IPL 2024: “হার্দিকের সাহসই হয় নি…” মুম্বইয়ের নতুন অধিনায়কের বিরুদ্ধে তোপ দাগলেন ইরফান পাঠান !! 1

IPL 2024: গতকাল আইপিএলের (IPL) আসরে এক জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স (GT) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। সকলের নজর ছিলো হার্দিক পান্ডিয়ার উপর। ভারতের তারকা অলরাউন্ডার মরসুম শুরুর আগে গুজরাত ছেড়ে যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। পেয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব’ও। পুরনো দলের বিরুদ্ধে কেমন পারফর্ম্যান্স করেন তিনি, কেমন করে দল পরিচালনা করেন, তা দেখতে মুখিয়ে ছিলেন অনেকে। হার্দিকের দলত্যাগ ও মুম্বই শিবিরে যোগ দেওয়া নিয়ে ছিলো বিতর্কের আবহ’ও। দীর্ঘসময় ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পাঁচটি ট্রফিও ফ্র্যাঞ্চাইজিকে জিতিয়েছেন তিনি। আচমকা তাঁকে সরিয়ে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিলো সমর্থকদের মধ্যে। বিরক্ত হয়েছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি-ভিলেন বনেছিলো দুই পক্ষই।

গতকাল আহমেদাবাদের মাঠে হার্দিকের (Hardik Pandya) ‘হোমকামিং’ বিশেষ সুখকর হলো না। টস জিতে প্রথমে বোলিং বেছে নেন তিনি। নতুন বল নিজেই হাতে তুলে নেন। ৩ ওভারে ৩০ রান খরচ করে একটিও উইকেট পান নি তিনি। স্বান্তনা পুরষ্কার বলতে কেবল একটি ক্যাচ। গুজরাতের তোলা ১৬৮ রান তাড়া করতে নেমে একটা সময় জয়ের দিকে এগোচ্ছিলো হার্দিকের মুম্বই। কিন্তু মাঝের ওভারে দুরন্ত কামব্যাক করেন টাইটান্স (GT) বোলাররা। আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, সাই কিশোরদের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয় মুম্বই-কে। রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস-রা সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও ১৬২ রানের বেশী এগোতে পারে নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। হারতে হয় ৬ রানে। পরাজয়ের পর সমালোচিত হয়েছেন অধিনায়ক হার্দিক। তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তনী ইরফান পাঠান (Irfan Pathan)।

Read More: IPL 2024: বাজিমাত গুজরাত টাইটান্সের, ৬ রানের ব্যবধানে  হেরে মুম্বই ইন্ডিয়ান্সে দ্বিতীয় ইনিংস শুরু করলেন হার্দিক পান্ডিয়া !!

ইরফানের নিশানায় হার্দিকের নেতৃত্ব-

GT vs MI | IPL 2024 | Image: Getty Images
GT vs MI | IPL 2024 | Image: Getty Images

আহমেদাবাদ জনতার থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যে উষ্ণ অভ্যর্থনা পাবেন না, তা একপ্রকার নিশ্চিতই ছিলো। বাস্তবেও দেখা গেলো তেমনটাই। তিনি টস করতে আসা মাত্র চিৎকার করে প্রাক্তন অধিনায়ককে বিদ্রুপ করেন গুজরাত টাইটান্স সমর্থকেরা। গোটা ম্যাচে চললো এই পর্ব। কখনোও রোহিত শর্মা’কে (Rohit Sharma) ফিল্ডিং-এর সময় লং অনে পাঠিয়ে আবার কখনও বুমরাহ’র  (Jasprit Bumrah) হাতে নতুন বল তুলে না দেওয়ায় তৈরি হলো বিতর্ক। একটা সময় মাঠের মধ্যে রোহিত ও বুমরাহ’র সাথে রীতিমত বচসাও জড়াতেও দেখা গেলো হার্দিক’কে (Hardik Pandya)।

তবে দিনের শেষে আলোচনার কেন্দ্রে তাঁর ব্যাটিং অর্ডার নির্বাচন। এই আহমেদাবাদের মাঠেই গুজরাত টাইটান্স (GT) জার্সিতে হার্দিক খেলতেই টপ-অর্ডারে। তিন বা চার নম্বরে নেমে সাফল্যও পেয়েছিলেন। কিন্তু গতকাল মুম্বই জার্সিতে নেমেছেন সাত নম্বরে। ক্যাপ্টেন হার্দিকের এই সিদ্ধান্ত আদর্শ নেতার পরিচয় নয় বলেই মনে করছেন ইরফান পাঠান। খেলা শেষে লেখেন, “হার্দিক পান্ডিয়া রশিদ খানের বোলিং-এর মোকাবিলা করতে চাইছিলো না। সেই কারণেই টিম ডেভিড’কে আগে পাঠানো হয়।” হারের জন্য সরাসরি হার্দিককেই দায়ী করেন তিনি। ইরফান আরও জানিয়েছেন, “…ওখানেই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটা হেরে যায়। খুবই খারাপ অধিনায়কত্ব।”

 প্রসঙ্গত টিম ডেভিড (Tim David) ব্যাট হাতে সাবলীল ছিলেন না গতকাল। ১১ বলে ১০ রান করে আউট হন। তারপর সাত নম্বরে নেমে ঝড় তোলার চেষ্টা করেছিলেন বটে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ১টি চার ও ১টি ছক্কা’ও হাঁকান। কিন্তু দলকে বৈতরণী পার করাতে পারেন নি। উমেশ যাদবের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েন। এরপর আর জয়ের বিশেষ সম্ভাবনা ছিলো না মুম্বইয়ের। ব্যাট হাতে মিরাকল ঘটানো সম্ভব হয় নি পীয়ূষ চাওলা, জসপ্রীত বুমরাহদের পক্ষে।

Also Read: IPL 2024: “এই ফলাফল নিয়ে আমি পুরো….”, গুজরাটের কাছে হেরে অদ্ভুত যুক্তি সাজালেন হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *