DC vs SRH

IPL 2024: গত বছর আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে শেষ করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ব্যর্থতাকে মুছে ফেলতে এবার বাড়তি তাগিদ সঙ্গে করে মাঠে নেমেছে ‘অরেঞ্জ আর্মি।’ ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মত হেভিওয়েট টিমকে হারিয়েছে প্যাট কামিন্সের দল। আজ পাঞ্জাব কিংস-কে ২ রানের ব্যবধানে হারিয়ে মরসুমের তৃতীয় জয় ছিনিয়ে নিলো তারা। পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় ও দুটি হার নিয়ে আপাতত হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার’রা রয়েছেন পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। বেঁচে রয়েছে প্লে-অফের স্বপ্ন।

টসের মুদ্রা আজ পড়েছিলো হোম টিম পাঞ্জাব কিংসের পক্ষে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান। হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করামদের মত পরিচিত তারকাদের দ্রুত সাজঘরে পাঠাতে পারলেও আজ পাঞ্জাবের পথের কাঁটা হয়ে দাঁড়ান নীতিশ রেড্ডি। চমৎকার অর্ধশতক করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে হায়দ্রাবাদ করে ১৮২ রান। ব্যাট করতে নেমে ধাওয়ান-বেয়ারেস্টোরা বিশেষ সুবিধা করতে পারেন নি। আরও একবার শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা’ই মরিয়া চেষ্টা করেন জয় ছিনিয়ে নেওয়ার। কিন্তু তীরে এসে ডোবে তরী। ১৮০তে আটকে যায় পাঞ্জাব। দুই পয়েন্ট হাতছাড়া প্রীতি জিন্টার দলের।

Read More: IPL 2024, RR vs GT, Match-24: জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর গুজরাত টাইটান্স, রাজস্থানের জয়রথ থামাতে ব্রহ্মাস্ত্র হতে পারেন এই ক্রিকেটার !!

নজর কাড়লেন নীতিশ রেড্ডি-

Nitish Reddy | IPL 2024 | Image: Getty Images
Nitish Reddy | IPL 2024 | Image: Getty Images

সানরাইজার্সের একাদশে আজও জায়গা হয় নি মায়াঙ্ক আগরওয়ালের। ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডের সাথে নেমেছিলেন অভিষেক শর্মা। শুরুটা ভালোই করেছিলেন হেড, মারেন বেশ কিছু বাউন্ডারিও। কিন্তু এরপরেই আর্শদীপ সিং-এর বলে উইকেট হারাতে হয় অজি তারকাকে। ১৫ বলে ২১-এর বেশী এগোতে পারেন নি তিনি। পাঞ্জাবের ভূমিপুত্র অভিষেক শর্মা’ও রান পান নি পাঞ্জাব কিংসের বিপক্ষে। আজ ১১ বলে ১৬ রান করে স্যাম কারানের শিকার হন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এইডেন মার্করাম। প্রোটিয়া তারকাও সুবিধা করতে পারেন নি ব্যাট হাতে। রানের খাতা না খুলেই তাঁকে ফিরতে হয় সাজঘরে।

আজ প্রথম একাদশে ফিরেছিলেন রাহুল ত্রিপাঠীও। কিন্তু প্রত্যাবর্তন সুখের হয় নি তাঁর। ১৪ বলে ১১ রান করেই আউট জন। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত হেনরিখ ক্লাসেন’ও আউট হন কেবল ৯ রান করে। তারকারা একে একে সাজঘরে ফিরে যাওয়ার পর সানরাইজার্সের ঢাল হয়ে দাঁড়ান বছর ২০-র নীতিশ কুমার রেড্ডি। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে আভাস দিয়েছিলেন দক্ষতার। আজ পাঞ্জাবের বিরুদ্ধে ঝলসে উঠলো তাঁর ব্যাট। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে তিনি মাত্র ৩৭ বলে করেন ৬৪ রান। প্রায় ১৭৩ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটিই হায়দ্রাবাদের ইনিংসের ভিত গড়ে দেয়। এরপর আব্দুল সামাদের ১২ বলে ২৫ ও শাহবাজ আহমেদের ৭ বলে ১৪* রানের সৌজন্যে ‘অরেঞ্জ আর্মি’ পৌঁছে যায় ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রানে।

ব্যর্থ শশাঙ্ক ও আশুতোষের মরিয়া লড়াই-

Shashank Singh | IPL 2024 | Image: Getty Images
Shashank Singh | IPL 2024 | Image: Getty Images

মুল্লানপুরের মাঠে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিলো পাঞ্জাব কিংস। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ থেকে অফ ফর্ম শুরু হয়েছে জনি বেয়ারেস্টোর। আইপিএলের অব্যাহত তা। আজ সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন তিনি। তিন বল খেললেও একটি রানও করতে পারেন নি তিনি। পাওয়ার প্লে’র মধ্যেই আরও দুটি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। প্রথমে ফেরেন তিনে নামা প্রভসিমরণ সিং। মাত্র ৪ করেন তিনি। এরপর ভুবি ফেরান শিখর ধাওয়ান’কে। স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন তিনি। বলের নাগাল না পেয়ে স্টাম্পড হন মাত্র ১৪ করে। ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অনেকখানি পিছিয়ে পড়তে হয়েছিলো পাঞ্জাব’কে।

দুই বিদেশী অলরাউন্ডার স্যাম কারান ও সিকান্দার রাজা চেষ্টা করেছিলেন মিডল অর্ডারে নেমে পাঞ্জাব ইনিংস-কে স্থিরতা দেওয়ার। কিন্তু বোলিং পরিবর্তনে বাজিমাত করেন ক্যাপ্টেন কামিন্স। কারান’কে ফেরান নটরাজন আর রাজা’র উইকেট যায় জয়দেব উনাদকাটের ঝুলিতে। যথাক্রমে ২৯ ও ২৮ করেন দুজনে। ব্যাট হাতে অসাধারণ ইনিংসের পর বোলিং-এ সাবলীল নীতিশ রেড্ডি। তুলে নিলেন জিতেশ শর্মা’র উইকেট। আজ ১৯ করে আউট হয়ে টি-২০ বিশ্বকাপের দৌড়ে আরও পিছিয়ে পড়লেন উইকেটরক্ষক-ব্যাটার। গুজরাত ম্যাচের দুই নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার উপর আজও ভার পড়েছিলো ‘মিরাকল’ করে দেখানোর। কিন্তু পারলেন না তাঁরা। শশাঙ্ক ৪৬* ও আশুতোষ ৩৩* করলেও পাঞ্জাবকে থামতে হলো ১৮০ রান করেই।

Also Read: IPL 2024: চিপক জনতার সাথে মস্করা জাদেজা’র, ধোনিকে দেখেই হতাশা বদলে গেলো উচ্ছ্বাসে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *