IPL 2024: “ফ্রেমে বাঁধিয়ে রাখার মত…” চিপকে ধোনি’র কাঁধে হাত কোহলির, ছবি দেখে আবেগপ্রবণ নেটজনতা !! 1

IPL 2024: দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। ঢাকে কাঠি পড়লো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সপ্তদশতম মরসু্মের। এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সূচনা হয়েছে বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের। নাচে-গানে আসর মাতালেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনু নিগম, এ আর রহমান’রা। টুর্নামেন্টের প্রথা মেনে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই এই ম্যাচকে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির দ্বৈরথ হিসেবে দেখছেন। কোহলি নেতৃত্ব ছেড়েছেন আগেই। গতকাল চমক দিয়েছেন ধোনিও। টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে সরে দাঁড়িয়েছেন অধিনায়কত্ব থেকে। মাঠে নিজের ‘মেন্টর’কে কি বার্তা দেন বিরাট, তা নিয়ে আজ জল্পনা ছিলো ক্রিকেটমহলে।

Read More: IPL 2024: গড়গড়িয়ে হিন্দি বলছেন স্টিভ স্মিথ, ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ !!

টসে জিতে আজ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ দু প্লেসির সাথে ওপেন করতে মাঠে নেমেছেন স্বয়ং বিরাটই। দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। প্রায় দুই মাস পর আজ ব্যাট হাতে বাইশ গজে তিনি।  অন্যদিকে ক্যালেন্ডারের হিসেবে ঠিক ২৯৯ দিন পর মাঠে নেমেছেন ধোনিও। দুই কিংবদন্তির সাক্ষাতের এক স্মরণীয় মুহূর্ত আজ দেখলো চিপক। চেন্নাই উইকেটরক্ষক ধোনির কাঁধে গিয়ে হাত রাখেন বিরাট। বেশ কিছুক্ষণ একান্তে কথাবার্তাও বলতে দেখা যায় দুজনকে। বার্তালাপ চলার সময় ধোনির ঠোঁটের কোণে ছিলো এক চিলতে হাসি। দুজনের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। দ্রুতবেগে চলছে শেয়ারের পর্ব। ক্যাপশনে মনের কথা লিখতেও ভুলছে না নেটিজেনরা।

বর্তমানে ধোনির বয়স প্রায় ৪২। বিশেষজ্ঞদের ধারণা এবারই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই চেন্নাই তারকাকে নিয়ে উন্মাদনা রয়েছেই। সেই উন্মাদনার আগুনে যেন বাড়তি ঘি ঢেলেছে আজকের ছবিটি। ‘প্রিয় তারকারা আস্তে আস্তে বিদায় নিচ্ছেন’ আবেগ চেপে রাখতে পারেন নি একজন। ‘অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধার এক অনবদ্য চিত্র’ লিখেছেন আরও একজন। ‘দুই পছন্দের অধিনায়কের কেউই আর নেতৃত্ব দিচ্ছেন না’ মন্তব্য আরও একজনের। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার একত্রে ছবি দেখে অনেকে বলছেন, ‘দুর্মূল্য এই ছবি, একে ফ্রেমে বাঁধিয়ে রাখা প্রয়োজন।’

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: মঞ্চ মাতাতে হাজির অক্ষয়-টাইগার, সুরের মূর্ছনায় মন জিতলেন রহমান-সোনু নিগম, নতুন ভারতের উদযাপন IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *