ipl-steve-smith-hindi-baffled-fans

IPL 2024: আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। টুর্নামেন্টের রীতি অনুযায়ী প্রথম ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জমজমাট ক্রিকেটের প্রত্যাশায় রয়েছেন দুই দলের সমর্থকেরা। আইপিএল (IPL) ঘিরে উন্মাদনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রচেষ্টায় কোনো ফাঁকি রাখছে না সম্প্রচারকারী সংস্থাগুলিও। লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার বিশেষজ্ঞের চেয়ারে বসিয়েছে ক্রিকেট ঈশ্বর হিসেবে সমাদৃত শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। এছাড়াও শেন ওয়াটসন, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, রবিন উথাপ্পার মত আইপিএলের আঙিনার কিংবদন্তিরা থাকছেন তাঁদের বিশেষজ্ঞ প্যানেলে।

অন্যদিকে চমক দিয়েছে টেলিভিশন স্বত্ব অধিকারী স্টার স্পোর্টস’ও। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথকে (Steve Smith) তারা হাজির করেছে বিশ্লেষকের ভূমিকায়। স্টিভ স্মিথের সাম্প্রতিক টি-২০ ফর্ম ভালো নয়। সেই কারণেই গত ১৯ ডিসেম্বরের আইপিএল ‘মিনি নিলামে’ তিনি অংশ নিলেও অজি তারকাকে দলে নেওয়ার ব্যপারে আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। স্মিথ (Steve Smith)  সুযোগ পান নি, সরে দাঁড়িয়েছেন জো রুট (Joe Root)। বর্তমানে ক্রিকেটবিশ্বের ‘ফ্যাব ফোর’ ব্যাটারদের মধ্যে কেবল বিরাট কোহলি (Virat Kohli) ও কেন উইলিয়ামসনই (Kane Williamson) রয়েছেন আইপিএলের অন্দরে। ‘আনসোল্ড’ থাকলেও ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট থেকে দূরে থাকছেন না স্টিভ স্মিথ। স্টার স্পোর্টসের স্টুডিওতে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সকলকে চমকে দিলো স্মিথের হিন্দি-

Steve Smith | IPL 2024 | Image: Getty Images
Steve Smith | Image: Getty Images

দীর্ঘ কেরিয়ারে অনেকবার আইপিএলে (IPL) অংশ নিয়েছেন। ২০১৯ সালে স্মিথের নেতৃত্বে টুর্নামেন্টের ফাইনালও খেলেছিলো রাইজিং পুণে সুপারজায়ান্টস (RPSG)। স্মিথের ক্রিকেটমস্তিষ্ক নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিশ্লেষকের ভূমিকায় আইপিএল শুরুর দিনেই তিনি যে কাণ্ড ঘটালেন তা চমকে দিয়েছে ক্রিকেটজনতাকে। স্টার স্পোর্টসের স্টুডিওতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা বিরাট কোহলিকে (Virat Kohli)। তাঁর বিখ্যাত কভার ড্রাইভ প্রসঙ্গে বলতে আচমকাই ইংরেজি ছেড়ে দিয়ে হিন্দি বলতে থাকেন স্টিভ স্মিথ (Steve Smith)। ভাষায় সামান্য পাশ্চাত্যের টান থাকলেও অজি তারকার হিন্দি দিব্যি বোঝা যাচ্ছিলো।

হিন্দিতেই স্মিথ জানান, “গোটা দুনিয়ায় আমার কোহলির কভার ড্রাইভই সবচেয়ে ভালো লাগে। নিজের ব্যাটের সম্পূর্ণ ‘ফেস’টা ব্যবহার করে ও। পা ক্রিজের বাইরে এনে বলকে সঠিক দিশা দেখায়। অনেকবারই আমরা দেখেছি যে কোহলি যখন কভার ড্রাইভ ঠিকঠাক মারে, তখন ও সেরা ছন্দে থাকে।” আচমকা স্মিথ (Steve Smith) হিন্দিতে এমন সড়গড় হলেন কই করে? ভিডিও ভাইরাল হতেই উঠতে শুরু করেছিলো প্রশ্ন। কিছুক্ষণের মধ্যেই মেলে উত্তর। আসলে স্মিথ হিন্দিতে নয়, কথা বলছিলেন ইংরেজিতেই। কৃত্রিম বুদ্ধিমত্ত্বা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মুহূর্তের মধ্যে গলার স্বর, বাচনভঙ্গী এক রেখে তা অনুবাদ করা হচ্ছিলো হিন্দিতে। ভাষার ব্যবধান মুছে ক্রিকেটকে সাধারণ জনগণের আরও কাছের করে তুলতে এই স্ট্র্যাটেজি যে বড় ভূমিকা নেবে, তা পরিষ্কার এই ভিডিও থেকেই।

দেখে নিন স্টিভ স্মিথের ভাইরাল ভিডিওটি-

Also Read: IPL 2024, PBKS vs DC, Match-02: মরসুমের শুরুতেই জয় চান ঋষভ পন্থ’রা, পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লী ক্যাপিটালসের ব্রহ্মাস্ত্র হবেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *