IPL 2024: মান বাঁচাতে রোহিতের দারস্থ হার্দিক পান্ডিয়া, বাধ্য ছেলের মতো গেলেন বাউন্ডারিতে !! 1

IPL 2024: আইপিএলের (IPL) আসরে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই মরসুমের শুরুটা করেছে হার দিয়ে। ইডেন গার্ডেন্সে হেনরিখ ক্লাসেনের দুর্ধর্ষ ইনিংসের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো হায়দ্রাবাদ, কিন্তু শেষ হাসি আর হাসা হয় নি। অন্যদিকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে হারতে হয়েছে মুম্বইকেও। দুই দলই আজ এবারের টুর্নামেন্টের প্রথম দুই পয়েন্টের সন্ধানে মাঠে নেমেছে। টসের মুদ্রা আজ পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই বোলিং-এর সিদ্ধান্তই আপাতত ব্যুমেরাং হয়ে ফিরেছে হার্দিক বাহিনীর জন্য। ঝোড়ো ব্যাটিং-এ মুম্বই বোলিং-কে আপাতত দিশাহারা করেছে প্যাট কামিন্সের ‘অরেঞ্জ আর্মি।’

Read More: IPL 2024: আরসিবির কারণে আজও আইবুড়ো রয়েছেন এই ফ্যানগার্ল, কোহলিদের কারণে নষ্ট হচ্ছে যৌবন !!

ধুন্ধুমার ব্যাটিং-এর শুরুটা করেছিলেন ট্র্যাভিস হেড। অজি তারকা প্রথম ম্যাচে খেলেন নি। আজ একাদশে জায়গা পেয়েই দুর্ধর্ষ ব্যাটিং করলেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাট থেকে। সদ্য অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলে আসা প্রোটিয়া পেসার কোয়েনা মাপাখা’কে এক ওভারে জোড়া ছক্কা ও জোড়া চার মেরে তাঁর আত্মবিশ্বাসই গুঁড়িয়ে দিলেন তিনি। পরে হেডের সঙ্গে যোগ দেন অভিষেক শর্মা। পাঞ্জাবের তরুণ ব্যাটিং বিক্রমে ছাড়িয়ে যান অস্ট্রেলীয় তারকাকেও। ২৪ বলে ৬২ করেছেন হেড, অভিষেকের সংগ্রহ ২৩ বলে ৬৩ রান। ৭টি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন তিনি। তাঁরা দুজন সাজঘরে ফিরলেও রেহাই মেলে নি মুম্বই বোলারদের। ব্যাট হাতে ত্রাস হয়ে উঠেছেন এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন।

সানরাইজার্সের ব্যাটিং ঝড়ের মাঝে বেশ দিশাহারা লেগেছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। গত ম্যাচের মত আজও শুরুতে জসপ্রীত বুমরাহ’কে দিয়ে বোলিং তেমন করান নি তিনি। এক ওভার করিয়ে তুলে রেখেছিলেন ডেথ বোলিং-এর জন্য। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। হার্দিকের বহুচর্চিত দলবদল ও মুম্বই-এর নেতৃত্ব লাভের এই যদি ফলাফল হয়, তাহলে ভবিষ্যৎ যে বিশেষ সুখকর নয়, সেই আশঙ্কাও করছেন অনেকে। সম্ভবত তা বুঝছেন হার্দিক নিজেও। মাঠে খেই হারিয়ে ফেলার পর আজ বাধ্য হয়েই পরামর্শ নিতে ছুটলেন অভিজ্ঞ রোহিত শর্মা’র কাছেই। কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নেন রোহিত’ও। খাতায়-কলমে হার্দিক অধিনায়ক হলেও রোহিতকেই দেখা যায় ফিল্ডিং সাজাতে। সতীর্থদের নির্দেশ দিতে। এমনকি হার্দিককেও বাউন্ডারিতে ফিল্ডিং করতে নির্দেশ দেন তিনি। কোনো প্রতিবাদ ছাড়াই হার্দিক দৌড়নও বাউন্ডারির দিকে।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: মুম্বাই ম্যাচের পর গুজরাটের এই খেলোয়াড়কে জড়িয়ে ধরলেন শাহনীল গিল, গুঞ্জন শুরু নতুন সম্পর্কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *