়, ফিল্ডিং-এ নজর কাড়েন তিনি। ধরেন দুটি ক্যাচ’ও।

চেন্নাই সুপার কিংস-এর ব্যাটিং চলাকালীন জাদেজাকে দেখা গেলো মাঠে উপস্থিত ক্রিকেটজনতার সাথে রীতিমত মস্করা করতে। যখন শিবম দুবে আউট হন, জয়ের জন্য চেন্নাইয়ের (CSK) বাকি ছিলো আর মাত্র তিন রান। পরবর্তী ব্যাটার হিসেবে সাজঘর থেকে বেরোন জাদেজা। তিনি জানতেন যে গ্যালারি অধীর আগ্রহে চেয়ে আছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মাঠে নামার দিকে। সেই কারণে খানিক মজা করার জন্য আগে নেমে পড়েছিলেন ব্যাট হাতে। আবার ফিরেও যান। জাদেজাকে দেখে হতাশা নেমেছিলো চেন্নাই সমর্থকদের মধ্যে। তারপর মহেন্দ্র সিং ধোনি’র চেহারাটা সাজঘর থেকে বেরোতেই উচ্ছ্বাসে মাতোয়ারা ক্রিকেটজনতা। চিৎকারে কানে চাপা দিতে হয় কলকাতার আন্দ্রে রাসেল’কে।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: নাইটদের তৃতীয় ট্রফি অভিযানে সারথী গম্ভীরই, সাক্ষাৎকারে স্পষ্ট করলেন অভিষেক নায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *