ipl-2024-pbks-probable-xi-vs-gt

IPL 2024: চলছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুম। শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইতে মাঠে নেমেছে দশ ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের প্রথম সপ্তাহ থেকেই জমে উঠেছে মহারণ। দেখা গিয়েছে একাধিক হাড্ডাহাড্ডি ম্যাচ। তেমনই এক ম্যাচের সাক্ষী গতকাল হলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB )ও পাঞ্জাব কিংস (PBKS)। উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে খানিক চাপে ছিলো বেঙ্গালুরু। ঘরের মাঠে রুদ্ধশ্বাস লড়াই শেষে দুই পয়েন্ট ঝুলিতে ভরতে সক্ষম হলো ফাফ দু প্লেসির (Faf Du Plessis) দল। অন্যদিকে মুল্লানপুরে নিজেদের নতুন হোম গ্রাউন্ডে দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ধাক্কা খেলেন শিখর ধাওয়ান’রা।

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। চমৎকার ৪৫ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কার্যকরী ইনিংস খেলেন প্রভসিমরণ সিং, স্যাম কারান, জিতেশ শর্মা’রাও। শেষমেশ নির্ধারিতি ২০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়িয়েছিলো ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়েছিলো বেঙ্গালুরু। ফিরে যান দু প্লেসি ও ক্যামেরন গ্রিন। এরপর রজত পতিদার ও গ্লেন ম্যাক্সওয়েলও বিশেষ সফল হন নি গতকাল। একা কুম্ভ হয়ে দীর্ঘ সময় লড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষমেশ মহীপাল লোমরোর ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ঝোড়ো ব্যাটিং-এ জয় পায় বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস হারলেও সকলের নজর কেড়েছেন তাদের লোয়ার অর্ডার ব্যাটার শশাঙ্ক সিং। তাঁর গতকালের বিধ্বংসী ক্যামিও’র পর মুখে মুখে ঘুরছে শশাঙ্কের আইপিএলে সুযোগ পাওয়ার কাহিনী।

Read More:“এটা আমার হুকুম…” স্ত্রী রিভাবা’কে আদেশ রবীন্দ্র জাদেজা’র, বার্তালাপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

ফ্র্যাঞ্চাইজির ভুলে IPL-এ শিকে ছেঁড়ে শশাঙ্কের-

Shashank Singh | IPL 2024 | Image: Getty Images
Shashank Singh | IPL 2024 | Image: Getty Images

গত ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে বসেছিলো আইপিএলের মিনি নিলামের আসর। বিশাল দাম পেয়ে সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক’রা। তাঁদের সাথেই আলোচনায় উঠে এসেছিলো আরও একটি নাম-শশাঙ্ক সিং। চমকপ্রদ ঘটনার সূত্রপাত নিলামকক্ষেই। অকশনিয়ার মল্লিকা সাগর শশাঙ্ক সিং-এর নাম ঘোষণা করতেই তাঁকে দলে নিতে উৎসাহ দেখিয়েছিলো পাঞ্জাব কিংস। অন্য ফ্র্যাঞ্চাইজিদের পিছনে ফেলে যখন পাঞ্জাব শিবিরে শশাঙ্কের যোগ দেওয়া নিশ্চিত, তখন টনক নড়ে প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়াদের। তাঁরা বুঝতে পারেন যে শশাঙ্ক সিং-কে তাঁরা দলে নিতে চেয়েছেন আর যাঁকে পাচ্ছেন, তাঁরা আলাদা ব্যক্তি। একই নাম ও একই বেস প্রাইস হওয়ায় সৃষ্টি হয়েছিলো বিভ্রান্তি। ১৯ বর্ষীয় শশাঙ্কের (Shashank Singh) বদলে ৩২ বর্ষীয় মুম্বই ক্রিকেটারকে খানিক বাধ্য হয়েই তখন দলে নিতে হয়।

পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে অবস্থান স্পষ্ট করে পাঞ্জাব কিংস (PBKS)  ফ্র্যাঞ্চাইজি। শশাঙ্ককে (Shashank Singh) দলে স্বাগতও জানানো হয়। প্রীতি জিন্টাদের এই ‘ভুল’ই যে শাপে বর হয়ে দেখা দেবে তা অবশ্য তখন আন্দাজ করা যায় নি। দেখা গেলো গতকাল। লোয়ার অর্ডারে ভারতীয় ব্যাটারের অভাবে দীর্ঘ সময় ভুগেছে পাঞ্জাব কিংস। গতকাল ব্যাট হাতে সেই শূন্যস্থান পূরণের ইঙ্গিত দিলেন শশাঙ্ক (Shashank Singh)। সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। খেলেন মাত্র ৮ বল। তার মধ্যেই ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৬২.৫০ স্ট্রাইক রেটে খেলা শশাঙ্কের ইনিংসটির জোরেই ১৭০-এর গণ্ডী পেরোয় পাঞ্জাব। গতকাল থেকেই চর্চার কেন্দ্রে তিনি। নেটদুনিয়ায় মজা করে কেউ কেউ লিখেছেন, ‘যা হয় মঙ্গলের জন্যই হয়।’

Also Read: IPL 2024: আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন বিরাট কোহলি, পাঞ্জাব ম্যাচে ৭৭ রানে গড়লেন ১০০ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *